আমার জন্মদিনে

রহমান মৃধা | Feb 08, 2023 04:40 pm
আমার জন্মদিনে

আমার জন্মদিনে - ছবি : সংগ্রহ

 

আমারও কিন্তু কিছু প্রিয় মানুষ আছে, যাদেরকে আমি পছন্দ করি। পছন্দের করার পেছনে কোনো দেনা-পাওনা বা আবেগ-প্রবণতা জড়িত না, তারপরও তাদেরকে আমি পছন্দ করি। কারণ তারা মানুষের কথা ভাবে। একবার না, বার বার ভাবে। নানাভাবে হৃদয় থেকে কিছু করে, সুখে-দুখে পাশে থাকে। এ ধরনের মানুষ আমার কাছে প্রিয়। এদের সংখ্যা কিন্তু কম নয়। এরা গোটা বিশ্বের আনাচে কানাচে পড়ে আছে। এরা নিজের খেয়ে অন্যের কথা ভাবে, বিপদে- আপদে তাদের পাশে এসে হাজির হয়। এদেরকে আমি পছন্দ করি। কারণ এরা হলো আলোর ফেরিওয়ালা। আকাশের ওই মিটি মিটি তারার মতো আমার হৃদয়ে এরাও জ্বলে এবং যে আলোয় আমার মন ভরে যায়। আমি স্রষ্টার শ্রেষ্ঠ জীব, এতবড় একটি সম্মান স্রষ্টা আমাকে দিয়েছেন, ভাবতেই গা শিউরে উঠে! এই ভাবনাটুকু আমাকে সব সময় উদ্দীপনা জোগাড় করতে সাহায্য করে। যার ফলে আমি মানুষের মাঝে বসবাস করতে পছন্দ করি। আমি যেহেতু তাদের পছন্দ করি তারাও আমাকে পছন্দ করে– এর নাম ভালোবাসা। আমার মৃত্যুতে নয় আমার জন্ম দিনে আমাকে দেশ বিদেশ থেকে নানা জনে নানা ভাবে উইশ করেছে। আমি সেখান থেকে কয়েকটি উইশ তুলে ধরবো। তুলে ধরার প্রধান কারণ আমি যা ভালো মনে করি সেটা শেয়ার করতে পছন্দ করি, আমার শেয়ার ভ্যালুর কনসেপ্ট থেকে। তারপর আমি রিফ্লেক্ট করতে পছন্দ করি, সেটাও আরেকটি কারণ।

এবার আসুন শুভাকাঙ্ক্ষীদের হাজারও মন্তব্যগুলোর মাঝে কয়েকটি উইশ দেখি;
'শুভ জন্মদিন।
মনের মধ্য থেকে সেই প্রত্যাশা করি।
পৃথিবী যেন জানে বাকিটা সময়, এখানে আপনার আগমন হয়েছিলো। প্রতিভা ও মানবিকতার প্রমাণ যেন আল্লাহ আপনাকে আরো বেশি দেয়ার সক্ষমতা প্রদান করে। ইতিহাসের প্লাটিনাম অক্ষরে আপনার নাম যেন পড়তে পারে পরবর্তী প্রজন্ম।'

'শুভ জন্মদিন মানবিক মানুষ


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us