ভাষণ দেবেন বাইডেন
ভাষণ দেবেন বাইডেন - ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল ঘোষণা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন জো বাইডেন। খবরে বলা হয়েছে, চূড়ান্ত ফলাফল ঘোষণা হোক না হোক, আজ রাতেই দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন৷ তিনি ভাষণ দেওয়ার আগে পর্যন্ত ফলাফল ঘোষণা না হলে, ভোগগণনার সর্বশেষ পরিস্থিতি নিয়েই বক্তব্য রাখবেন তিনি।
পেনসিলভানিয়ায় ভোটের ব্যবধান আরো বাড়ল, হোয়াইট হাউসের দ্বারপ্রান্তে বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আরো কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন। গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়ায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোটের ব্যবধান আরো বাড়িয়েছেন। এর মাধ্যমে ম্যাজিক ফিগার ২৭০ নিশ্চিত করার দ্বারপ্রান্তে চলে এসেছেন তিনি।
সিএনএনের খবরে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় বাইডেন ও ট্রাম্পের মধ্যে এখন পার্থক্য ২৭,১৩০ ভোটের। এত ভোটে এগিয়ে থাকায় বাইডেন দৃশ্যত এই রাজ্যের ২০ ইলেক্টরাল ভোট পাওয়া নিশ্চিত করে ফেলেছেন।
বাইডেনের এখন পর্যন্ত ইলেক্টরাল ভোট ২৬৪, ট্রাম্পের ২১৪। অর্থাৎ বাইডেনের পেনসিলভানিয়ায় জয় পাওয়া মানে প্রেসিডেন্ট হয়ে যাওয়া।
জর্জিয়ায় ভোট পুনর্গণনার সিদ্ধান্ত
জর্জিয়ায় মাত্র ১৫৭৯ ভোটে এগিয়ে আছেন জো বাইডেন৷ কিন্তু জর্জিয়ার নির্বাচনী আইন অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের ফারাক এত কম হলে সেখানে পুনর্গণনা হয়৷
অ্যারিজোনা থেকে সবশেষ যা জানা যাচ্ছে
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। তবে ট্রাম্পও ধীরে ধীরে ব্যবধান কমাচ্ছেন।
সেক্রেটারি অব স্টেটের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫% এর বেশি ব্যালট গণনা শেষ হয়েছে, বাকি আছে ১ লাখ ৭৩ হাজার ব্যালট। আর বাকি ব্যালটের প্রায় ৯২ হাজার অ্যারিজোনার বৃহত্তম অঞ্চল ম্যারিকোপা কাউন্টিতে।
অ্যারিজোনার গ্রামাঞ্চলে ট্রাম্প বেশি ভোট পেলেও শহরাঞ্চলের বেশির ভাগ ভোট পেয়েছেন জো বাইডেন।
সব ভোট গণনার দাবি জানিয়ে ট্রাম্পের সমর্থকরা ভোট কেন্দ্রের আশেপাশে জড়ো হচ্ছেন।
অ্যারিজোনায় বাইডেন এগিয়ে থাকলে রাজ্যের ১১টি ইলেকটোরাল কলেজ ভোট তিনি পাবেন এবং প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০টি ভোটের আরো কাছাকাছি পৌঁছাবেন।
পেনসিলভানিয়ায় দেরিতে আসা ব্যালট আলাদা রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের
নির্বাচনের দিন স্থানীয় সময় রাত ৮টার পর কেন্দ্রে আসা ব্যালট আলাদাভাবে গণনা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট বিচারক স্যামুয়েল অ্যাল্টো।
পেনসিলভানিয়ার রিপাবলিকানরা দেরিতে আসা ভোট গণনা না করার জন্য আইনি চ্যালেঞ্জ করলেও তা অনুমোদিত হয়নি।
তার বদলে তেসরা নভেম্বরের পরে আসা ব্যালটগুলো আলাদা করে গণনা করার নির্দেশ দিয়েছেন আদালত।
পেনসিলভানিয়ায় শুরুতে ট্রাম্প এগিয়ে থাকলেও পোস্টাল ব্যালটের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে বাইডেন এগিয়ে যেতে শুরু করেন। বর্তমানে বাইডেন প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে রয়েঝেন, তবে এখনো কোনো প্রার্থীর জন্য জয় সুনিশ্চিত নয়।