নতুন ঝামেলা! জর্জিয়ায় আবার ভোট গণনা

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 07, 2020 06:16 am
নতুন ঝামেলা! জর্জিয়ায় আবার ভোট গণনা

নতুন ঝামেলা! জর্জিয়ায় আবার ভোট গণনা - ছবি : সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ জর্জিয়ার ভোট আবার গণনা করা হবে বলে জানানো হয়েছে।

জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার এইমাত্র ঘোষণা করেছেন যে ঐ রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে নতুন করে ভোট গণনা হবে।

তিনি বলছেন, ৪,১৬৯টি ভোট গণনা এখনো বাকি রয়েছে। পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো প্রায় ৮,০০০ ভোট এখন ডাকে রয়েছে।

শুক্রবার দিনের মধ্যে এসে পৌঁছুতে পারলে সেগুলোও গণনা করা হবে বলে তিনি জানান।

“এই মুহূর্তে জর্জিয়ায় ফল ঘোষণা করা কঠিন”, তিনি বলেন, “ভোটের ব্যবধান এতই কম যে নতুন করে গণনা করতে হবে।“

“আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ জর্জিয়ার সীমান্তের বাইরেও আছে। পুরো দেশের ওপর জর্জিয়ার নির্বাচনের চূড়ান্ত হিসেবের একটা প্রভাব পড়বে, সেটা স্বাভাবিক।“

এরপরই কোন প্রশ্নের জবাব না দিয়ে রাফেন্সবার্গার চলে যান।

তার সহকারী গেব্রিয়েল স্টার্লিং বলেন, ভোট পুনঃগণনার কারণ হচ্ছে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুবই কম।

নির্বাচনে কোনো বড় ধরনের অনিয়ম তাদের চোখে ধরা পড়েনি বলে তিনি জানান।


অ্যারিজোনায় বাইডেন পিছিয়ে পড়ছেন

অ্যারিজোনায় জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের ভোটের পার্থক্য গত রাতের পর থেকে কমে এসেছে বলে জানা যাচ্ছে।

বাইডেন এখন এই ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে ট্রাম্পের তুলনায় ৪৩,৫৭০ ভোটে এগিয়ে আছেন। গত রাতে এই সংখ্যা ছিল ৪৭,০০০ ভোট।

ম্যারিকোপা কাউন্টি এই রাজ্যের সবচেয়ে বড় কাউন্টি। সেখানে এখনও গণনা চলছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এই কাউন্টিতে প্রায় ২০ লক্ষ ভোট পড়েছে, যা সেখানকার মোট বাসিন্দাদের ৭৫%।

ম্যারিকোপার কর্মকর্তারা বলছেন, এখনো ১,৪২,০০০ ভোট গণনা করা হয়নি।

অন্যান্য সংবাদমাধ্যম অবশ্য এই রাজ্যে বাইডেনের বিজয় সম্পর্কে পূর্বাভাস করছে, যদিও বিবিসি মনে করছে এই পূর্বাভাস বেশি আগে করা হচ্ছে।


জালিয়াতির কোনো প্রমাণ নেই' : পেনসিলভেনিয়ার রিপাবলিকান সিনেটার

প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে কথিত ভোট জালিয়াতি নিয়ে যেসব ভিত্তিহীন দাবি করেছেন তার বিরুদ্ধে নিজের দলের ভেতর থেকে যারা বিরুদ্ধ মত দিচ্ছেন তাদের একজন হলেন পেনসিলভেনিয়ার রিপাবলিকান সিনেটার প্যাট টুমি।

“আমি প্রেসিডেন্টের ভাষণটি দেখছিলাম এবং সেটা সহ্য করা ছিল খুব কঠিন,” মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে তিনি আজ একথা বলেন।

“ব্যাপকহারে ভোট জালিয়াতি ও কারচুপির যে অভিযোগ প্রেসিডেন্ট করছেন তার সত্যি কোন ভিত্তি নেই। নির্বাচন বড়সড় কোনো ব্যত্যয় ঘটেছে বলে আমার জানা নেই।“

“দেখুন, প্রতিটি নির্বাচনেই ছোটখাটো কিছু অনিয়ম ঘটে। কিন্তু এসব খুবই ছোট ঘটনা এবং এধরনের ব্যালটের সংখ্যাও খুব কম।“

টুমি ২০২২ সালে অবসর নিতে যাচ্ছেন। তিনি বলেন, পেনসিলভেনিয়ায় ভোট গণনা কখন শেষ হবে সে সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারবেন না।

সর্বশেষ গণনা অনুযায়ী, ভোটের ফলাফল বাইডেনের দিকে ঝুঁকে পড়ছে।

“এখানে (গণনায়) যে সময় দরকার সেটা দিতে হবে,” তিনি বলেন এবং জানান যে বাদবাকি ভোট বাইডেনের পক্ষেই পড়বে বলে তিনি মনে করেন।

“এই মুহূর্তে ফলাফল আমরা জানি না। তবে সেটা জানার জন্য গণনার প্রক্রিয়া শেষ করতে হবে।“

সূত্র : বিবিসি


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us