পরাজয়ের শঙ্কায় তছনছ ট্রাম্প-শিবির

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 06, 2020 10:17 pm
পরাজয়ের শঙ্কায় তছনছ ট্রাম্প-শিবির

পরাজয়ের শঙ্কায় তছনছ ট্রাম্প-শিবির - ছবি : সংগৃহীত

 

প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের আলামত ফুটে ওঠতেই গ্রুপিংয়ে তছনছ হয়ে গেছে ট্রাম্প শিবির। ভোট–গণনায় কারচুপির যে অভিযোগ তুলছেন মার্কিন প্রেসিডেন্ট, তাতে তার পাশে না দাঁড়িয়ে সাইডলাইনে বসে রয়েছেন আগামী নির্বাচনের ‘‌সম্ভাব্য’‌ রিপাবলিকান প্রার্থীরা, ভারতীয়–আমেরিকান রিপাবলিকান রাজনীতিক নিক্কি হেইলিকে খোঁচা দিলেন ট্রাম্প–পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

হোয়াইট হাউস দখলের দৌড়ে মার্কিন প্রেসিডেন্টের চেয়ে অনেকটা এগিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যেই ২৫৩টি ইলেক্টোরাল ভোট ঝুলিতে পুড়েছেন জো। জর্জিয়াতেও ট্রাম্পকে পেছনে ফেলে হাজারের বেশি ভোটে ‘‌লিড’‌ নিয়ে ফেলেছেন তিনি। পেনসিলভ্যানিয়াতেও ট্রাম্পকে টপকে গেছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একের পর এক ‘‌ভিত্তিহীন’‌ অভিযোগ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কখনো নির্বাচনে কারচুপি অভিযোগ তুলছেন, কখনো রাজ্যের বিরুদ্ধে মামলা করছেন, কখনো ভোট–গণনা বন্ধের দাবি তুলছেন। আবার কখনো নিজেকে ‘‌পুনরায় নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট’‌ হিসেবে ঘোষণা করে ফেলছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ট্রাম্প জুনিয়ার টুইটারে বলেন, ‘‌এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সবাই দেখুন, কে এই অরাজকতার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন আর কারা সাইডলাইনে বসে আছেন। বহু বছর ধরে দুর্বল হয়ে পড়েছিল রিপাবলিকান দলটি। ওদিকে একটু একটু করে ঘুঁটি সাজিয়ে নিয়েছে বামপন্থীরা। এই প্রবণতা বন্ধ হওয়া দরকার।’‌

এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘‌রিপাবলিকান দলের ভবিষ্যতের নেতারা কোথায়? কী করছেন নিক্কি হেইলি?‌’‌ সেই টুইটের প্রসঙ্গটি টেনে ট্রাম্প জুনিয়র লেখেন, ‘‌গ্র্যান্ড ওল্ড পার্টির যারা ভবিষ্যৎ, তাদের এই ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকাটা অভূতপূর্ব। এইসময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাদের লড়া উচিত ছিল। কিন্তু শুধুমাত্র মিডিয়ার ভয়ে তারা এখন চুপ করে আছে। ঠিক আছে। অসুবিধা নেই। ডোনাল্ড ট্রাম্প লড়ে যাবেন এবং তারা দেখতে থাকুন।’‌

আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য পদপ্রার্থী ৪৮ বছর বয়সী জাতিসঙ্ঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হেইলি। এই নির্বাচনে ট্রাম্পের প্রচারেও শেষের দিকে অংশ নিয়েছিলেন হেলি। জুনিয়র ট্রাম্পের টুইটের পর তিনি টুইটারে লেখেন, ‘‌সিনেট, হাউজ এবং এবং রাজ্যের সাধারণ সভায় বড় জয়ের কারণ অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব। তবে সমস্ত ভোট গোনা উচিত। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন। সত্যের জয় হবে।’‌

জোরদার হলো বাইডেনের সুরক্ষা কবচ

পেনসিলভ্যানিয়া ও জর্জিয়ায় ট্রাম্পকে পেছনে ফেলে হোয়াইট হাউস দখল প্রায় নিশ্চিত করে ফেলেছেন ডেমোক্র‌্যাট পদপ্রার্থী জো বাইডেন। প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের পাল্লা ভারী হতে দেখে আরও শক্তিশালী করা হল তার সুরক্ষা কবচ। ডেলাওয়্যারের উইলমিংটনে বাইডেনের প্রচার দলের সদরদপ্তরে ইতিমধ্যেই সিক্রেট সার্ভিস এজেন্টদের আরো একটি দলকে পাঠানো হয়েছে , জানা গেছে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন থেকে।

ওই প্রতিবেদনের রিপোর্ট উল্লেখ করে সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, শুক্রবারের মধ্যেই হয়ত নিশ্চিত হওয়া যাবে, কে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। আর সেই কারণেই বাইডেনের সুরক্ষা আরও আটসাট করা হচ্ছে বলে জানা গিয়েছে। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ সংস্থা এই সিক্রেট সার্ভিস। মার্কিন প্রেসিডেন্ট এবং প্রথম সারির নেতা ও তাদের পরিবারের নিরাপত্তা সুরক্ষিত করা সিক্রেট সার্ভিস-এর গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে একটি। স্থল, আকাশ এবং নৌপথ, তিন মাধ্যমেই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে এই মার্কিন সিক্রেট সার্ভিস।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি তরফে পদপ্রার্থী কে হবেন, সেই সংক্রান্ত ‘‌প্রাইমারিজ’‌ নির্বাচনে বাইডেন জয়ী হওয়ার পর জুলাইতেই তার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল কিছু এজেন্টকে। সাবেক ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুবাদে এই সুবিধে তিনি আগেই চাইতে পারতেন। কিন্তু তা করেননি।

এবার প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় পাকা হলে সুরক্ষা আরো বাড়ানো হবে, জানাচ্ছে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদন।

সূত্র : আজকাল

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us