আইনি লড়াইয়ে হেরে চলছেন ট্রাম্প, প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে বাইডেন

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 06, 2020 02:11 pm
আইনি লড়াইয়ে হেরে চলছেন ট্রাম্প, প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে বাইডেন

আইনি লড়াইয়ে হেরে চলছেন ট্রাম্প, প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে বাইডেন - ছবি : সংগৃহীত

 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। একটি করে স্টেটে তাকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন প্রতিপক্ষ বাইডেন। আর রাগে ফুঁসছেন তিনি। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো ফালতু মন্তব্য করছেন। নয়তো মনগড়া অভিযোগ আনছেন। এই অভিযোগ নিয়ে আদালতেও গেছিল ট্রাম্পের প্রচারকারী দল। জর্জিয়া আর মিশিগানে। দুই স্টেটেই আদালতে হেরেছেন তারা। জর্জিয়াতে ট্রাম্পের প্রচারকারি দলের অভিযোগ ছিল, নির্ধারিত সময়ে গণনা শুরু হয়েছি। আচমকাই গণনার মাঝে ওই ব্যালটগুলোর সঙ্গে দেরিতে আসা ৫৩টি ব্যালট মিশিয়ে দেয়া হয়েছে। মিশিগানে তারা দাবি করেছিল, ভোট গণনা বন্ধ করতে হবে। নয়তো কারচুপি বন্ধ করা যাবে না।

দুই স্টেটেই হেরেছেন ট্রাম্পরা। জর্জিয়ার সুপিরিয়র কোর্ট জাজ জেমস ব্যাস রায়ে বলেছেন, দেরিতে আসা ব্যালটগুলো যে ‘‌বেআইনি’‌, তার প্রমাণ নেই। মিশিগানের জাজ সিন্থিয়া স্টিফেনসও ট্রাম্পের আবেদন খারিজ করেছেন। জানিয়েছেন, কারচুপির প্রমাণ পাননি তিনি। ট্রাম্পের প্রচারকারী দল এই নিয়ে মুখ খোলেনি।

নেভাদায় আবার ট্রাম্পদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধী ডেমোক্র‌্যাটরা। নেভাদায় সামান্য এগিয়ে রয়েছেন বাইডেন।


জয়ের কাছে বাইডেন, ভোটচুরির অভিযোগে অনড় ট্রাম্প
এখন পর্যন্ত যা পরিস্থিতি, বলা যেতেই পারে হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন বাইডেনই। ট্রাম্প কিন্তু মানতে চাইছেন না, যে তার দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কম। বরং তিনি এখন অনড় নিজের অভিযোগে। বলেই চলেছেন, বাইডেন ‘‌ভোটচুরি’‌ করেছেন।

ট্রাম্পের হয়ে প্রচারকারী দলের অভিযোগ খারিজ হয়েছে মিশিগান এবং জর্জিয়ার আদালতে। তবু এসবে কান দিতে চাইছেন না তিনি। বিদায়ী প্রেসিডেন্টের দাবি, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন তিনি।
ট্রাম্পের কথায়, ‘শুধুমাত্র বৈধ ভোট গুনলে, সহজেই জিতে যাব আমরা। আমাদের ভোটচুরির চেষ্টা চলছে। অনেক গুরুত্বপূর্ণ রাজ্যে জয় পেয়েছি আমি। তার মধ্যে অনেক জায়গায় ঐতিহাসিকভাবে সফল হয়েছি আমরা।’

যেসব রাজ্যে ফল ঘোষণা হয়ে গেছে, সেগুলোর মধ্যে ডেমোক্র্যাটদের দখলে ২৫৩ ইলেক্টোরাল কলেজের ভোট। রিপাবলিকানদের কাছে এসেছে ২১৪ ইলেক্টোরাল কলেজ ভোট। ছ’‌টি রাজ্যের গণনা বাকি। তবু বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের জয়ের রাস্তা অত্যন্ত কঠিন। তবে অসম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের।
গণনা বাকি রয়েছে নেভাদা, অ্যারিজোনা, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া এবং আলাস্কা। এর মধ্য়ে নেভাদা ও অ্যারিজোনা ডেমোক্র্য়াটদের ঘাঁটি। এই দুই রাজ্যেই এগিয়ে বাইডেন। নেভাদায় ছ’‌টি ইলেক্টোরাল কলেজ ভোট। সেখানে ব্যবধান ১ শতাংশেরও কম। অ্যারিজোনায় ১১টি ইলেক্টোরাল কলেজের ভোটে ফারাক ২ শতাংশের বেশি।

পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনায় ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা যথাক্রমে ২০, ১৬ ও ১৫। আলাস্কায় এই সংখ্যা ৩। চারটি রাজ্যেই এগিয়ে ট্রাম্প। তবে আলাস্কা ছাড়া বাকি ৩টি বড় রাজ্যে হাড্ডাহাড্ডি চলছে। জর্জিয়ায় ব্যবধান মাত্র ০.৩ শতাংশ। অন্য় দু’টিতে দেড় শতাংশের কাছাকাছি। ফলে শেষ পর্যন্ত কে জিতবেন, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা।

সূত্র : আজকাল


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us