মিশিগানে মামলাতেও হেরে গেলেন ট্রাম্প, স্বস্তিতে বাইডেন
মিশিগানে মামলাতেও হেরে গেলেন ট্রাম্প, স্বস্তিতে বাইডেন - ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগান রাজ্যে ভোট গণনা স্থগিত চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার দলের এক মামলা বিচারক খারিজ করে দিয়েছেন। এতে স্বস্তিতে ফিরেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
ঐ রাজ্যের ফার্স্ট ডিস্ট্রিক্ট অ্যাপিলস কোর্টের বিচারক সিনথিয়া স্টিভেন্স বলছেন, মামলাটি দায়ের হতে অনেক দেরি হয়েছে, কারণ গণনা শেষ হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি।
তিনি বলেন, মামলায় ভুল কর্মকর্তাকে বিবাদি করা হয়েছে।
ভোট গণনা প্রক্রিয়ায় কোনোভাবে হস্তক্ষেপ করার আইনগত ক্ষমতা রাজ্যের সেক্রেটারি অফ স্টেটের নেই বলে তিনি জানান।
প্রেসিডেন্টের নির্বাচনী প্রচার কর্মকর্তারা যুক্তি দেন যে গণনার সময় রিপাবলিকান পর্যবেক্ষকদের হাজির থাকা উচিত।
ভোট নিয়ে এখন পর্যন্ত যা ঘটেছে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ফলাফল এখন নির্ভর করছে মোট চারটি রাজ্যের ওপর – অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা এবং পেনসিলভেনিয়া।
* এসব রাজ্যে ভোট গণনার ফলাফল স্থানীয় সময় বৃহস্পতিবার জুড়েই আসতে থাকবে, কিন্তু চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগবে।
* নেভাডা এবং অ্যারিজোনায় জো বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
* জর্জিয়া ও পেনসিলভেনিয়াতেও তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু একটু করে ব্যবধান কমিয়ে আনছেন।
* পেনসিলভেনিয়া, উইসকনসিন, জর্জিয়া এবং মিশিগানে ভোট গণনা বন্ধ করার লক্ষ্যে ট্রাম্পের নির্বাচনী দল মামলা দায়ের করেছে।
* বাইডেন এখন পর্যন্ত মোট সাত কোটি ১৫ লক্ষ ভোট পেয়েছেন।
* তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার জন্য তার পক্ষে প্রয়োজনীয় সংখ্যক রাজ্যের ভোট রয়েছে।
* ট্রাম্প গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যসহ অন্যান্য রাজ্যে জনমত জরিপের চেয়ে বেশি ভোট পেয়েছেন।
কিন্তু তার বিজয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
* এবারে নির্বাচনে ভোট পড়েছে ৬৬%, যুক্তরাষ্ট্রের ১২০ বছরের ইতিহাসে যা সবচেয়ে বেশি।
অনেক রাজ্যেই ভোট গণনা ধীর গতিতে চলছে। তাই চূড়ান্ত ফলাফল আসতেও সময় লাগছে অনেক বেশি।
‘আইন-সম্মত’ ভোট গুণলে আমি সহজেই বিজয়ী : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রতিপক্ষ কারচুপির মাধ্যমে নির্বাচন চুরির চেষ্টা করছে। ওয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি, তবে তিনি বলেছেন, বিভিন্ন রাজ্যে তারা আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন দাখিল করেছেন।
তিনি বলেন ‘আইন-সম্মত’ ভোট গুণলে তিনি সহজেই বিজয়ী হয়েছেন।যদি, তার ভাষায়, ‘বেআইনি ভোট’ গোণা হয় তাহলে তাদের কাছ থেকে নির্বাচন চুরি করা হচ্ছে।
ট্রাম্প বলেন যে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে তিনি অনেক ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু পরে ‘রহস্যজনক’ ভাবে অনেক নতুন ভোট গোনা শুরু হয়।
তিনি দাবি করেন, এখানে নির্বাচন শেষ হবার পর ভোট পাঠানো হয়েছে, বেআইনি ভোট গ্রহণ করা হয়েছে, গোপনে ভোট গোনা হয়েছে, ভোট গণনা কেন্দ্রে রিপাবলিকান দলের পর্যবেক্ষকদের ঢুকতে দেয়া হয়নি। তবে তার এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
তিনি নির্বাচনের আগের মাসগুলোতে প্রকাশিত জনমত জরিপের তীব্র নিন্দা করে বলেন যে, তার সমর্থকদের নিরুৎসাহিত করার উদ্দেশ্যে জো বাইডেনকে এগিয়ে দেখিয়ে এসব জরিপ প্রচার করা হয়েছিল।
নির্বাচনের আগে বেশির ভাগ জরিপে দেখা গিয়েছে বাইডেন দেশব্যাপী এগিয়ে। অনেক পর্যবেক্ষক ধারণা করেছিলেন ডেমোক্র্যাট প্রার্থীর বিপুল বিজয় হবে।
সূত্র : বিবিসি