ট্রাম্পের কেন এমন অবস্থা হলো
ট্রাম্পের কেন এমন অবস্থা হলো - ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখনকার যে অবস্থা, তাতে মোটামুটিভাবে বলা চলে প্রেসিডেন্ট হতে চলেছেন জো বাইডেনই। মার্কিন প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়ে বরাবরই পৃথিবীজোড়া আগ্রহ থাকে। এ বারেও আছে। এ বারে সম্ভবত অন্য বারের চেয়ে একটু বেশিই। কেননা ট্রাম্প ইদানীংকালের রাষ্ট্রনেতাদের মধ্যে একটু বেশিই 'বর্ণময়' চরিত্র।
ট্রাম্প তার বছরচারেকের আমলে যা যা করেছেন তা নিয়ে নানা মহলে নানা রকম আপত্তি কাজ করেছে। প্রশংসাও জুটেছে। তবে তা নগণ্যই।
ট্রাম্প ২০১৭ সালের জানুয়ারি মাসে যে দিন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেন সেদিনই ওয়াশিংটন ডিসিতে তার যৌন কেলেঙ্কারি ইস্যুতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মহিলারা৷ ট্রাম্পের বিরুদ্ধে অন্তত ২৬ জন মহিলা যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন সেদিন৷
মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর ছিল সৌদি আরবে৷ ২০১৭ সালের মে মাসে রিয়াদ সামিটে অংশ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোয়াপারেশন (ওআইসি) এর প্রতিনিধিরা৷ তুরস্ক এবং ইরান সেই আলোচনা বয়কট করেছিল৷
ট্রাম্প গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তার পরিবারের সদস্যদের নিয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে৷ যেমন, ট্রাম্প-কন্যা ইভান্কা প্রেসিডেন্টের একজন উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন৷
ট্রাম্প আমেরিকার আশ্রয়প্রার্থীদের উপর কঠোর নীতি আরোপ করেন। এবং কিছু অঞ্চল থেকে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেয়ার নিষ্ঠুর সিদ্ধান্তও নেন৷
মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে যে সব অভিযোগ সব চেয়ে আলোচিত ছিল তার মধ্যে অন্যতম রাশিয়ার সঙ্গে সম্পর্ক৷ গত চার বছরে রাশিয়ার সঙ্গে মার্কিন দেশের সম্পর্ক মোটের ওপর ভালো ছিল না।
আকাশ থেকে পড়ল সোনার ছোট-বড় টুকরো, গুজরাতের গ্রামে অদ্ভুত কাণ্ড!
ওবামা সরকার ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি করেছিল, তা থেকে সরে এসেছিল ট্রাম্প প্রশাসন৷ ইরানের ওপরে আরও নানা নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছিল৷
এ সবই নেতিবাচক। তবে কিছু ইতিবাচক ব্যাপারও ছিল।
যেমন, ক্ষমতায় থাকা কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই প্রথম উত্তর কোরিয়ায় যান৷ সে দেশের সঙ্গে মার্কিন সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই সফর৷
দীর্ঘ চেষ্টার পরে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান ইস্যুতে তালিবানের সঙ্গে একটি শান্তিচুক্তি করতে সক্ষম হয়েছিল৷
ইসরাইলের পরিস্থিতিও অনেকটা ভালো হয়। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরাইলের অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে অনেকটা ট্রাম্পের মধ্যস্থতার কারণেই৷
সূত্র : জি নিউজ
অ্যারিজোনায় বাইডেন এগিয়ে থাকলেও ব্যবধান কমছে
অ্যারিজোনা থেকে পাওয়া সর্বশেষ নির্বাচনী তথ্য অনুযায়ী, রাজ্যটিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও ভোটের ব্যবধানে কমে আসছে।
বুধবার রাত এবং বৃস্পতিবার সকালে রাজ্যটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ কাউন্টি মেরিকোপা আরো এক লাখ ৪০ হাজার ব্যালটের ফল প্রকাশ করেছে।
এতে দেখা যাচ্ছে যে, ৭৪ হাজার ৫১৪ ভোট পেয়ে মেরিকোপা কাউন্টিতে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন বাইডেন। তবে আগের ব্যবধানের তুলনায় ১১ হাজার ভোট কম পেয়েছেন তিনি।
সব মিলিয়ে পুরো রাজ্যে ৬৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।
মেরিকোপা কাউন্টিতে নতুন করে দুই দফা প্রকাশিত ফলে, ট্রাম্প ৫৭% ভোট পেয়েছেন।
কিন্তু পুরো রাজ্যেই কি একই অবস্থা চোখে পড়ছে?
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জিততে হলে ট্রাম্পকে অ্যারিজোনার অন্যান্য স্থানগুলোতে যত ভোট এখনো গণনা বাকি আছে তার সবই পেতে হবে। এমনকি যেসব এলাকায় ডেমোক্র্যাটরা ভোট পেয়ে থাকে সেসব এলাকার ভোটও পেতে হবে তাকে।
তবে অ্যারিজোনার ফল এখনি অনুমান করাটা আগাম হয়ে যাবে বলে মনে করে বিবিসি। তারপরও সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস-এর কয়েকটি আউটলেট ধারণা করছে যে, রাজ্যটিতে ডেমোক্র্যাটরা জয় পাবে।
এর আগে জানানো হয়েছে যে মেরিকোপা কাউন্টির রেকর্ডারের অফিস, যেখানে সারা রাত ধরে ভোট গণনা করা হয়েছে তার বাইরে জড়ো হয় দুই শতাধিক রিপাবলিকান সমর্থক।
ডোনাল্ড ট্রাম্পকে দেয়া ভোট গণনা করা হবে না-সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর এই বিক্ষোভ হয়।
সূত্র : বিবিসি ও আল জাজিরা