যে সমীকরণে ঝুলছে বাইডেন-ট্রাম্পের ভাগ্য

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 05, 2020 07:21 pm
যে সমীকরণে ঝুলছে বাইডেন-ট্রাম্পের ভাগ্য

যে সমীকরণে ঝুলছে বাইডেন-ট্রাম্পের ভাগ্য - ছবি : সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এখন প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেক্টোরাল কলেজের ভোট এবং ট্রাম্প পেয়েছেন ২১৪টি। হোয়াইট হাউজে যেতে তাদের ২৭০টি ভোট দরকার।
নির্বাচনের চূড়ান্ত ফল কী হতে পারে তা নির্ধারণের জন্য আর হাতে গোনা কয়েকটি মাত্র রাজ্যের ফল বাকি রয়েছে। ওই রাজ্যগুলোর দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।

গুরুত্বপূর্ণ যে রাজ্যগুলো এখনো বাকি রয়েছে সেগুলো হলো অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন।

কয়েকটি উপায়ে বিজয়ী নির্ধারিত হতে পারে।

ট্রাম্পকে ২৭০টি ভোট পেতে হলে উইসকনসিনে হারলেও জর্জিয়া (১৬টি ভোট), নর্থ ক্যারোলাইনা (১৫), পেনসিলভানিয়া (২০) এবং অ্যারিজোনা (১১) বা নেভাদায় (৬) জয় পেতে হবে।

পেনসিলভানিয়ায় (যার ফল শিগগিরই আসার সম্ভাবনা নেই) হারলেও জয় পেতে পারেন বাইডেন। তবে তার জন্য তাকে অ্যারিজোনা, জর্জিয়া ও নেভাদায় জয় পেতে হবে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে, কয়েকটি সংবাদ আউটলেট অনুমান করছে যে বাইডেন উইসকনসিন এবং অ্যারিজোনায় জয় পাবেন। কিন্তু বিবিসি মনে করে যে এই অনুমান এখন করাটা কিছুটা আগাম হয়ে যাবে।

গণনা চলছে এবং ধারণা করা হচ্ছে যে দিনের শেষের দিকে কর্তৃপক্ষ ফল ঘোষণা করবেন।

* জর্জিয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে, সব ভোট গণনা না হওয়া পর্যন্ত রাতভর তারা গণনা চালিয়ে যাবেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, সেখানে ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান কমে আসছে। সবশেষ এটি ২৪ হাজার ভোটে এসে ঠেকেছে।

* নেভাদায় ফল সামান্য ব্যবধানে ঝুলে আছে। বাইডেন মাত্র ৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। কর্তৃপক্ষ বলছে, পরবর্তী ফল বৃহস্পতিবার তিনটার দিকে ঘোষণা করা হবে।

* পেনসিলভানিয়ায় ট্রাম্পের ব্যবধান আরো কমে এসেছে। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৯০% ভোট গণনা শেষ হয়েছে। ট্রাম্প এক লাখ ৬৪ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
অ্যারিজোনায় বাইডেন ৮০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। পরবর্তী ফল বৃহস্পতিবারই ঘোষণা করা হবে।

* নর্থ ক্যারোলাইনায় বেশিরভাগ ভোটই গণনা শেষ হয়েছে কিন্তু এখনো অল্প কিছু বাকি আছে। ৭৭ হাজার ভোট নিয়ে অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

* উইসকনসিনে এখনো তেমন কোন খবর পাওয়া যায়নি। তবে সেখানে ২০ হাজারে ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তবে অন্য সংবাদ মাধ্যমগুলো অবশ্য বলছে যে, এই রাজ্যে জয় পেয়েছেন বাইডেন।


অ্যারিজোনায় বাইডেন এগিয়ে থাকলেও ব্যবধান কমছে
অ্যারিজোনা থেকে পাওয়া সর্বশেষ নির্বাচনী তথ্য অনুযায়ী, রাজ্যটিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও ভোটের ব্যবধানে কমে আসছে।

বুধবার রাত এবং বৃস্পতিবার সকালে রাজ্যটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ কাউন্টি মেরিকোপা আরো এক লাখ ৪০ হাজার ব্যালটের ফল প্রকাশ করেছে।

এতে দেখা যাচ্ছে যে, ৭৪ হাজার ৫১৪ ভোট পেয়ে মেরিকোপা কাউন্টিতে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন বাইডেন। তবে আগের ব্যবধানের তুলনায় ১১ হাজার ভোট কম পেয়েছেন তিনি।

সব মিলিয়ে পুরো রাজ্যে ৬৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।

মেরিকোপা কাউন্টিতে নতুন করে দুই দফা প্রকাশিত ফলে, ট্রাম্প ৫৭% ভোট পেয়েছেন।

কিন্তু পুরো রাজ্যেই কি একই অবস্থা চোখে পড়ছে?

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জিততে হলে ট্রাম্পকে অ্যারিজোনার অন্যান্য স্থানগুলোতে যত ভোট এখনো গণনা বাকি আছে তার সবই পেতে হবে। এমনকি যেসব এলাকায় ডেমোক্র্যাটরা ভোট পেয়ে থাকে সেসব এলাকার ভোটও পেতে হবে তাকে।

তবে অ্যারিজোনার ফল এখনি অনুমান করাটা আগাম হয়ে যাবে বলে মনে করে বিবিসি। তারপরও সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস-এর কয়েকটি আউটলেট ধারণা করছে যে, রাজ্যটিতে ডেমোক্র্যাটরা জয় পাবে।

এর আগে জানানো হয়েছে যে মেরিকোপা কাউন্টির রেকর্ডারের অফিস, যেখানে সারা রাত ধরে ভোট গণনা করা হয়েছে তার বাইরে জড়ো হয় দুই শতাধিক রিপাবলিকান সমর্থক।

ডোনাল্ড ট্রাম্পকে দেয়া ভোট গণনা করা হবে না-সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর এই বিক্ষোভ হয়।

সূত্র : বিবিসি ও আল জাজিরা


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us