অ্যারিজোনার হিসাব পাল্টে যাচ্ছে?

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 05, 2020 06:04 pm
অ্যারিজোনার হিসাব পাল্টে যাচ্ছে?

অ্যারিজোনার হিসাব পাল্টে যাচ্ছে? - ছবি সংগৃহীত

 

অ্যারিজোনা থেকে পাওয়া সর্বশেষ নির্বাচনী তথ্য অনুযায়ী, রাজ্যটিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও ভোটের ব্যবধানে কমে আসছে।

বুধবার রাত এবং বৃস্পতিবার সকালে রাজ্যটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ কাউন্টি মেরিকোপা আরো এক লাখ ৪০ হাজার ব্যালটের ফল প্রকাশ করেছে।

এতে দেখা যাচ্ছে যে, ৭৪ হাজার ৫১৪ ভোট পেয়ে মেরিকোপা কাউন্টিতে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছেন বাইডেন। তবে আগের ব্যবধানের তুলনায় ১১ হাজার ভোট কম পেয়েছেন তিনি।

সব মিলিয়ে পুরো রাজ্যে ৬৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।

মেরিকোপা কাউন্টিতে নতুন করে দুই দফা প্রকাশিত ফলে, ট্রাম্প ৫৭% ভোট পেয়েছেন।

কিন্তু পুরো রাজ্যেই কি একই অবস্থা চোখে পড়ছে?

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জিততে হলে ট্রাম্পকে অ্যারিজোনার অন্যান্য স্থানগুলোতে যত ভোট এখনো গণনা বাকি আছে তার সবই পেতে হবে। এমনকি যেসব এলাকায় ডেমোক্র্যাটরা ভোট পেয়ে থাকে সেসব এলাকার ভোটও পেতে হবে তাকে।

তবে অ্যারিজোনার ফল এখনি অনুমান করাটা আগাম হয়ে যাবে বলে মনে করে বিবিসি। তারপরও সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস-এর কয়েকটি আউটলেট ধারণা করছে যে, রাজ্যটিতে ডেমোক্র্যাটরা জয় পাবে।

এর আগে জানানো হয়েছে যে মেরিকোপা কাউন্টির রেকর্ডারের অফিস, যেখানে সারা রাত ধরে ভোট গণনা করা হয়েছে তার বাইরে জড়ো হয় দুই শতাধিক রিপাবলিকান সমর্থক।

ডোনাল্ড ট্রাম্পকে দেয়া ভোট গণনা করা হবে না-সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর এই বিক্ষোভ হয়।


নেভাদার ভোট ব্যবস্থা আইনি চ্যালেঞ্জের জন্য “বেশ দুর্ভেদ্য” : অ্যাটর্নি জেনারেল
নেভাদায় নির্বাচনের ফল সামান্য ব্যাধানে ঝুলে আছে, যদিও ভোট গণনা এখনো চলছে।

অনিয়মের অভিযোগ তুলে ট্রাম্পের শিবির এরইমধ্যে চারটি রাজ্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে।

কিন্তু নেভাদার অ্যাটর্নি জেনারেল অ্যারন ফোর্ড বলেছেন, রাজ্যটি কোন আইনি পদক্ষেপ নিয়ে ভাবছে না। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন “আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়ে বলতে হয় যে, এখানকার ভোট ব্যবস্থা বেশ দুর্ভেদ্য।”

বুধবার বিবিসিকে ফোর্ড বলেছিলেন, সব ধরণের প্রমাণ এটা নিশ্চিত করেছে যে, রাজ্যটি “অবাধ, নিরাপদ এবং সুরক্ষিত নির্বাচন” অনুষ্ঠিত করেছে।

“আমরা জানতাম যে এই প্রক্রিয়াটি সময়সাপেক্ষ কিন্তু এটি কাজ করছে,” ডেমোক্র্যাটরা বলছে।

“এতে কিছুটা সময় লেগেছে কারণ জালিয়াতি প্রতিহত করতে আমরা প্রয়োজন অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করেছি- যেমন স্বাক্ষর যাচাই, ইউনিক বারকোডসহ অন্যান্য পদক্ষেপ নেয়া হয়েছে।”

পোস্টাল ব্যালট গণনা কীভাবে করা হবে সে বিষয়েও বিস্তারিত বর্ণনা দেন তিনি।

“এই ব্যালটগুলো স্থানীয় কাউন্টি রেজিস্ট্রার এর কাছে পাঠানো হয়েছে এবং তারা স্বাক্ষর যাচাই করে দেখেছে এবং তারা একটি গণনা পদ্ধতির মধ্য দিয়ে গেছে যা আবার দ্বিপক্ষীয় নির্বাচন পর্যবেক্ষকদের দল পর্যবেক্ষণ করেছে,” বিবিসিকে তিনি বলেন।

“প্রতিটি পর্যায় এবং ধাপে যাচাই প্রক্রিয়া কার্যকর ছিল যা আমাদের নির্বাচনের সুষ্ঠুতা রক্ষা করেছে।”

নির্বাচনের দিন, নেভাদার এক বিচারক লাস ভেগাস এলাকায় আগাম ভোট গণনা বন্ধের দাবিতে রিপাবলিকানদের আনা একটি মামলা প্রত্যাখ্যান করেছিলেন। যে মামলায় নির্বাচন পর্যবেক্ষণ এবং মেইলে পাঠানো ব্যালট প্রক্রিয়া নিয়ে অভিযোগ ছিল।

নেভাদার কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পরবর্তী ফল ঘোষণা করা হতে পারে।

সূত্র : বিবিসি

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us