যে হিসাবের কারণে হার স্বীকার করতে নারাজ ট্রাম্প
যে হিসাবের কারণে হার স্বীকার করতে নারাজ ট্রাম্প - ছবি সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট মেটার পর কেটে গেল চব্বিশ ঘণ্টারও বেশি। এই লেখার এটা পঞ্চম সংস্করণ। এখনও জারি আছে টানটান উত্তেজনা। থিতু হয়নি ভোটফল। অর্থাৎ ৩ তারিখ নির্বাচন শেষ হওয়ার পর আমেরিকায় ৪ নভেম্বর রাতেও ভোট প্রক্রিয়া সম্পন্ন হল না। আর ফলাফল প্রকাশিত হলেও সমস্যা সহজে মিটবে বলে মনে হয় না। পুনর্গণনার দাবি উঠবে, লড়াই চলতে পারে আদালতেও। সমীক্ষা বলেছিল ভোট শতাংশে জো বাইডেন এগিয়ে থাকবেন। সেখানে বিশেষ ভুল নেই। প্রায় সবসময়েই এগিয়ে থেকেছেন বাইডেন, এবং বৃহস্পতিবার সকালে তিনি আগের এক কিংবা দেড় শতাংশের ব্যবধান বাড়িয়ে আপাতত প্রায় আড়াই শতাংশ ভোটে এগিয়ে। ওবামার থেকেও বেশি ভোট পেয়ে জিততে চলেছেন তিনি। তবে সমীক্ষায় যে বেশ অনেকটা ব্যবধানের কথা বলা হয়েছিল অক্টোবর মাসে, তেমন কিন্তু আদৌ ঘটে নি। এখানে মনে রাখতেই হবে যে, কোনো নির্বাচনেই হাড্ডাহাড্ডি লড়াই হলে ভোট শতাংশ আর আসনের সম্পর্ক একেবারে গুলিয়ে যায়।
অর্থাৎ দেশ জুড়ে ভোট শতাংশে অনেক এগিয়ে থাকলেও লাভ নেই, বরং কম ব্যবধানে এক একটি রাজ্য জিতে নিয়ে সেখানকার সব আসন বগলদাবা করাটা বেশি গুরুত্বপূর্ণ। এখনও পুরো বিষয়টা পরিষ্কার না হলেও যে কটি রাজ্যে আসন বেশি এবং লড়াই হাড্ডাহাড্ডি সেটা বুঝতে কোন অসুবিধে নেই। আপাতত রাজ্যগুলো হলো জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নেভাদা (৬), নর্থ ক্যারোলিনা (১৫) আর পেনসিলভেনিয়া (২০)। এগুলো বাদে বাইডেন এগিয়ে ২৪৮ (কোনো কোনো হিসাবে ২৬৪) আর ট্রাম্প এখনো ২১৪ তেই আটকে আছেন। বোঝাই যাচ্ছে এখনও সঠিক ফল জানতে বেশ কিছুটা সময় বাকি। তবে ভীষণ লড়াই চলা রাজ্যগুলোর দিকে তাকিয়ে বাইডেন যে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি সেকথা বলতেই হচ্ছে। এই সময়টাতে সামনের দিকে তাকালে মনে হচ্ছে ট্রাম্পের জেতার আশা কম। বিশেষ করে আরিজোনার ১১ আর উইসকনসিনের ১০ টা আসন চলে যাওয়ায় বাইডেনের সম্ভাবনা সত্যিই অনেকটা বেড়েছে। এই প্রসঙ্গে এই সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্কটা কষে ফেলা যাক। এই ভবিষ্যদ্বাণী সত্যি হলে তা হবে তত্ত্বের হিসেবে সবথেকে কম ব্যবধানে জেতা-হারার ফলাফল। মিশিগানের ১৬ আর নেভাডার ৬ মিলে হয় ২২। এই দুই রাজ্যে ভালোই এগোচ্ছেন বাইডেন। ২৪৮ এর সঙ্গে ২২ যোগ করুন, পাবেন ২৭০। বাকি সব আসন ট্রাম্প সাহেব পেয়ে গেলেও পৌঁছবেন ২৬৮-তে। অর্থাৎ ফলাফল দাঁড়াবে বাইডেন ২৭০ বনাম ট্রাম্প ২৬৮। শুধু মার্কিন দেশ কেন? সম্ভবত বিশ্ব ইতিহাসে এমন কান ঘেঁষা ফল কখনো দেখা যায়নি।
আজ সকালের ফলাফল বলছে বাইডেন ২৬৪ আর ট্রাম্প ২১৪ আসনে এগিয়ে। নেভাডার ছটি আসনে জিতলেই বাইডেনের খাতায় রাষ্ট্রপতির সিলমোহর পড়ে যাবে। কিন্তু ভোটের অঙ্ক সেখানে কিছুটা হলেও কঠিন। এর মধ্যে ট্রাম্প শিবির নাকি আশা করছে আরিজোনার দশটা আসন তারা আবার ফিরে পেতে পারেন। অন্যদিকে বাইডেন আবার ব্যবধান কমাচ্ছেন জর্জিয়াতে। সেখানে ১৬টা আসন। কুড়িটি আসন বিশিষ্ট পেনসিলভেনিয়া নিয়েও অস্পষ্টতা বর্তমান। অর্থাৎ এই মুহূর্তে বাইডেন জেতার দোরগোড়ায়, এমনকি তিনশোর কাছাকাছিও পৌঁছে যেতে পারেন তিনি। অন্যদিকে সামান্য হলেও কিছুটা আশা রয়ে গেছে ট্রাম্প শিবিরে। এখনও তারা হাল ছেড়ে দিতে রাজি নন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা