মার্কিন নির্বাচন : সর্বশেষ অবস্থার কয়েকটি জরুরি তথ্য
মার্কিন নির্বাচন : সর্বশেষ অবস্থার কয়েকটি জরুরি তথ্য - ছবি : সংগৃহীত
* মিশিগান অঙ্গরাজ্যে জো বাইডেন বিজয়ী হয়েছেন।
* জো বাইডেন বলেছেন, এটা পরিস্কার যে তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় রাজ্যগুলোতে জয় পাচ্ছেন। যদিও মূল ফলাফল এখনো আসেনি।
* জর্জিয়া, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে ভোট গণনা বন্ধে মামলা করেছে ট্রাম্প শিবির।
* পেনসিলভানিয়া রাজ্যে লক্ষ লক্ষ পোস্টাল ভোট গণনা করা হবে আজ সারারাত জুড়ে, তাই চূড়ান্ত ফল আজ প্রকাশ করা নাও হতে পারে। অ্যারিজোনা রাজ্য জানিয়েছে যে আজ চূড়ান্ত ফল ঘোষণা করা হবে না।
* মার্কিন নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন বলে দাবি করেছেন জো বাইডেন।
* বুধবার সন্ধ্যা পর্যন্ত বাইডেনের পাওয়া ভোট প্রায় সাড়ে ৭ কোটি ৫ লাখ। এর আগে সবচেয়ে বেশি ভোট পাওয়ার রেকর্ড ছিল বারাক ওবামা’র, যিনি ২০০৮ সালে ৬.৯৫ কোটি ভোট পেয়েছিলেন।
* ডোনাল্ড ট্রাম্প ২৩ টি অঙ্গরাজ্যে জয় পাবেন বলে পূর্বাভাস। এর মধ্যে রয়েছে টেক্সাস, ওহাইও এবং ফ্লোরিডা।
* প্রেসিডেন্ট ট্রাম্প, প্রতারণার অভিযোগ এনেছেন, যদিও কোন প্রমাণ দেননি, তিনি বলেছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন।
* বাইডেন প্রচারণা শিবির বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য 'আপত্তিকর' এবং তারা আরো বলছে 'গণনা বন্ধ হবে না'।
* কোনো কারণে যদি টাই হয়, অর্থাৎ দুই প্রার্থীব ২৬৯টি ইলেকটোরাল কলেজ ভোট পায়, তাহলে কংগ্রেসের নিম্মকক্ষের সদস্যদের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে প্রেসিডেন্ট। সেসময় প্রত্যেক রাজ্যের একজন প্রতিনিধি একটি করে ভোট দিতে পারবেন। বিজীয় হতে কোনো প্রার্থীকে অন্তত ২৬টি ভোট পেতে হবে।
* যুক্তরাষ্ট্রের অধিকাংশ জায়গাতে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও মিশিগানের ডেট্রয়েটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের প্রার্থীদেরই আদালত কক্ষে ঢুকতে দেয়া হয়নি।
জর্জিয়ায় মামলা করেছে ট্রাম্প শিবির
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের দ্বারপ্রান্তে থাকার প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প শিবির জর্জিয়ার কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করার আবেদন করেছে। জর্জিয়া একটি গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড রাজ্য যেটিতে এখনো কোন প্রার্থী জিততে পারেন, তা ধারণা করা যায়নি।
মামলায় অভিযোগ তোলা হয় যে, রিপাবলিকান একজন পর্যবেক্ষক চ্যাথাম কাউন্টির ব্যালটের স্তুপে একজন ভোট গণনা কর্মীকে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসা ৫৩টি পোস্টাল ব্যালট যুক্ত করতে দেখেছেন। জর্জিয়ায় ভোটের দিন সন্ধ্যা ৭টার আগে পোস্টাল ভোট র্নিধারিত স্থানে পৌঁছানোর নিয়ম।
গুরুত্বপূর্ণ চতুর্থ অঙ্গরাজ্য হিসেবে জর্জিয়ায় আইনি পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যেসব জায়গায় ব্যালটে ‘প্রতারণা’ হয়েছে, সেসব জায়গায় ভোট গণনা থামানো হবে বলে অঙ্গীকার করেছেন তিনি। তবে তার দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।
মিশিগানে ট্রাম্প শিবির ব্যালট গণনা বন্ধ করতে মামলা করেছে। ঐ রাজ্যে সামান্য ব্যবধানে বাইডেন জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।
পেনসিলভানিয়ায় ভোটের দিনের তিন দিন পরে আসা পোস্টাল ব্যালট গণনার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করছে রিপাবলিকানরা। ঐ রাজ্যে এখনো লক্ষ লক্ষ ভোট গণনা করা বাকি।
উইসকনসিনে প্রেসিডেন্টের শিবির ‘মঙ্গলবারে দেখতে পাওয়া অস্বাভাবিকতার ভিত্তিতে’ ভোট পুনর্গণনার আবেদন করেছে।
সূত্র : বিবিসি