রেকর্ড গড়লেন বাইডেন
রেকর্ড গড়লেন বাইডেন - ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পাওয়ার দিক থেকে রেকর্ড গড়লেন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন। তার আগে এত ভোট কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী কখনো পাননি। এর আগে ২০০৮ সালে বারাক ওবামা সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড করেছিলেন। এবার ওবামার ভোটের থেকেও বেশি ভোট পেলেন জো বাইডেন।
২০০৮ সালে একই দলের বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট। আল জাজিরায় প্রকাশিত খবর অনুযায়ী জো বাইডেন ইতোমধ্যেই ভোট পেয়েছেন ৭ কোটি ১৬ লাখ ৫ হাজার ৯৩৬ ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট পেয়েছেন ৬ কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৪৫৮ ভোট। এখনো কয়েক লাখ ভোট গণনা করা বাকি আছে। ফলে রেকর্ডটি অনেক দূর গড়াতে পারে।
আর ৬ ভোট পেলেই বাইডেন প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের সুবাতাস পাচ্ছেন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী ডো বাইডেন। আর মাত্র ছয় ইলেক্টরাল ভোট পেলেই তিনি প্রেসিডেন্ট হয়ে যাবেন।
সুইং স্টেট (দোদুল্যমান) উইসকনসিনের পর মিশিগানেও জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এই অঙ্গরাজ্যের ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট পাচ্ছেন তিনি। ২০১৬ সালের নির্বাচনে এই অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন ও এএফপির খবরে বলা হয়েছে, মিশিগানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছেন বাইডেন। এই জয়ের ফলে সব মিলিয়ে বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২৬৪। আর ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২১৪ ভোট। মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে বাইডেনের প্রয়োজন আর মাত্র ছয়টি ইলেক্টোরাল কলেজ ভোট।
মিশিগানে ২৬ লাখ ৮৮ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন ২৬ লাখ ১৮ হাজার ৯৩ ভোট। ।
সুইং স্টেটে এই জয় তাকে হোয়াইট হাউসের পথে অনেক দূর এগিয়ে দিয়েছে। বিপরীতে এই হার ট্রাম্পকে বেশ পিছিয়ে। ২০১৬ সালে মিশিগানে তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে শেষ হাসি হেসেছিলেন ট্রাম্প।
এদিকে বিবিসির উত্তর আমেরিকা সংবাদদাতা অ্যান্টনি যুরকার বলছেন, যে দুঃস্বপ্নের পরিস্থিতির আশঙ্কা অনেকেই করছিলেন, সেটিই এখন বাস্তবের দিকে এগুচ্ছে বলে মনে হচ্ছে, যা বিরোধীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করবে এবং দেশ একটা দীর্ঘ ও তিক্ত আইনি লড়াইয়ের দিকে নিয়ে যাবে।
প্রচারণার সময়ই গত কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আসছিলেন, নির্বাচনী ফলের ব্যবধান যদি খুব কম হয়, তিনি তার বিজয় ছিনিয়ে নেবার লক্ষ্যে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ আনবেন।
বুধবার সকালে তিনি প্রমাণ করলেন তার সেই হুঁশিয়ারি শুধু মুখের কথা ছিল না, সেটা তিনি কাজে পরিণত করতে চান। কয়েক লাখ বৈধ ব্যালট গণনা বাকি থাকতেই তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করলেন।
"আমরা এই নির্বাচনে জয়ের জন্য প্রস্তুতই ছিলাম। এবং সত্যি কথা বলতে কী, আমরা আসলেই জিতেছি," ট্রাম্প জানান।
কোনো তথ্য উপস্থাপন না করেই তিনি বলেন ভোটে "জালিয়াতি" হয়েছে।
"আমাদের জাতির জন্য এটা বিশাল এক জালিয়াতি। আমরা এখন যথাযথভাবে আইন ব্যবহার করতে চাই। কাজেই আমরা বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চাই এবং আমরা সব ব্যালট গোণা বন্ধ করতে চাই।"
তার ডেমোক্র্যাট প্রতিপক্ষ জো বাইডেনও বলেন "প্রতিটি ভোট গোণা শেষ না হওয়া পর্যন্ত" এই নির্বাচন শেষ হবে না। তিনিও জোর দিয়ে বলেন "ডেমোক্র্যাটরা জয়ের পথে রয়েছে।"