বাইডেনকে আশাবাদী করছে যে সমীকরণ

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 04, 2020 10:08 pm
বাইডেনকে আশাবাদী করছে যে সমীকরণ

বাইডেনকে আশাবাদী করছে যে সমীকরণ - ছবি : সংগৃহীত

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন টান টান উত্তেজনা। ভোট গণনা শুরু হওয়ার পর থেকে জো বাইডেন এগিয়ে রয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্পও খুব একটা পিছিয়ে নেই। বরং ট্রাম্প নিজেকে জয়ী পর্যন্ত ঘোষণা করে ফেলেছেন। তবে চূড়ান্ত ফল পেতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ ফলাফল অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৩৮টি ইলেক্টরাল ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ভোট।

মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮, জিততে হলে প্রয়োজন ২৭০টি ভোট।

জরিপ অনুযায়ী পপুলার ভোটে এতক্ষণ ট্রাম্প এগিয়ে থাকলেও এবার বাইডেন তাকে পেছনে ফেলেছেন। বাইডেন ৬,৯৭,১৫,০২৭ ভোট পেয়েছেন, আর ট্রাম্প পেয়েছেন ৬,৭২,৫৬,৫৬৯ ভোট। তবে এর গুরুত্ব খুব বেশি নেই। গতবার হিলারি ক্লিনটন প্রায় ২০ লাখ ভোট বেশি পেয়েও হেরে গিয়েছিলেণ। কারণ ফলাফল নির্ধারিত হবে ইলেক্টরাল ভোটে।

এখনো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফল আসেনি। যাদের মধ্যে রয়েছে- মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাদা ও আলাস্কা। মূলত এসব অঙ্গরাজ্য থেকেই নির্ধারিত হবে কে যাচ্ছেন হোয়াইট হাউজে।

এক সময়ের ডেমোক্রেটদের ঘাঁটি খ্যাত “ব্লু ওয়াল” অঙ্গরাজ্যগুলো- মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ায় জিততে হবে বাইডেনকে। ২০১৬ সালে পপুলার ভোট কম পেয়েও বেশি ইলেক্টরাল ভোটে এসব স্টেটসে জয় পায় ট্রাম্প। এবারও সে পথেই যাচ্ছে বলে ধারণা ট্রাম্প শিবিরে।

এই তিনটি অঙ্গরাজ্যে মিশিগান (১৬), উইসকনসিন (১০) ও পেনসিলভানিয়ায় (২০) মোট ৪৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে এসব স্থানে ট্রাম্প এগিয়ে রয়েছেন।

এগুলোর মধ্যে মিশিগানে ৭৮ শতাংশ ভোটের হিসেবে পাওয়া গেছে। যেখানে ৫২ শতাংশ পেয়েছেন ট্রাম্প। আর ৪৬.৪ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন।

উইসকনসিনে ৯৪ শতাংশ ভোটের হিসেবে পাওয়া গেছে। যেখানে ৪৭.৪ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর ৫১.১ শতাংশ পেয়েছেন ট্রাম্প।

পেনসিলভানিয়ায় ৬৪ শতাংশ ভোটের হিসেবে পাওয়া গেছে। যেখানে ৪৩.১ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। আর ৫৫.৭ শতাংশ পেয়েছেন ট্রাম্প।

এছাড়া আলাস্কা অঙ্গরাজ্যে বরাবরই রিপাবলিকানদের। সেখানেও ট্রাম্পের জয় মোটামুটি নিশ্চিত।

এরপর বাকি থাকে হেভিওয়েট দুটি অঙ্গরাজ্য জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা। এদুটিতে যথাক্রমে ১৬ ও ১৫টি ভোট রয়েছে। সুইং স্টেটস হিসেবে পরিচিত এই দুই অঙ্গরাজ্যে হাড্ডহাড্ডি লড়াই অব্যাহত। জর্জিয়াতে ৯৪ শতাংশ ভোট গণণা শেষে ট্রাম্পের ৫০.৫ শতাংশ ভোট পেয়েছেন আর বাইডেন পেয়েছেন ৪৮.৩ শতাংশ ভোট। এদিকে, নর্থ ক্যারোলাইনায়ও ৯৪ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে ট্রাম্প ৫০.১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আর বাইডেন পেয়েছেন ৪৮.৭ শতাংশ ভোট।

তবে নেভাদা অঙ্গরাজ্য ডেমোক্রেটদের থাকবে বলেই ধরে নেয়া যায়। সেখানে ৬টি ইলেক্টরাল ভোট রয়েছে।

তবে জো বাইডেনের জন্য আশার খবর হলো, পোস্টাল ও আগাম ভোট। ওই ভোট ব্যাপকভাবে বাইডেনের পক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বলা যায় পেনসিলভানিয়ার কথা। বিশটি ইলেক্টোরাল ভোট এখানে। বড় ব্যাটলগ্রাউন্ড। ট্রাম্প এ মুহূর্তে এগিয়ে আছেন। কিন্তু পোস্টাল ভোট পড়েছে এখানে বিপুল সংখ্যায় যেগুলোর গণনা এখনো শুরু হয়নি। রিপাবলিকানদের আইনি লড়াই শুরু হতে পারে এখান থেকেই। কিন্তু আইনি বাধা পেরিয়ে বাইডেন যদি এসব ভোট গণনা করার কাজ শুরু করতে পারেন, তবে তার জয়ী হওয়ার সমূহ সম্ভাবনা আছে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us