৪ লাখ টাকা দামের পোশাক পরে ভোট দিতে গেছেন মেলানিয়া!
৪ লাখ টাকা দামের পোশাক পরে ভোট দিতে গেছেন মেলানিয়া! - ছবি : সংগৃহীত
হোয়াইট হাউস দখলের লড়াই ঘিরে ডোনাল্ড ট্রাম্প বনাম জো বাইডেন টানটান লড়াইয়ের মধ্য়েও আলাদা করে নজর কাড়লেন তিনি। পরনে বিখ্যাত ব্র্যান্ড গুচির পোশাক, চুল বাঁধা, হাতে হার্মিস কেলি ব্যাগ, চোখে সানগ্লাস, পায়ে হাই-হিল জুতো। তবে, কোনো গয়না পরেননি তিনি। করোনা আবহে মাস্ক দিয়ে মুখও ঢাকেননি। আর এমন অবতারে ভোট দিতে এসেই রীতিমতো আলোচনায় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
ট্রাম্পের স্ত্রীর স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজর কাড়ে, এ আর নতুন কী! তবে ভোট দিতে আসার সময় যে পোশাকটি ট্রাম্প ঘরণি পরেছিলেন, তার দাম শুনলে আপনার চোখ ছানাবড়া হতে পারে। জানা গেছে, মেলানিয়ার ওই পোশাকটির দাম ৪ হাজার ৫০০ ইএস ডলার। বাংলাদেশী মুদ্রায় যার দাম ৩ লাখ ৮১ হাজার টাকা।
আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন- তা নিয়ে যেমন ভারতের কোণায় কোণাতেও চর্চা চলছে। ঠিক তেমনই নেট দুনিয়ায় মেলানিয়ার অমন লাখ টাকার পোশাক আর তার ‘ইলেকশন ডে লুক’ নিয়েও চর্চা তুঙ্গে। ফ্লোরিডায় পাম বিচে একটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ক্য়ামেরায় বন্দি হয়েছেন ফার্স্ট লেডি।
তবে, মার্কিন ফার্স্ট লেডির অমন সাধের পোশাককে নিয়ে কটাক্ষই করেছেন নেটাগরিকদের একাংশ।
ভোট চুরির অভিযোগ, সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি ট্রাম্পের
প্রতিপক্ষ জো বাইডেন এবং ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণনার শেষবেলায় পিছিয়ে গিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ঘোষণা করলেন, হারলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। প্রচারের শেষ পর্বে এসে তিনি বলেছিলেন, আইনি লড়াইয়ের জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন তিনি। এ বার সরাসরি মামলার হুমকি দিয়ে দিলেন ট্রাম্প।
স্থানীয় সময় মধ্যরাতে এসে তিনি অভিযোগ করলেন, এত রাতে কেন ভোটগ্রহণ চলছে। কারচুপির অভিযোগে তিনি প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন। তিনি সমর্থকদের সামনে দাবি করেন, “আমেরিকার জনগণের সঙ্গে এটা প্রতারণা। আমরা নির্বাচনে জিততে চলেছি। আরো স্পষ্ট করে বললে, আমরা জিতেই গিয়েছি। এ বার আমাদের লক্ষ্য ঐক্যের বাতাবরণ বজায় রাখা। আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। আমরা চাই সব ভোট বন্ধ হোক।”
ট্রাম্পের মন্তব্যের পাল্টা সোচ্চার হয়েছেন জো বাইডেন। ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থীর শিবিরের তরফে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্য ‘অপমানজনক’। এমন মন্তব্য় করা ঠিক নয় ট্রাম্পের। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের আদালতে যাওয়ার হুমকি প্রসঙ্গে বিডেন শিবিরের ম্যানেজার জেন ও’ম্যানলি ডিলন বলেছেন, উনি যদি আদালতে যান, তবে আমাদের লিগ্যাল টিম রয়েছে। সেই প্রচেষ্টা রুখতে তৎপর হব।
এদিন অ্যারিজোনা রাজ্যে জিতেছেন বাইডেন। ১৯৪৮ সালের পর প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী এই রাজ্যে জিতলেন। এদিকে, টেক্সাসে জিতেছেন ট্রাম্প। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রতিপক্ষের মধ্যে। প্রথম দিকে পিছিয়ে থাকলেও ধীরে ধীরে হারানো জমি ফিরে পাচ্ছেন ট্রাম্প। বাইডেন এখন ২২৪ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন ট্রাম্প। তার ভোট সংখ্যা ২১৩। জয়ের জন্য চাই ২৭০টি ভোট। শেষ খবর পাওয়া অনুযায়ী, টানটান উত্তেজনা পূর্ণ হয়ে গিয়েছে ভোট গণনা। ফটো ফিনিশের মতো অবস্থা
ইন্ডিয়ান এক্সপ্রেস