নির্বাচনে জয়ের ঘোষণা দিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন ট্রাম্প!

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 04, 2020 02:07 pm
ভাষণ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

ভাষণ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প - ছবি সংগৃহীত

 

ভোট দেয়ার জন্য আমেরিকান জনগণকে ধন্যবাদ জানিয়ে হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে বক্তৃতা শুরু করেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজেকে বিজয়ী দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ''আমরা বিজয়ের জন্য প্রস্তুত ছিলাম, সত্যি কথা বলতে, আমরাই বিজয়ী হয়েছি।''

এরপর কোনো রকম প্রমাণ উপস্থাপন না করেই তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে।

এটা আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা দাবি করে তিনি জানান, নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে তিনি সুপ্রিম কোর্টে যাবেন।

''আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাবো। এখন আমরা সব ভোট গণনা কার্যক্রম বন্ধ চাই। এটা খুবই দুঃখজনক একটি মুহূর্ত।'' বলছেন ডোনাল্ড ট্রাম্প।

২০২০ সালের নির্বাচনে কয়েক কোটি মানুষ ভোট দিয়েছে, যা এখনো গণনা চলছে।

ডোনাল্ড ট্রাম্প বিজয়ের যে দাবি করেছেন তার কোন বিশ্বাসযোগ্যতা এখন পর্যন্ত নেই।

পোস্টাল ব্যালটের কারণে কি ফলাফলে দেরি হতে পারে?
পোস্টাল ব্যালট নতুন কিছু নয়। ২০১৬ সালে এরকম ভোটের সংখ্যা ছিল এক-তৃতীয়াংশ। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই বছর সেটা অনেক বেশি হয়েছে।

অনেক রাজ্যে ডাকে আসা ভোট আসা মাত্রই গণনা করা হয়। আবার কিছু কিছু রাজ্যে এরকম ভোট গণনার জন্য নির্বাচনের আগের কয়েকদিন নির্ধারিত করে রাখা হয়।

অন্য রাজ্যগুলোয় নির্বাচনের দিনের আগ পর্যন্ত ডাকে আসা ভোট বা পোস্টাল ব্যালট গণনা শুরু হয় না।

সবসময়ের মতো কয়েকটি সুইং স্টেটের ভোট গণনার দিকে সবাই কড়া নজরে তাকিয়ে রয়েছে। বিশেষ করে পেনসিলভানিয়া আর উইসকনসিনের দখল নিতে চান উভয় প্রার্থী- ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এসব রাজ্যে নির্বাচনের দিন থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে, যা কয়েকদিন পর্যন্ত চলতে পারে।

এর মধ্যেই মিশিগানের কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে, তাদের সব ভোট গণনা শেষ হতে শুক্রবার পর্যন্ত সময় লাগতে পারে।

ব্লুমবার্গ নিউজ এর মধ্যেই খবর প্রকাশ করেছে যে, চূড়ান্ত ফলাফল বুধবার বিকালের (যুক্তরাষ্ট্রের সময়) আগে জানা যাবে না।

সুতরাং নির্বাচনের পুরো ফলাফল জানতে আরও বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হতে পারে।

ট্রাম্পের টুইট নিয়ে সতর্ক করলো টুইটার
ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটের ব্যাপারে সতর্ক করে দিয়ে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান টুইটার বলছে, সেখানে ‘নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য থাকতে পারে’ এবং নির্বাচন নিয়ে সঠিক তথ্য খুঁজে দেখার জন্য টুইটার ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে।

ডেলাওয়ারে জো বাইডেন এক বক্তৃতায় বিজয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে সবাইকে ভোট গণনা পুরোপুরি শেষ না হওয়ার পর্যন্ত অপেক্ষা করার আহবান জানান।

এর কিছুক্ষণের মধ্যেই একটি টুইট করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘’তারা আমাদের বিজয় চুরি করার চেষ্টা করছে। আমরা তাদের সেটা কখনোই করতে দেবো না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গ্রহণ হতে পারে না।‘’

ওই টুইটের ব্যাপারেই সতর্ক করলো টুইটার।

পুরো নির্বাচনের সময় জুড়ে প্রেসিডেন্ট ট্রাম্প ভোট চুরির নানা অভিযোগ তুলেছেন, তবে সেসবের পক্ষে কোন তথ্যপ্রমাণ দেননি।

সূত্র : বিবিসি


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us