শেষ মুহূর্তের দৌড়ে ট্রাম্প-বাইডেন
ট্রাম্প-বাইডেন - ছবি সংগৃহীত
মার্কিন নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশ পেতে শুরু করেছে। বাইডেন ও ট্রাম্পের মধ্যে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। এখন পর্যন্ত আল জাজিরায় প্রকাশিত ফলাফল অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছেন ২২৪টি ইলেক্টরাল ভোটে। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিতেছেন ২১৩টি ইলেক্টরাল ভোট। তবে অবস্থা এমন যে এখনই ফলাফল সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
মার্কিন নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হতে শুরু করেছে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে জোর লড়াই চলছে দুই প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে। ভোটের আগে ওপিনিয়ন পোলে যেমন ভাবা হয়েছিল, ফলাফল তেমনই হচ্ছে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।
ডনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই জিতে গিয়েছেন কেনটাকি, ক্যানসাস, লুসিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, সাউথ ক্যারোলিনা, অ্যালাবামা, মিসিসিপি, টেনেসি, ওক্লাহোমার মতো রাজ্য।
অন্য দিকে জো বাইডেনের পকেটে এসেছে কলোরাডো, নিউ মেক্সিকো, ভারমন্ট, ভার্জিনিয়া, রোড আইল্যান্ড, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, ইলিনয়, কানেকটিকাটের মতো রাজ্য।
ফ্লোরিডায় জোর লড়াই চলছে দুই পক্ষের। সকলে তাকিয়ে আছে জর্জিয়ার দিকেও। ফ্লোরিডার বাজি ট্রাম্পের। মঙ্গলবার রাতেও ট্রাম্প দাবি করেছেন, ফ্লোরিডায় তিনিই জিতবেন। ভোটের আগে ফ্লোরিডায় একাধিক সভা করেছেন ট্রাম্প। এমনিতেই ফ্লোরিডা রিপাবলিকানদের শক্ত ঘাঁটি। কিন্তু ভোট গণনায় দেখা যাচ্ছে, বাইডেনও সেখানে ভালো লড়াই করছেন।
নির্বাচনের এক সপ্তাহ আগেও ওপিনিয়ন পোলে ট্রাম্পের চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন বাইডেন। কিন্তু নির্বাচনের মুখে ঝটিতি সফরে একাধিক সভা করেছেন ট্রাম্প। ওপিনিয়ন পোলেও তার প্রভাব পড়েছে। শেষ মুহূর্তের ওপিনিয়ন পোলে ট্রাম্প এবং বাইডেনের ব্যবধান অনেকটাই কমে গিয়েছে। এখনো পর্যন্ত ফলাফলের যে পূর্বাভাস মিলছে, তাতেও দেখা যাচ্ছে, দুই শিবিরের লড়াই চলছে হাড্ডাহাড্ডি। ট্রাম্প এবং বাইডেন দুইজনের পক্ষেই সহজ জয় পাওয়া কঠিন।
আমরা জয়ের পথে রয়েছি: জো বাইডেন
নির্বাচনী রাতে ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, তারা জয়ের পথে রয়েছেন বলে বিশ্বাস করেন।
বক্তৃতায় জো বাইডেন বলেছেন:
''আমরা জয়ের পথে রয়েছি বলে আমরা বিশ্বাস করি।
সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
প্রতিটা ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এটার (নির্বাচনী প্রক্রিয়ার) সমাপ্তি হবে না।
আমরা যে অবস্থায় রয়েছি, তাতে আমরা আশাবাদী।
আমরা অ্যারিজোনায় জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। এর মধ্যেই মিনেসোটায় জয় পেয়েছি। জর্জিয়াতেও আমাদের সম্ভাবনা রয়েছে। মিশিগানে জয় পাওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী।
পেনসালভানিয়াতে ভোট গণনা শেষ হতে সময় লাগবে। সব ভোট গণনা শেষ হলে সেখানেও আমরা জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী।
'আমরা আগামীকাল সকাল নাগাদ পুরো ফলাফল পেতে পারি। তবে এটা আমার বা ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নয় বলা যে, কে বিজয়ী হবে? এটা আমেরিকান জনগণের সিদ্ধান্ত।'
সূত্র : আলজাজিরা/ডয়চে ভেলে/বিবিসি