ভারতে করোনার ভয়াবহ বিস্তার

অন্য এক দিগন্ত ডেস্ক | Oct 29, 2020 03:39 pm
নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি - ছবি সংগৃহীত

 

ভারতে বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে।

বিশ্বে যে কটি দেশে করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে ভারত তার মধ্যে অন্যতম। আক্রান্তের দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে এ দেশটি।

ভারতে এ পর্যন্ত ৮০ লাখ ৪০ হাজার ২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ২০ হাজার ৫২৭ জন।
এখানে মোট জনসংখ্যা ১ শ’ ৩০ কোটি।

তবে আক্রান্তের তুলনায় দেশটিতে মারা যাওয়ার হার বিশ্বে সর্বনিম্ন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক ভাষণে করোনার বিষয়ে উদাসীন হয়ে পড়ায় জনগণকে প্রয়োজনীয় সতর্ক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

নতুন রেকর্ড॥ বিশ্বব্যাপী ৭ দিনে ২৮ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গত এক সপ্তাহে বেড়েছে ২৮ লাখেরও বেশি । সাত দিনে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যার ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানায়। খবর তাস’র।

আন্তর্জাতিক এ সংস্থা ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এবং ১১ লাখের বেশি লোকের এ ভাইরাসে মারা যাওয়ার কথা জানিয়েছে।
ডব্লিউএইচও আরো জানায়, গত এক সপ্তাহে নতুন করে ২৮ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে এবং ৪০ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে মারা গেছে।

উত্তর ও দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এ দুই অঞ্চলে কঠিন পরিস্থিতি বিরাজ করছে। গত এক সপ্তাহে সেখানে ৮ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং প্রায় ১৭ হাজার মানুষ এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। এ অঞ্চলে মোট ১ কোটি ৯৭ লাখ আক্রান্ত হয়েছে এবং প্রায় ৬ লাখ ২৬ হাজার মানুষ মারা গেছে।

গত সাত দিনে দক্ষিণপূর্ব এশিয়ায় প্রায় ৪ লাখ ৪৫ হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এ অঞ্চলে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৮৯ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। মৃতের মোট সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪০ হাজার। গত সপ্তাহে মারা গেছে ৫ হাজার ৭ শ’ জন।

এ সময়ে মধ্যে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪ লাখ ৩৬ হাজারের বেশি। এ সময়ে ৩ লাখ ৭০ হাজারের বেশি ভারতে এবং ১ লাখ ৫৩ হাজারের বেশি বেড়েছে ব্রাজিলে।

২০২০ সালের মধ্যেই টিকা পাওয়া সম্ভব

তথ্য ঘাটতি সত্ত্বেও ২০২০ সালের মধ্যেই টিকা পাওয়া যেতে পারে। ফাইজার কোম্পানীর প্রধান নির্বাহী আলবার্ট বাউরলা মঙ্গলবার সীমিত আশাবাদ ব্যক্ত করে এ তথ্য জানান।
যদিও কোম্পানীর নির্বাহী বিভাগ আভাস দিয়েছে মার্কিন নির্বাচনের আগে তারা ভ্যাকসিন সম্পর্কিত গুরুত্বপূর্ন তথ্য প্রকাশ করতে পারবে না।

বাউরলা বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই ভ্যাকসিনের প্রাথমিক ডোজ আমরা সরবরাহ করতে পারবো।
এ প্রসঙ্গে তিনি প্রত্যাশা অনুযায়ী ক্লিনিক্যাল টেস্টের অগ্রগতি এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের কথা উল্লেখ করেন।

মার্কিন সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ফাইজার কোম্পানীর চলতি বছরের শেষ নাগাদ ৪ কোটি ডোজ এবং ২০২১ সালের মার্চ নাগাদ ১০ কোটি ডোজ সরবরাহের কথা রয়েছে।
তবে বাউরলা বলেন, কোম্পানী এখনও ভ্যাকসিনের কার্যকারিতা মূল্যায়নের মূল মানদন্ডে পৌঁছায়নি।
ভ্যাকসিনটি কাজ করবে কিনা এ প্রশ্নের জবাবে বাউরলা সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেন, এটি কাজ করবে।

সূত্র : বাসস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us