তালেবান সমর্থন দিচ্ছে ট্রাম্পকে!

অ্যান্ড্রু করিবকো | Oct 15, 2020 08:52 am
ডোনাল্ড ট্রাম্প ও জাবিহুল্লাহ মুজাহিদ

ডোনাল্ড ট্রাম্প ও জাবিহুল্লাহ মুজাহিদ - ছবি : সংগৃহীত

 

সিবিএস নিউজ সম্প্রতি দাবি করেছে যে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তাদেরকে দেয়া এক সাক্ষাতকারে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচনকে অনুমোদন করেছে। তালেবানের এই রাজনৈতিক সমর্থনের কথা ট্রাম্প শিবির দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং মুজাহিদ পরে অভিযোগ করেছেন যে তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা ও প্রকাশ করা হয়েছে। এই কেলেঙ্কারিতে সত্য কোনটি তা স্পষ্ট নয়। তবে তালেবানের এই বিতর্কিত অনুমোদন বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে।

সবচেয়ে বড় প্রশ্নটি হলো, সিবিএস নিউজ ভুয়া খবর ছড়াচ্ছে, সেটা ইচ্ছাকৃতভাবেই হোক বা পরিকল্পিতভাবেই হোক। ট্রাস্প নিয়মিতভাবেই অভিযোগ করে থাকেন যে আমেরিকান মূলধারার সংবাদমাধ্যমগুলো, বিশেষ করে যেগুলো ডেমোক্র্যাটদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে বলে ধারণা করা হয়, বিকৃত এবং অনেক সময় স্পষ্টভাবেই প্রতারণামূলক সংবাদ প্রকাশ করে। সাক্ষাতকার প্রদানকারীর কথা সামান্য একটু বিকৃত করলেই তাদের রাজনৈতিক এজেন্ডা পূরণে সহায়ক হয়।তাদের লক্ষ্য হতে পারে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী গ্রুপ ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা জানালে তা ট্রাম্প শিবিরের জন্য নেতিবাচক হতে পারে।

আরেকটি সম্ভাবনা রয়েছে। তা হলো, তারা তাদের কাজ ঠিকমতোই করেছিল। কিন্তু মুজাহিদই পড়ে দাবি করেছেন যে তিনি ওই কথা বলেননি। ড্যামেজ কন্ট্রোল করার জন্যই তিনি তা করে থাকতে পারেন। কিংবা তিনি অনানুষ্ঠানিকভাবে ওই কথা বলে থাকতে পারেন।তিনি তখন হয়তো ভাবেননি যে ডেমোক্র্যাটিকরা তার কথাকে বিকৃত করবে বা তা ট্রাম্পের জন্য ক্ষতির কারণ হবে।
যদি মুজাহিদ সত্যিই সিবিএস নিউজকে ওই কথাটি বলে থাকেন, তবে তার কারণ এই হতে পারে যে তালেবান আশা করছে, ট্রাম্প পুনর্নির্বাচিত হলে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যহার করবেন, বিশ্বের পুলিশি দায়িত্ব পালন না করার প্রতিজ্ঞা রক্ষা করবেন। এই ব্যাখ্যা করা হলে তার ট্রাম্পকে সমর্থনে কোনো বিতর্ক থাকে না। কারণ, তালেবান এমনটাই চায় এখন। অনেক আমেরিকানও এমনই মনোভাব লালন করেন।

তাছাড়া ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার প্রতি তালেবানের ইতিবাচক ধারণা থাকা আরেকটি কারণেও যৌক্তিক। তা হলো, তার আমলেই আফগানিস্তানে একটি রাজনৈতিক সমাধানের ব্যাপারে কিছুটা অগ্রগতি সাধিত হয়েছে। এই অগ্রগতিতে উভয় পক্ষই অনেক চেষ্টা চালিয়েছে। জো বাইডেন নির্বাচিত হলে এই প্রক্রিয়ায় বাধার সৃষ্টি হতে পারে, সব চেষ্টাই ভণ্ডুল হয়ে যেতে পারে।
কিন্তু তা সত্ত্বেও তালেবানের পরিচিতি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে। অনেক সরকার শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের সাথে আলোচনায় বসলেও ট্রাম্পের বিরোধিতাকারীরা একে ব্যবহার করতে চায় তাদের উদ্দেশ্যসাধনের জন্য।

আবার অনেক আমেরিকানই খুশি হবেন, যদি পুনর্নির্বাচিত হওয়ার পর ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুযায়ী আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করেন। তথাকথিত অনন্ত যুদ্ধে অনেকেই বিরক্ত হয়ে পড়েছেন। তারা চান, তাদের সৈন্যদের দেশে ফিরিয়ে আনতে।
এদিকে কোভিড-১৯ মোকাবেলায় ব্যর্থতার জন্যও সমালোচনা হচ্ছে। এতে করে অর্থনৈতিক সমস্যা বাড়ছে। অনেকেই আফগানিস্তানে অর্থ ব্যয় না করে আরো ভালোভাবে তা বিনিয়োগের কথা বলছেন। তাদের মতে, আফগানিস্তানের যুদ্ধ খাতে বিপুল ব্যয় করে কোনো লাভ হয়নি। ফলে এই অর্থ সমস্যায় থাকা আমেরিকানদের জন্যই ব্যয় করা উচিত।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us