যে প্রশ্ন করে বলিউড ছেড়ে ইসলামে নিবেদিতপ্রাণ সানা খান
সানা খান মায়ের সাথে - ছবি : সংগৃহীত
বলিউডের আলোচিত অভিনেত্রী সানা খান সুস্পষ্ট ঘোষণা দিয়ে অভিনয় ও বিনোদন জগত থেকে স্থায়ীভাবে বিদায় নিলেন। ইনস্টাগ্রামে নিজেই এই ঘোষণা করেছেন সানা। বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিয়ে এবার তিনি নিজের ধর্মকে অনুসরণ করতে চান, ধর্মের জন্য কাজ করতে চান।
উল্লেখ্য, সানা খানের মা ধার্মিক হিসেবে বেশ পরিচিত ছিলেন।
সানার প্রশ্ন, পৃথিবীতে মানুষের আসা মানেই কি অর্থ ও খ্যাতির পিছনে দৌড়নো? সানা তার ইনস্টাগ্রামে পোস্ট লেখেন, জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। বিনোদন জগতে আমি বহু বছর ধরে ছিলাম। এই সময়ে আমি আল্লাহর কৃপায় বহু খ্যাতি, অর্থ ও ভক্তদের থেকে ভালোবাসা পেয়েছি। যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু কিছুদিন ধরেই একটা জিনিস ভাবছি, পৃথিবীতে মানুষের আসা কি অর্থ ও খ্যাতির পিছনে দৌড়নোর জন্য? দরিদ্র ও অসহায়দের জন্য কাজ করা কি কর্তব্য নয়? একজনের কি ভাবা উচিত নয় যে তিনি যে কোনও মুহূর্তে মারা যেতে পারেন?এই প্রশ্নের উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি। বিশেষ করে জানতে চাই মৃত্যুর পরে আমার কী হবে?
সানা বলছেন, আমার ধর্মের মধ্যে এর উত্তর খুঁজতে যাই। বুঝতে পারি, এই পৃথিবীতে জন্ম নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের উন্নতির জন্য কাজ করা দরকার। সৃষ্টিকর্তার নির্দেশ মতো যদি একজন ভৃত্য তার জীবন যাপন করেন তাহলেই ভালো। সবসময়ে অর্থ ও খ্যাতির পিছনে ছুটলেই সেটা হয় না।
বরং পাপের রাস্তা ছেড়ে সৃষ্টিকর্তার দেখানো পথেই হাঁটা উচিত। এর পরেই তিনি বলেন, তাই আজ ঘোষণা করছি যে, আজ থেকে বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিলাম। আজ থেকে মানবিকতার জন্য কাজ করব এবং সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাইবোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং গ্রহণ করেন।
আমার সমস্ত ভাইবোনদের অনুরোধ করব, তারা যেন আমার সঙ্গে বিনোদন জগত নিয়ে আর কোনো আলোচনা না করেন। ধন্যবাদ। এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। সানা বিগবসের ঘরেও একজন জনপ্রিয় প্রতিযোগী ছিলেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া/কলকাতা
এমিনে এরদোগানের সাথে সাক্ষাৎ করলেন আমির খান
জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান তার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুটিং করতে তুরস্কে অবস্থান করেছেন।
এরই মধ্যে আমির দেখা করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানের সঙ্গে। গত শনিবার ইস্তাম্বুলে হুবার ম্যানশনে প্রেসিডেন্টশিয়াল কমপ্লেক্সে দেখা করেন এই অভিনেতা।
এমিনে এরদোগানের সামাজিক নানা প্রকল্প, মানবিক সহায়তা কার্যক্রম শুনে আমির খান নিজেই তার সাথে দেখা করেন। এসময় আমির খান ভারতে তার ওয়াটার ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলেন।
আমির খান বলেন, ফাস্ট লেডি গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে এবং চলচ্চিত্রগুলোতে সামাজিক সমস্যা সাহসের সাথে পরিচালনা করার জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন।
এমিনে এরদোগানের সাথে আলোচনায় আমির আরো বলেন, ভারত ও তুরস্কের মিধ্যে ঐতিহাসিক বিভিন্ন বিষয়ে মিল রয়েছে। দুই দেশের মধ্যে খাবার, হস্তশিল্প ও পারিবারিক বন্ধন একই ধরনের।
এসময় আমির খান কিভাবে তার মুসলিম মায়ের অনুপ্রেরণায় সিনেমা জগতে প্রবেশ করেন সে কথাও তুলে ধরেন।
তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, অভিনেতা আমির খান হলিউডের চলচিত্র ফরেস্ট গাম্পের রিমেক মুভি লাল সিং চাড্ডায় অভিনয় করতে তুরস্কে এসেছেন। মুভিটির বাকী অংশ তুরস্কে শেষ করা হবে বলে জানা গেছে।
ডেইলি সাবাহ