পাকিস্তান-আফগানিস্তান নতুন পথে

ইসলামুদ্দিন সাজিদ | Oct 02, 2020 09:33 am
পাকিস্তান-আফগানিস্তান নতুন পথে

পাকিস্তান-আফগানিস্তান নতুন পথে - ছবি : সংগৃহীত

 

আফগানিস্তান শান্তিপ্রক্রিয়ায় নেতৃত্বে থাকা আবদুল্লাহ আবদুল্লাহ বুধবার তিন দিনের পাকিস্তান সফর শেষ করে যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশীর জন্য নতুন পথ সৃষ্টির জন্য চেষ্টা করায় পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন।

কাতারের রাজধানী দোহায় আন্তঃআফগান সংলাপের মধ্যে আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের প্রধান আবদুল্লাহ সোমবার পাকিস্তান আসেন।
তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিসহ শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেন, ইনস্টিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইএসএস) এক সেমিনারে অংশ নেন।

এক টুইটে তিনি উষ্ণ অর্ভ্যত্থনা, আতিথেয়তা ও নতুন পদের জন্য পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব ও সেইসাথে পাকিস্তান জাতি ও নাগরিক সমাজকে ধন্যবাদ জানান।
নতুন যুগ
আবদুল্লাহর সফরকে কাবুলের পক্ষ থেকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাছঅড়া পাক-আফগান সহযোগিতা, বিশেষ করে শান্তি প্রতিষ্ঠার ব্যবধান হ্রাসের ক্ষেত্রেও এটি বড় ধরনের ঘটনা।
আইএসএসে বক্তৃতাকালে আব্দুল্লাহ বলেন, দুই প্রতিবেশী পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিক সহযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগের সূচনা করতে পারে।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অনেক বছরের ঝামেলার পর আমাদের এখন স্বাভাবিক নীরস বাগাড়ম্বড়তা ও অস্পষ্ট ষড়যন্ত্র তত্ত্বকে দূরে রাখা উচিত।

তিনি বলেন, আমাদের দরকার নতুন দৃষ্টিভঙ্গি, আমাদের জনগণ আমাদের কাছ থেকে এটিই কামনা করে। আমাদের অঞ্চলকে এক অঞ্চলে পরিণত করা আগের যেকোনো সময়ের চেয়ে জরুরি।
আব্দুল্লাহর সাথে বৈঠকে একই ধরনের মনোভাব প্রকাশ করেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আফগানিস্তানের দুই দশকের সঙ্ঘাত অবসানে পাকিস্তানের সমর্থনের কথা আবারো জোরালোভাবে প্রকাশ করেন।
আবদুল্লাহকে আশ্বস্ত করে ইমরান খান বলেন, আফগানিস্তানের ভবিষ্যতের জন্য আফগানরা যে ব্যাপারেই একমত হবে, পাকিস্তান তাতেই সমর্থন দেবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আবদুল্লাহর সফরের ফলে কাবুল ও ইসলামাবাদের মধ্যে নতুন পথের সৃষ্টি হবে। তিনি বলেন, আফগান প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনি শিগগিরই আফগানিস্তান সফর করবেন।

আফগান শান্তি আলোচনায় পাকিস্তানের ভূমিকা
ইসলামাবাদ ২০১৮ সালে ওয়াশিংটন ও তালেবানের মধ্যে বিরল এক আলোচনার আয়োজন করে। এর জের ধরে গত ফেব্রুয়ারিতে শান্তিচুক্তি হয়। চুক্তির আওতায় ২০২১ সালের জুলাই মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশী সৈন্য প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দেয।
এর বিনিময়ে আফগানিস্তানের মাটি কোনো সন্ত্রাসী সংগঠনকে ব্যবহার করতে না দিতে রাজি হয় তালেবান। তারা সংলাপ প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য আফগান গ্রুপের সাথে সমন্বয় সাধনের প্রতিশ্রুতি দেয়।
পাকিস্তান ২০১৫ সালে প্রথমবারের মতো আফগান সরকার ও তালেবানের মধ্যে সরাসরি আলোচনার ব্যবস্থা করেছিল।

তবে তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবরের পর আলোচনা ভেঙে যায়।
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থবির হওয়া আফগান শান্তিপ্রক্রিয়া আবার শুরু করার উদ্যোগ নেন। তিনি সাম্প্রতিক ইতিহাসে ওয়াশিংটনের দীর্ঘতম যুদ্ধের অবসানে পাকিস্তানের সহায়তা কামনা করেন।

সূত্র : আনাদুলু এজেন্সি

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us