চীন সীমান্তে যেসব অস্ত্র মোতায়েন করছে ভারত

পিটার সুচিউ | Oct 01, 2020 07:47 am
চীন সীমান্তে যেসব অস্ত্র মোতায়েন করছে ভারত

চীন সীমান্তে যেসব অস্ত্র মোতায়েন করছে ভারত - ছবি : সংগৃহীত

 

ভারতীয় সেনাবাহিনী চলতি সপ্তাহে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সব ধরনের হুমকি মোকাবেলার জন্য চুমার, দেপসাং ও চুশাল সেক্টরসহ সীমান্তের অগ্রবর্তী এলাকাগুলোতে ট্যাঙ্ক মোতায়েন শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, বিএমপি-২ ইনফেন্ট্রি কমব্যাট ভেহিক্যালের পাশাপাশি টি-৭২ ও টি-৯০ ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে লাদাখ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত চুমার-দেমচক সেক্টরে।

১৫ হাজার ফুটের বেশি উঁচুতে অবস্থিত দেপসাং এলাকা সমতল। ফলে ট্যাঙ্কের জন্য বিশেষভাবে উপযোগী। এই অবস্থান থেকে ভারতীয় ট্যাঙ্কগুলো বৃহত্তর কাশ্মির অঞ্চলের পূর্ব দিকে অবস্থিত আকসাই চিনের ওপর হুমকি সৃষ্টি করতে পারবে। উল্লেখ্য, ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর থেকে এই এলাকাটি নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়ে গেছে।

সত্যিই শীত আসছে
ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, তারা শীতকালের মধ্যেই অগ্রবর্তী চৌকিগুলোতে অবশিষ্ট মোতায়েন সম্পন্ন করে ফেলতে পারবে। বলা হচ্ছে, সোভিয়েত/রুশ ট্যাঙ্ক ও সাজোয়া যানগুলো মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কার্যকর থাকবে। তীব্র শীতেও জমে না, এমন জ্বালানি ব্যবহার করা হয় এসব ট্যাঙ্কে।

ভূপৃষ্ঠ থেকে সাড়ে ১৪ হাজার ফুট ওপরে অবস্থিত পূর্ব লাদাখেই শীত পড়ে সবচেয়ে বেশি। এখানে নিয়মিত তাপমাত্রা মাইনাস ৩৫ ডিগ্রি। এছাড়া প্রায়ই তুষার ঝড় বয়ে যায়।
ফায়ার অ্যান্ড ফিউরি কোর প্রধান মেজর জেনারেল অরবিন্দ কাপুর ভারতীয় নিউজ মিডিয়াকে বলেন, ভারতীয় সেনাবাহিনীতে ফায়ার অ্যান্ড ফিউরি কোর হলো ভারতীয় সেনাবাহিনী এবং সেইসাথে বিশ্বের একমাত্র ফরমেশন, যারা এ ধরনের কঠিন পরিবেশেও যান্ত্রিক বাহিনী মোতায়েন করতে পারে।
তিনি বলেন, এই এলাকায় ট্যাঙ্ক, ইনফেন্ট্রি ভেহিকল্য ও ভারী কামান রক্ষণাবেক্ষণ করা খুবই কঠিন কাজ। ক্রু ও সরঞ্জাম প্রস্তুত রাখার জন্য জনবল ও মেশিন সবই প্রস্তুত রয়েছে।
কাপুর বলেন, কঠিন পরিবেশ মোকাবেলার জন্য ভারতীয় সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত।

ছোট অস্ত্রও মোতায়েন করা হয়েছে
ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি জরুরিভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে কেনা নতুন এসআইজি ৭১৬ অ্যাসাল্ট রাইফেলও এখানে মোতায়েন করেছে। লাদাখ ভ্যালির লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের সৈন্যদের এসব অস্ত্র দেয়া হয়েছে।

নয়া দিল্লি ফেব্রুয়ারিতে ৭২ হাজার ৪০০টি এসআইজি ৭১৬ জি২ প্যাট্রল অ্যাসাল্ট/ব্যাটলফিল্ড ৭.৬২x৫১ মিলিমিটার রাইলের ক্রয়াদেশ দেয়। এছাড়া জুলাই মাসে যুক্তরাষ্ট্র থেকে ৭২ হাজার রাইফেল কেনার কথাও জানায়।

ভারতীয় সেনাবাহিনী এছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে ৯৩ হাজার ৮৯৫টি সিএএার ৮১৬ কারবাইন কেনার কথা জানায়। ভারতীয় সেনাবাহিনী অবশ্য এসব অস্ত্র নিজ দেশে বানানোর কথা ভাবছে। মেইক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় এসব অস্ত্র বানানোর পরিকল্পনা করা হচ্ছে। ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সাথে করা ওই চুক্তিটি নতুন করে গতিশীল হতে পারে। কারণ সৈন্যদের হাতে দেয়ার জন্য আরো অস্ত্রের প্রয়োজন।

সূত্র : ন্যাশনাল ইন্টারেস্ট


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us