করোনা থেকে ৫ ধরনের হার্টের রোগ!

অন্য এক দিগন্ত ডেস্ক | Sep 29, 2020 03:12 pm
করোনা থেকে ৫ ধরনের হার্টের রোগ!

করোনা থেকে ৫ ধরনের হার্টের রোগ! - ছবি সংগৃহীত

 

এক বিচিত্র পরিস্থিতিতে আজ এই বছর পালিত হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে। এত দিন হার্টের রোগীদের যুদ্ধ ছিল প্রধান তিনটি অসুখের সঙ্গে। নিজের হার্টের অসুখ এবং দুই দোসর সুগার ও প্রেসারের সঙ্গে। এ বছর হাজারো ডালপালা ছড়িয়ে এসেছে করোনা। এবং ইতিমধ্যে প্রমাণিত তথ্য হলো— হার্টের অসুখ থাকলে করোনার ঝুঁকিও বাড়ছে। এ তো গেল বিপদের একটা পিঠ। অন্য পিঠ আরো চিন্তার। করোনা চলে গেলেও চিরস্থায়ী ছাপ রেখে যাচ্ছে আমাদের হৃদযন্ত্রে।

বিশ্ববন্দিত বিজ্ঞান পত্রিকা ‘সায়েন্স’-এর সাম্প্রতিক সংখ্যা থেকে জানা যাচ্ছে, করোনার কবলে পড়ে অন্তত পাঁচ ধরনের হার্টের অসুখ হচ্ছে এবং হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। এক, হার্টে সংক্রমণ বা মায়োকার্ডাইটিস, দুই, হার্টের কোষের নেক্রোসিস বা হার্টের কোষে পচন ধরা, তিন, হৃদযন্ত্রের ছন্দপতন বা অ্যারিদমিয়া চার, হার্ট অ্যাটাক এবং পাঁচ, হার্ট ফেলিওর।

ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকেও জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তদের মৃত্যুর ঘটনায় প্রতি ১০ জনে একজনে নেপথ্যের কারণ হলো হার্টের অসুখ। পরিস্থিতি আরো জটিল হয়েছে সংক্রমণের ভয়ভীতি, যানবাহনের অভাব ইত্যাদি কারণে রোগীদের একাংশ ডাক্তার সাহেবদের কাছে যেতে না পারায়।

এই বহুমুখী ঝুঁকির জন্যই সম্ভবত এ বছর ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের স্লোগান হলো, ‘ইউজ হার্ট টু বিট কার্ডিওভাসকুলার ডিজিজ’— ‘হৃদয় দিয়েই জিতুন হৃদয়ের অসুখ’! আর এই হৃদয় শুধু যেন না কাঁদে নিজের জন্য। হৃদরোগে আক্রান্ত আশপাশের যারাই বিপদে পড়েছেন, তাদেরও পাশে দাঁড়ানোর চেষ্টা করুন সাধ্যমতো।

হৃদরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিয়ম মেনে ওষুধ খাওয়া, নিয়মিত ব্যায়াম ও হাঁটা, খাওয়াদাওয়ায় তেল মশলা কমানো, ধূমপান ছাড়া, সুগার-প্রেসার চেক আপ এবং বিপদ বুঝলে কালবিলম্ব বা করে ডাক্তারখানায় অথবা হাসপাতালে যাওয়া- বর্তমান পরিস্থিতিতে এগুলো মানতে হবে, করতে হবে আরো হৃদয় দিয়ে। তবেই তো জয়লাভ হবে হৃদয়ের অসুখে!

হৃৎপিণ্ডের অসুখ ও কোভিড ১৯ পরস্পর সম্পর্কযুক্ত। তাই করোনাভাইরাস হলে হার্টের উপর যথেষ্ট প্রভাব পড়তেই পারে। কারণ, করোনার জেরে শরীরে অক্সিজেন পৌঁছে দেয়ার কারিগর ফুসফুস সঠিকভাবে নিজের কাজ করতে পারে না। তাই হৃৎপিণ্ডকে গোটা শরীরে অক্সিজেন পৌঁছাতে আরও পরিশ্রম করতে হয়। এছাড়া ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য শরীর এক ধরনের রাসায়নিক (সাইটোকাইন) তৈরি করে। এই রাসায়নিকও হার্টের ছোট ব্লকগুলিকে আরও ক্ষতিগ্রস্ত করে হার্ট অ্যাটাক ডেকে আনছে।

কারোনা হলে কোন কোন হার্টের সমস্যা হতে পারে?

 হৃৎপিণ্ডের পেশির প্রদাহ বা মায়োকার্ডাইটিস।
 শরীরে অক্সিজেনের চাহিদা বাড়ার কারণে হৃদগতির ছন্দপতন।
 সাইটোকাইন ঝড়ের ফলে হার্টের রক্তনালীর মধ্যে রক্তজমাট বাঁধা (ক্লটিং)।

সূত্র : বর্তমান


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us