মিয়ানমার-ভারত সীমান্তে ইসরাইলি পরিকল্পনা
মিয়ানমার-ভারত সীমান্তে ইসরাইলি পরিকল্পনা - ছবি সংগৃহীত
এখানকার উত্তপ্ত পরিস্থিতি থেকে অন্য কেউ কি ফায়দা তুলতে চায়? এই প্রশ্নটিও আলোচনায় রয়েছে। যেকোনো অঞ্চলে বৈশ্বিক খেলোয়াড়রা তাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য পরিস্থিতিকে উত্তপ্ত করে কর্তৃপক্ষকে বাড়াবাড়ি করার জন্য প্রলুব্ধ করে তোলে। এরপর এই অপরাধের ব্যাপারে এমন চাপ তৈরি করা হয় যাতে নতি স্বীকারে সরকার বাধ্য হয়।
এই অঞ্চলের উত্তেজনার সাথে সাধারণভাবে ইসরাইলকে টেনে আনতেন না বিশ্লেষকরা। কিন্তু দক্ষিণ এশিয়ায় ইসরাইলের গোপন সম্পৃক্ততা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ, ভারতের সাথে বিশেষ কৌশলগত সম্পর্ক নির্মাণ ও কাশ্মির পরিস্থিতিতে সম্পৃক্ত হওয়া এবং মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক আর উত্তর-পূর্ব ভারতের কিছু উপজাতীয় জনগোষ্ঠীকে হারানো ইহুদি ট্রাইব হিসেবে স্বীকৃতি প্রদান ও ইসরাইলের নাগরিকত্ব প্রদান পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক দক্ষিণ এশিয়াবিষয়ক অনলাইন পোর্টাল দি ওয়্যার একটি তাৎপর্যপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। গত সেপ্টেম্বর ১৯ ডেইলি ওয়্যার.কম এ লেখা হান্ক বেরিয়েনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২,৭০০ বছর আগে, বাইবেলের ১২টি উপজাতি নিয়ে গঠিত ইসরাইলের দু’টি রাষ্ট্র পরিণত হওয়ার পরে, ইসরাইলের উত্তরে ১০টি উপজাতি এবং দক্ষিণে দু’টি উপজাতি যিহূদা ছিল। আসিরীয় সাম্রাজ্য জাতির দশটি উপজাতি নির্বাসিত করেছিল ইসরাইলে। বাকি দু’টি তখন পাওয়া যায়নি। ইসরাইলি সরকার এর একটির অংশ হিসেবে ইসরাইলে ফিরে যাওয়ার জন্য উত্তর ভারত থেকে আরো কয়েক শতাধিক লোককে সাহায্য করছে। তারা নিজেকে ‘বেনি মেনাসে’ হিসেবে বর্ণনা করে। মেনাসের উপজাতি ছিল হারানো উপজাতির মধ্যে একটি।
ইসরাইলের নেসেট সদস্য পেনিনা তামানু-শাতা এই মাসে ঘোষণা করেন যে, স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় তিনি উত্তর-পূর্ব ভারতের বেনি মেনাস সম্প্রদায়ের ৭২২ সদস্যের অভিবাসনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। প্রথম দলটি অক্টোবরের পরে ইসরাইলে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
বেনি মেনাসের ৪,০০০ সদস্যকে এর মধ্যে ইসরাইলে নিয়ে যাওয়া হয়েছে। ভারতে আরো সাড়ে ছয় হাজার বেনি মেনাস ইহুদি ইসরাইলে আসার অপেক্ষায় আছেন। আগামী বছরগুলোতে আরো যারা ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে ফিরিয়ে আনা হবে। উল্লেখ্য, এই গোষ্ঠীটি একসময় মনিপুর মিজোরামে ‘সিংল্যাং ইসরাইল’ গঠনের দাবি করার হুমকি দিয়েছিল।
বেনি মেনাসের বিষয়ে বলা হয়েছে, তাদের পূর্বপুরুষরা বার্মা, বাংলাদেশের সীমান্তে ও উত্তর-পূর্ব ভারতে বসতি স্থাপনের আগে কয়েক শতাব্দী ধরে মধ্য এশিয়া এবং উত্তর-পূর্ব অঞ্চলে ভ্রমণ করেছিলেন।
ডেইলি ওয়্যার আমেরিকার অন্যতম দ্রুত বর্ধমান রক্ষণশীল মিডিয়া সংস্থা। এতে প্রকাশিত এই লেখায় বাইবেলসহ বিভিন্ন উদ্ধৃতি দিয়ে উত্তর-পূর্ব ভারত, পার্বত্য চট্টগ্রাম ও শিন ও রাখাইনের বিভিন্ন উপজাতীয় গোষ্ঠীকে হারানো ইহুদি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইন্টারনেটে এ সংক্রান্ত বহু গবেষণাধর্মী লেখা পাওয়া যায়।
তিন দেশের সংযোগস্থলে এখন যে উত্তপ্ত অবস্থা দেখা যাচ্ছে তার সাথে এর সম্পৃক্ততা রয়েছে কি না তা নিয়ে অনেকের মধ্যে শঙ্কা রয়েছে। কেউ কেউ আফ্রিকার ইথিওপীয় অঞ্চল এবং দক্ষিণ এশিয়ায় ইহুদিদের ভিন্ন দু’টি রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।