দায়িত্ব পেলেন বাবুনগরী
বাবুনগরী - ছবি : সংগৃহীত
আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর দিনই আবারো হাটহাজারী মাদরাসার কমিটিতে ফিরলেন জুনায়েদ আহমেদ বাবুনগরী৷ তাকে শায়খুল হাদিস ও শিক্ষা সচিবের দায়িত্ব দেয়া হয়েছে৷ কদিন আগেও এই পদে ছিলেন আহমেদ শফীর ছেলে আনাস মাদানী৷
শনিবার আহমদ শফীর লাশ দাফনের পরই শূরা কমিটি বৈঠকে বসে৷ বৈঠক শেষে শূরা সদস্য সালাহউদ্দিন নানুপুরী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আজকে আমরা গুরুত্বপূর্ণ দু'টি সিদ্ধান্ত নিয়েছি৷ প্রথমটি হল আগামী শূরা বৈঠক পর্যন্ত তিন জনের একটি কমিটি করা হয়েছে, তারা মাদরাসা পরিচালনা করবেন৷ এই কমিটিতে আছেন মুফতি আব্দুস সালাম, মাওলানা এয়াহিয়া ও মাওলানা শেখ আহমেদ৷ আর বাবুনগরীকে শায়খুল হাদিস ও শিক্ষা সচিবের দায়িত্ব দেয়া হয়েছে৷’’
কতদিন পর পরবর্তী শূরা বৈঠক অনুষ্ঠিত হবে? জবাবে তিনি বলেন, ‘‘৬ মাসের মধ্যে শূরা বৈঠক করার বাধ্যবাধকতা আছে৷ এখন যাদের দায়িত্ব দেয়া হয়েছে তারা যাদি ভালো করেন, তাহলে তাদেরই পূর্ণাঙ্গ দায়িত্ব দেয়া হবে৷’’ এই বৈঠকে ১২ জন শূরা সদস্যের মধ্যে ৮ জনই উপস্থিত ছিলেন বলে জানান এই শূরা সদস্য৷
বেশ কিছু দিন ধরে হেফাজতের আমির আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ আহমেদ বাবুনগরীর বিরোধ চলছিল৷ এই দ্বন্দ্বের ফলে গত ১৭ জুন জুনায়েদ বাবুনগরীকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়৷ তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক শেখ আহমেদকে৷ তিনি হেফাজতের আমির শাহ আহমদ শফীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত৷ পরে বাবুনগরীর ভাগিনা মাদরাসার শিক্ষক আনোয়ার শাহকে মাদরাসা থেকে এক মাস আগে বের করে দেওয়া হয়৷ সবকিছু মিলিয়ে বাবুনগরীর অনুসারীরা ক্ষুব্ধ ছিলেন৷ তাদের অভিযোগ, আহমদ শফী বয়স্ক হওয়ায় তাকে ভুল বুঝিয়ে তার ছেলে আনাস মাদানী এসব কাজ করিয়েছেন৷
গত বৃহস্পতিবার শূরা কমিটির বৈঠকে মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যহতি নেন আহমদ শফী৷ তার ছেলে আনাস মাদানীকেও সহকারী শিক্ষা সচিবের পদ থেকে অব্যাহতি দেয়া হয়৷
সালাহউদ্দিন নানুপুরী বলেন, ‘‘আজকের বৈঠকে হেফাজতে ইসলাম নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি৷ এটা পৃথক সংগঠন৷ শিগগিরই তারা বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন৷’’ আগামী মাসেই হেফাজতে ইসলামীর কাউন্সিল হতে পারে বলে জানা গেছে৷
হেফাজাতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ডয়চে ভেলেকে জানান আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলামের পরবর্তী আমির কে হবেন তা আগামী কাউন্সিলের মাধ্যমেই নির্ধারণ করা হবে৷ হাটহাজারী মাদরাসার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলেও জানান তিনি৷ জুনায়েদ বাবুনগরী বলেন, তার দায়িত্ব এখন কাউন্সিল ডাকা৷ কাউন্সিল যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে৷ খুব শিগগিরই এই কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি৷
এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রয়াত আহমদ শফীর ছেলে আনাস মাদানীকে হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব হিসেবে উল্লেখ করা হয়েছিল৷ তবে বাবুনগরী ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘আনাস মাদানী শিক্ষা সচিব নয়, সহকারী শিক্ষা সচিবের দায়িত্বে ছিলেন৷’’
সূত্র : ডয়চে ভেলে