ভারতের মোকাবেলায় চীনা অত্যাধুনিক বিমান প্রস্তুত!

লিউ ঝেন | Aug 20, 2020 09:23 am
ভারতের মোকাবেলায় চীনা অত্যাধুনিক বিমান প্রস্তুত!

ভারতের মোকাবেলায় চীনা অত্যাধুনিক বিমান প্রস্তুত! - ছবি : সংগৃহীত

 

চীন ও ভারত হিমালয়ের বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে তাদের বিমান ঘাঁটিগুলোতে তাদের সবচেয়ে উন্নত জঙ্গিবিমান পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই এলাকায় এখনো উত্তেজনা অব্যাহত রয়েছে। এই প্রেক্ষাপটেই উভয় দেশ তাদের সেরা বিমানগুলোই সেখানে পাঠাচ্ছে।

সোমবার ফোরবেসে প্রকাশিত খবর অনুযায়ী, বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে চীনের পশ্চিম জিনজিয়াঙ অঞ্চলের হতন বিমান ঘাঁটিতে দুটি জে-২০ স্টিলথ জঙ্গিবিমানের অস্তিত্ব রয়েছে।
এটি বিরোধপূর্ণ আকসাই চিন অঞ্চলের সবচেয়ে কাছাকাছি থাকা চীনা বিমান ঘাঁটি। সীমান্ত থেকে এটি প্রায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরে।

জুন থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। আসকাই চিন ও লাদাখের মধ্যবর্তী গালওয়ান ভ্যালিতে কয়েক দশকের মধ্যে এবারই দুই দেশের সৈন্যদের মধ্যে সবচেয়ে ভয়াবহ সঙ্ঘাত হয়েছে। প্রাণহানির ঘটনাও ঘটেছে কয়েক দশকের মধ্যে এবারই।

এদিকে, ভারত লাদাখে নতুন ৫টি ডাসাল্ট রাফাল জঙ্গিবিমান মোতায়েন করেছে বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে। এত বলা হয়, রাফাল জঙ্গি বিমানগুলো হিমাচল প্রদেশের পার্বত্যপূর্ণ অঞ্চলে রাতের বেলায় অনুশীলন করছে।

দুই প্রতিবেশী পৃথিবীর ছাদে সুবিধাজনক অবস্থানে থাকার চেষ্টা চালাচ্ছে। জঙ্গি বিমানের দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে আছে চীন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের একক আসনের জে-২০ আকাশে অনেক ভালো করবে। কারণ এটি স্টিলথ। এডি রাডার ফাঁকি দিয়ে উড়তে পারে এবং সুপারসনিক গতি অর্জন করতে পারে।

একক ও দুই আসনের রাফালগুলো ভারতে আসে ২৯ জুলাই। এগুলোও সহজে দৃশ্যগোচর হয় না। এগুলোর এইএসএ জে-২০এর মতোই। এর ফলে এসব বিমান যেকোনো আবহাওয়ায় একইসাথে অনেকগুলো লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে।
২০০১ সাল কমিশনপ্রাপ্ত রাফাল ম্যাচ ১.৮ গতিপ্রাপ্ত হতে পারে। আর যুদ্ধপাল্লা হয় ১,৮৫০ কিলোমিটার। আর জে-২০-এর গতি হতে পারে ম্যাচ ২, পাল্লা ২০০০ কিলোমিটার।
পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত হিমালয়ের পর্বতগুলো ৮,০০০ মিটার উঁচু হতে পারে। ফলে বিমান কতটুকু উচ্চতায় উঠতে পারে, তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাফাল উঠতে পারে ১৬ হাজার মিটার পর্যন্ত, আর জে-২০ পারে ২০,০০০ মিটার।

হংকংভিত্তিক সামরিক ভাষ্যকার সং ঝোনপিং উল্লেখ করেছেন, চীনা স্টিলথ বিমান দেশটির অন্যান্য বিমানের সাথে মোতায়েন করা হতে পারে।

তিনি বলেন, জে-২০ বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য অন্যান্য বিশেষায়িত বিমানের সাথে ব্যবহার করতে পারে। আর এর ফলে তারা আরো ভালোভাবে মিশন সম্পন্ন করতে পারবে।
ভারতীয় বিমান বাহিন ৩৬টি রাফালে ক্রয়াদেশ দিয়েছে। এগুলো ২০২১ সাল নাগাদ ভারতে চলে আসবে।
তবে চীনা বিমান বাহিনীর কাছে কয়টি জে-২০ স্টিলথ বিমান আছে, তা তারা প্রকাশ করেনি। তবে অনুমান করা হয়ে থাকে সংখ্যাটি ৫০-এর কম হবে না।

সূত্র : এসসিএমপি


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us