মোদিকে চ্যালেঞ্জ কমলার?
কমলা হ্যারিস ও নরেন্দ্র মোদি - ছবি : সংগৃহীত
মার্কিন নির্বাচনে এশিয়ার ভোট যে গুরুত্বপূর্ণ তা ট্রাম্প, বাইডেন দু'জনেই জানেন। যে কারণে করোনা-কালের ঠিক আগে শেষ বিদেশ সফরে ভারতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গুজরাতে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে ভারতীয় মার্কিনিদের কাছে কার্যত ট্রাম্পের হয়ে ভোট ভিক্ষা করেছিলেন নরেন্দ্র মোদি। প্রকাশ্যেই। কিন্তু তার পরে বেশ কিছু মাস কেটে গিয়েছে। করোনা সঙ্কটে ঝপঝপ করে কমেছে ট্রাম্পের জনপ্রিয়তা। বাইডেনের সম্ভাবনা বেড়েছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট পদে কমলা দেবী হ্যারিসকে সামনে নিয়ে আসায় অ্যাফ্রো-অ্যামেরিকান এবং ভারতীয় আমেরিকানদের মধ্যে রীতিমতো আলোড়ন শুরু হয়ে গিয়েছে। ভোটের স্থিতিশীল অঙ্ক নয়ছয় হতে শুরু করেছে বলেই মনে করছেন কোনো কোনো বিশেষজ্ঞ।
কমলা হ্যারিসের বাবা আফ্রিকান, মা ভারতীয়। চেন্নাইয়ের বিজ্ঞানী মার্কিন মুলুকে গিয়েছিলেন গবেষণার কাজে। তারপর সেখানেই থেকে যান, বিয়ে করেন এক আফ্রিকান মার্কিনিকে। কমলা তাদেরই সন্তান। তবে সাত বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় মায়ের কাছেই বড় হয়েছেন কমলা। একই সঙ্গে দেখেছেন, এশিয়ান এবং আফ্রিকানদের সঙ্গে শ্বেতাঙ্গ মার্কিনিদের একাংশের দুর্ব্যবহার। কমলা নিজেই বলেছেন, কোনো কোনো এলাকায় সকলের সঙ্গে খেলার সুযোগ পেতেন না তিনি আর তার বোন। কারণ তাদের গায়ের রং আলাদা।
রাষ্ট্রবিজ্ঞান আর অর্থনীতিতে স্নাতক কমলা পরবর্তীকালে আইন নিয়ে পড়াশোনা করেছেন। শুধু পড়েননি, আইনকে ব্যবহার করেছেন আন্দোলনের হাতিয়ার হিসেবে। বর্ণবাদের বিরুদ্ধে লড়াই তার সেই কলেজ জীবন থেকেই। কলেজ রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলেন তিনি। পরবর্তীকালে নানা আইনি লড়াই, নানা উত্থানপতনের মধ্য দিয়ে তিনি সিনেটর নির্বাচিত হন। বস্তুত, ডেমোক্র্যাট দলে জো বাইডেনের সঙ্গে তিনিও প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল বাইডেনকেই প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন করে। তাকে ভাইস প্রেসিডেন্টের পদপ্রার্থী করা হয়।
কমলা-বাইডেন জুটি নির্বাচনে জিতলে আমেরিকার ইতিহাসে নতুন অধ্যায় শুরু হবে। এই প্রথম কোনো এশীয় অ্যামেরিকান ভাইস প্রেসিডেন্ট হবেন। আর ঠিক সে জায়গাতেই ভারতীয়-মার্কিন ভোট ব্যাঙ্কে মোদি ফ্যাক্টর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অ্যামেরিকার ভোট রাজনীতি নিয়ে যথেষ্ট পড়াশোনা করেন আয়মান মুখোপাধ্যায় হাউসহ্যাম। এক সময় বারাক ওবামার নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন আয়মান। ডয়চে ভেলেকে তিনি জানিয়েছেন, ''মূলত দুই ধরনের ভারতীয়-মার্কিন বসবাস করেন আমেরিকায়। একদল প্রগতিশীল, বামমনস্ক, লিবারাল। এই অংশের মানুষ মূলত ডেমোক্র্যাটপন্থী। ভারতে অবিজেপি শক্তির পক্ষে এরা কথা বলেন। অন্য দলটি হলো রক্ষণশীল গোষ্ঠী। ব্যবসায়ী শ্রেণির এই অংশটি রিপাবলিকানপন্থী। তাদের অধিকাংশ মানুষই ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। নরেন্দ্র মোদির আবেদনে এই অংশটি সাড়া দিয়েছিল। বস্তুত, আমেরিকায় মোদির সভার আয়োজনও করেছিল এই অংশের মানুষ। মোদির বিপুল জনপ্রিয়তা তাঁদের মধ্যে। তাঁরা মনে করেন, ট্রাম্প এবং মোদি বন্ধু। এবং এই বন্ধুত্বের জোরে ট্রাম্প ভারতে উন্নয়নমূলক কাজে সাহায্য করবেন।''
গুজরাতে ট্রাম্পের অনুষ্ঠানে মোদি যে ভোটভিক্ষা করেছিলেন, তাতে সাড়া দিয়েছিল এই অংশটি। কিন্তু কমলা হ্যারিস সামনে চলে আসায় ট্রাম্পের সেই ভোট ভাগ হয়ে যেতে পারে বলে মনে করছেন আয়মন। কারণ, ভারতীয় বংশোদ্ভূত কমলাকে নিয়ে ভারতীয়-মার্কিনদের মধ্যে উচ্ছাস তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, কমলা ক্ষমতায় এলে ঐতিহাসিক ঘটনা ঘটবে। সকলেই তার সাক্ষী থাকতে চাইছেন।
পেশায় সাংবাদিক আরেক ভারতীয়-মার্কিন শুভঙ্কর মুখোপাধ্যায় আয়মনের সঙ্গে সম্পূর্ণ এক মত নন। তার বক্তব্য, ভারতীয়-মার্কিন মধ্যে বিভাজন খুব পরিষ্কার। ভারতীয় ভোটদাতাদের মতো তারা ভারতীয়-মার্কিনরাও দলকে ভোট দেন, প্রার্থীকে নয়। কমলা হ্যারিস এতদিন ভারতীয়-মার্কিনদের জন্য বিশেষ কিছু করেননি। কিন্তু অধিকাংশ ভারতীয় মার্কিনদের কাছে বর্ণবাদ খুব বড় বিষয়। ট্রাম্পের কারণে যা রীতিমতো বড় সমস্যায় পরিণত হয়েছে। সে জন্য ভারতীয়-মার্কিনরা ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকবেন। সেই সুবিধাটা পাবেন কমলা। আর গুজরাটিরা মূলত ব্যবসায়ী। তারা যে দিকে হাওয়া সেদিকেই ভোট দেন।
কুণাল চক্রবর্তী প্রায় তিন দশক আমেরিকায় থাকেন। তার মতে, কমলা আসলে এ বারের ভোটে গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন। ট্রাম্প জামানায় গোটা অ্যামেরিকা জুড়েই বর্ণবাদ খুব বেড়ে গেছে। প্রকারন্তরে ট্রাম্পের নীতি বর্ণবাদকে পুষ্টি জুগিয়েছে বলে তিনি মনে করেন। ডেমোক্র্যাটরা বর্ণবাদের বিরুদ্ধে কথা বললেও সেই জোর পাওয়া যাচ্ছিল না। কমলা হ্যারিস অ্যাফ্রো-আমেরিকান এবং এশীয়-অ্যামেরিকানদের মধ্যে সেই ভরসাটি ফিরিয়ে আনতে পেরেছেন। ফলে তাকে নিয়ে কেবল ভারতীয়-আমেরিকান নয়, বহু গোষ্ঠীই খুব উৎফুল্ল।
বস্তুত ভারতেও কমলাকে নিয়ে উচ্ছাস যথেষ্ট। চেন্নাইয়ে রাস্তায় রাস্তায় কমলার ছবি দেয়া হোর্ডিং লেগেছে। দক্ষিণ ভারতে রীতিমতো আলোচনা হচ্ছে তাকে নিয়ে। এর প্রভাবও ভারতীয়-মার্কিনদের মানসিকতায় প্রভাব ফেলবে বলে অনেকে মনে করছেন।
সূত্র : ডয়চে ভেলে