কমলাকে কেন টার্গেট করছেন ট্রাম্প?

অন্য এক দিগন্ত ডেস্ক | Aug 15, 2020 02:51 pm
কমলা হ্যারিস

কমলা হ্যারিস - ছবি : সংগৃহীত

 

‘কমলা’ ঝড়ের পূর্বাভাস পৌঁছে গেছে হোয়াইট হাউসের অন্দরে। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন ডেমোক্র্যাট শিবিরের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এরপর থেকেই কমলাকে নজিরবিহীনভাবে আক্রমণ শুরু করেছে ট্রাম্প শিবির।

তার নাগরিকত্ব এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রিপাবলিকানদের একাংশ। আর এই আক্রমণের নেতৃত্বে রয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে কমলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি শুনলাম যে ওঁর হোয়াইট হাউসে প্রবেশের যোগ্যতা নেই।’ উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে আমেরিকায় জন্মাতে হয়। বিশেষজ্ঞদের মতে, কমলার মনোনয়নই যখন চূড়ান্ত হয়নি, তখন তাকে আক্রমণের জন্য বেছে নেয়ার অর্থ একটাই— কমলাকে ভয় পাচ্ছে রিপাবলিকানরা। ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

কমলার নাগরিকত্ব নিয়ে এই আক্রমণের সঙ্গে অনেকেই বারাক ওবামার মিল পাচ্ছেন। মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকেও ‘বার্থার মুভমেন্ট’ সামলাতে হয়েছিল। জানা গেছে, ডঃ জন ইস্টম্যানের ‘নিউজউইক’-এ একটি উত্তর সম্পাদকীয় নিবন্ধকে ঘিরে কমলার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ‘বার্থার মুভমেন্ট’ শুরু হয়েছে। ২০১০ সালে কমলার কাছে হেরে যান এই রিপাবলিকান ইস্টম্যান। কমলার দেশাত্মবোধ এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা এই ইস্টম্যানকেই ‘বিশিষ্ট আইনজীবী’ বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অনুগামীরা আবার বলতে শুরু করেছেন, ডেমোক্র্যাট দলে মনোনয়ন চূড়ান্ত করতেই কমলাকে বেছে নিয়েছেন বাইডেন। ট্রাম্পের নির্বাচনী শিবিরের সবচেয়ে প্রভাবশালী সদস্য কিম্বারলি গুয়েলফয়েল বলেন, ‘ডেমোক্র্যাটিক প্রাইমারিগুলিতে আমেরিকার মানুষজন কমলাকে দেখছেন। কিন্তু আর ভোটের দিন তারা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকেই পুনর্নির্বাচিত করবেন।’

ট্রাম্পের নাতনি লারা ট্রাম্পের আক্রমণ আরো শানিত। তার কথায়, ‘বাইডেন-হ্যারিসের আমলে আমেরিকার মানুষের জীবনযাত্রা সবচেয়ে খারাপ হবে। তারা আমেরিকাকে সমাজতান্ত্রিক দেশে পরিণত করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প দেশের স্বার্থকে অগ্রাধিকরা দিয়ে আমেরিকার মানুষদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন।’

তবে বিরূপ সমালোচনার মধ্যেও কমলার প্রশংসায় পঞ্চমুখ জো বাইডেন। শুক্রবার বাইডেন এবং কমলা ডেমোক্র্যাটদের মনোনয়নের জন্য নথি জমা দেন। ইতিমধ্যে কমলাকে নিয়ে তিনি দু’দিন প্রচার সেরে ফেলেছেন। কমলার সঙ্গে তার প্রচারের অভিজ্ঞতা প্রসঙ্গে বিডেন বলেন, ‘অভূতপূর্ব। আমাদের দারুণ সময় কাটল।’

সূত্র : বর্তমান

নির্বাচনে হারলেও সহজে ক্ষমতা ছাড়বেন না ট্রাম্প : হিলারি
সিএনএন
আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেও রাতারাতি নীরবে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন না বলে শঙ্কা প্রকাশ করে আমেরিকানদের প্রস্তুত থাকতে বলেছেন ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।

হিলারি বলেছেন, ‘আমি জনগণকে ভীত করতে চাই না; কিন্তু আপনাদের প্রস্তুত থাকতে বলব। এটা বিশ্বাস করার জন্য আমার কাছে যথেষ্ট কারণ রয়েছে যে, নির্বাচনে হেরে গেলেও রাতারাতি খুব সহজে ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেবেন না। তিনি আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন। সব ধরনের আইন ব্যবহারের চেষ্টা করবেন।’
গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি দাবি করেছেন, ‘ক্ষমতা আঁকড়ে রাখতে তিনি (ট্রাম্প) তার অন্তরঙ্গ বন্ধু অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে প্রস্তুত রেখেছেন।’


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us