ভারতের বিরুদ্ধে নেপালের পানিযুদ্ধ!

অন্য এক দিগন্ত ডেস্ক | Aug 11, 2020 02:48 pm
ভারতের বিরুদ্ধে নেপালের পানিযুদ্ধ!

ভারতের বিরুদ্ধে নেপালের পানিযুদ্ধ! - ছবি : সংগৃহীত

 

বন্যা পরিস্থিতি মোকাবেলায় নেপাল সহযোগিতা করছে না বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অভিযোগ করেছেন দেশটির দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার বন্যা নিয়ে ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় উত্তর প্রদেশ ও বিহারের মুখ্যমন্ত্রীরা এই অভিযোগ করেন।

নেপালের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়নের প্রেক্ষাপটে এই অভিযোগ উত্থাপিত হলো। সীমান্ত নিয়ে দুই দেশের বিরোধ এখন তুঙ্গে। তার ওপর দেবতা রামের জন্মভূমি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর মধ্যে আবার গৌতম বুদ্ধের জন্মস্থান নিয়েও উত্তেজনা চলছে। এসবের মধ্যেই নদীর পানি নিয়ে এই বিরোধের সৃষ্টি হলো।

বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে নেপাল সাহায্য করছে না। এবারও একই ঘটনা ঘটেছে। তিনি ২০০৮ সালে কোশি নদীর বন্যার উদাহরণ দেন। বিষয়টি দেখার জন্য কেন্দ্রের প্রতি অনুরোধ করেন তিনি।

কুমার বলেন, নেপালে প্রবল বর্ষণের কারণে উত্তর বিহারে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে চুক্তি মতো সীমান্তে বন্যা প্রতিরোধের কাজ করা হয়। কিন্তু এবার নেপাল কয়েকটি জায়গায় বাঁধ মেরামতের অনুমতি দেয়নি।

অন্যদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিথ্যনাথ প্রধানমন্ত্রীকে বলেন, প্রতিবছর কেন্দ্রের দেয়া টাকায় গানদাক নদীর নেপাল অংশে বন্যা প্রতিরোধের কাজ করা হয়। কিন্তু এবার কোভিড-১৯ পরিস্থিতির কারণ দেখিয়ে নেপাল সেটা করতে দেয়নি।

এবছর স্বাভাবিকের চেয়ে ২০% বেশি বৃষ্টি হয়েছে নেপাল ও উত্তরখন্ডে। ফলে গানদাকসহ চারটি নদীতে প্লাবন দেখা দিয়েছে।

সূত্র : সাউথ এশিয়ান মনিটর

গৌতম বুদ্ধ নেপালের, বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে কড়া জবাব
গৌতম বুদ্ধ নেপালের, ভারতকে স্মরণ করিয়ে দিলো নেপাল সরকার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতির প্রতিক্রিয়ায় নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে গৌতম বুদ্ধ তাদের। তিনি নেপালের লুবিনীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি নেপাল থেকে অন্য দেশে বৌদ্ধধর্ম প্রচার করেছিলেন। বিজ্ঞপ্তি জারি করে এই দাবি করল নেপাল সরকার।

বিজ্ঞপ্তিতে লেখা ছিল- "এটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক নথি দ্বারা প্রমাণিত। এবং একটি সুপ্রতিষ্ঠিত এবং অনস্বীকার্য সত্য। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বলে গৌতম বুদ্ধের জন্ম নেপাল লুম্বিনিতে হয়েছিল। নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয় ভার্চুয়াল ইভেন্ট 'ভারত @ ৭৫ শীর্ষ সম্মেলনে' এক বিবৃতিতে তা জানায়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয়দের নাম হিসেবে উঠে আসেন গৌতম বুদ্ধ। জয়শঙ্কর বলেছিলেন, "আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয়দের মধ্যে বলব একজন হলো গৌতম বুদ্ধ এবং অন্যজন হলেন মহাত্মা গান্ধী।"

এরপর নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্মরণ করিয়ে দিয়েছিল যে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদির নেপাল সফরের সময় তিনি বলেছিলেন যে নেপাল সেই দেশ যেখানে বুদ্ধের জন্ম হয়েছিল। এটি সত্য যে পরবর্তী সময়ে নেপাল থেকে বিশ্বের অন্যান্য অঞ্চলে বৌদ্ধধর্ম ছড়িয়ে পড়েছিল।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us