২৪ বছর পর সাঈদ আনোয়ারের রেকর্ড ভাঙলেন শান মাসুদ

অন্য এক দিগন্ত ডেস্ক | Aug 06, 2020 09:24 pm
২৪ বছর পর সাঈদ আনোয়ারের রেকর্ড ভাঙলেন শান মাসুদ

২৪ বছর পর সাঈদ আনোয়ারের রেকর্ড ভাঙলেন শান মাসুদ - ছবি : সংগৃহীত

 

ম্যানচেষ্টারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০০-এর বেশি বল খেলেছেন পাকিস্তানের ওপেনার শান মাসুদ। যার মাধ্যমে ২৪ বছর আগে করা পাকিস্তানের কিংবদন্তি ওপেনার সাঈদ আনোয়ারের রেকর্ড ভেঙে দিয়েছেন শান মাসুদ।

ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ১৯৯৬ সালে পাকিস্তানী ওপেনার হিসেবে ০০-এর বেশি বল খেলেছিলেন সাঈদ। এরপর আর কোনো ওপেনারই ইংল্যান্ডের মাটিতে ২০০-এর বেশি বল মোকাবেলা করতে পারেননি।
১৯৯৬ সালে ওভালে ২৬৪ বলে ২৬টি চারে ১৭৬ রান করেছিলেন সাঈদ আনোয়ার।

এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইতোমধ্যে আড়াই শর বেশি বল খেলে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাসুদ। আজ চলছে ম্যাচের দ্বিতীয় দিন। গতকাল প্রথম দিনে বৃষ্টির কারণে পুরো খেলা হতে পারেনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ২৩৯ রানে অপরাজিত রয়েছেন। পাকিস্তানের স্কোর এখন ৬ উইকেটে ২৮৯ রান। শান মাসুদের সাথে ৫ রান নিয়ে ক্রিজে আছেন ইয়াসির শাহ।
পাকিস্তান আজ শুরু করেছিল ২ উইকেটে ১৩৯ রান নিয়ে। শান মাসুদ ৪৬ ও বাবর আজম ৬৯ রান নিয়ে মাঠে নামেন। আগের দিন বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ৪৯ রান।
বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনই ওল্ড ট্র্যাফোর্ডের স্যাঁতসেঁতে পরিবেশে সেই বাবর আজম পাকিস্তান দলের ভরসা হয়ে দাঁড়ালেন। তার অপরাজিত ৬৯ রানের সুবাদে পাল্টা ঘুরে দাঁড়াল দল। বৃষ্টিবিঘ্নিত দিনের শেষে দুই উইকেট হারিয়ে পাকিস্তানের রান ১৩৯।

 আইপিএল থেকে বাদ পড়লো চীনের ভিভো

এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টাইটেল স্পনসর হিসেবে থাকছে না চীনের মোবাইল কোম্পানি ভিভো।
আজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএলের ত্রয়োদশ আসরে মূল স্পনসর হিসেবে থাকছে না চীনের ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো। লাদাখ সীমান্তের ঘটনার পর থেকেই ভারত-চীন, দু’দেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। তারই জের এসে পড়লো আইপিএলের ত্রয়োদশ আসরে।
এক বিবৃতিতে বিসিসিআই জা
নায়, ‘বিসিসিআই এবং ভিভো মোবাইল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থা দু’পক্ষের মধ্যে হওয়া আইপিএল সংক্রান্ত চুক্তিটি চলতি বছরের জন্য বাতিল করা হয়েছে। শুধুমাত্র আসন্ন আইপিএলেই বিচ্ছেদ ঘটছে দুই সংস্থার।’
বর্তমান পাঁচ বছরের চুক্তি অনুযায়ী ভিভোর সাথে ২০২২ সালে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল
এদিকে, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএল-এর নয়া টাইটেল স্পনসর হবার দৌড়ে আছে রিলায়েন্স, বাইজু এবং আমাজন- এর নাম।

বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, শিগগিরই নতুন স্পনসরের নাম ঘোষণা করা হবে। এই মৌসুমের জন্য ভারতীয় কোম্পানিকে মূল স্পনসর হিসেবে দেখা যাবার সম্ভাবনা বেশি।
গত জুনে লাদাখ সীমান্তে চীনা সেনার সাথে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হন। এরপর থেকে ভারতজুড়ে চীনা পণ্য বয়কটের দাবি ওঠে।

এমনকি টিকটক, হেলো, শেয়ার ইটের মতো চীনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করেও দেয়া হয়।

সূত্র : এএফপি


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us