৬ ধরনের ভাইরাস : কোন সংক্রমণের কোন লক্ষণ
৬ ধরনের ভাইরাস : কোন সংক্রমণের কোন লক্ষণ - ছবি : সংগৃহীত
বিশ্বজুড়ে কোভিড-১৯-এর সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আবার প্রতিনিয়ত বদলে যাচ্ছে উপসর্গের ধরনও। যার ফলে ভাইরাস নিরাময়ের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন চিকিৎসক মহল থেকে শুরু করে গবেষকরা। ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত নতুন রেকর্ড গড়ে যাচ্ছে করোনাভাইরাস।
বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই মারণ ভাইরাস থেকে পৃথিবীকে মুক্তি দিতে প্রতিনিয়তই গবেষণা কার্য চালিয়ে যাচ্ছেন। এই গবেষণার মাঝে আবারো এক নতুন তথ্যের প্রকাশ করলেন বিজ্ঞানীরা। সম্প্রতি লন্ডনের কিংস কলেজের একদল গবেষক একটি কোভিড-১৯ ট্র্যাকিং অ্যাপ্লিকেশন থেকে সংগৃহীত ডেটাগুলোর বিশ্লেষণ করে ছয়টি স্বতন্ত্র প্রকারের করোনা ভাইরাসের কথা উল্লেখ করেছেন এবং এও জানিয়েছেন যে এদের প্রত্যেকটির একগুচ্ছ আলাদা আলাদা লক্ষণ রয়েছে।
এই সমীক্ষায়, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১৬০০ জনের ডেটা ব্যবহার করা হয়েছে। এই সমস্ত ব্যক্তি করোনা দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং নিয়মিত তাদের লক্ষণগুলোর তথ্য একটি অ্যাপ্লিকেশনে আপডেট করেছিলেন। এই তথ্যগুলোর উপর ভিত্তি করেই এই গবেষণা চালানো হয়।
এই ছয় প্রকার কোভিড-১৯ এবং এর লক্ষণগুলো
১) জ্বর বিহীন ফ্লু ('Flu-like'with no Fever)
এর লক্ষণগুলো হলো - মাথা যন্ত্রণা, পেশীর ব্যথা, গলা ব্যথা, কাশি, বুকে ব্যথা, ঘ্রাণ শক্তি চলে যাওয়া, জ্বর না থাকা।
২) জ্বর যুক্ত ফ্লু ('Flu-like'with fever)
এর লক্ষণগুলি হলো - মাথা যন্ত্রণা, কাশি, গলা ব্যথা, খিদে চলে যাওয়া, গলা ধরে যাওয়া, ঘ্রাণশক্তি চলে যাওয়া এবং জ্বর।
৩) গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (Gastrointestinal)
এর লক্ষণগুলো হলো - মাথাব্যথা, ক্ষুধা লোপ পাওয়া, ঘ্রাণশক্তি চলে যাওয়া, গলা ব্যথা, বুক ব্যথা, ডায়রিয়া, কিন্তু কাশিবিহীন।
৪) সিভিয়ার লেভেল ওয়ান, অবসাদ (Severe level one, fatigue)
এর লক্ষণগুলো হলো - মাথাব্যথা, জ্বর, কাশি, বুকে ব্যথা, গলা ধরে যাওয়া, ঘ্রাণশক্তি চলে যাওয়া এবং ক্লান্তি, অবসাদ।
৫) সিভিয়ার লেভেল টু, বিভ্রান্তি (Severe level two, confusion)
এর লক্ষণগুলো - মাথাব্যথা, ঘ্রাণশক্তি চলে যাওয়া, জ্বর, কাশি, গলা ব্যথা, বুক ব্যথা, গা হাত পা ব্যথা, পেশীর ব্যথা, ক্লান্তি, বিভ্রান্তি, গলা ভেঙে যাওয়া, খিদে চলে যাওয়া।
৬) সিভিয়ার লেভেল থ্রি, পেট ও শ্বাস-প্রশ্বাস যুক্ত (Severe level three, abdominal and respiratory)
এর লক্ষণগুলো হলো - মাথাব্যথা, জ্বর, কাশি, গলা ভেঙে যাওয়া, ক্ষুদা লোপ, ঘ্রাণশক্তি চলে যাওয়া, গলা ব্যথা, বুক ব্যথা, পেশী ব্যথা, ক্লান্তি, বিভ্রান্তি, ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং পেটে ব্যথা।
গবেষকরা উল্লেখ করেছেন যে, এই ছয় প্রকারের সংক্রমণের তীব্রতার মাত্রা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং এই সমস্ত রোগীর শ্বাস-প্রশ্বাসের সমস্যার ক্ষেত্রে অক্সিজেন বা ভেন্টিলেটর দ্বারা চিকিৎসা করা প্রয়োজন রয়েছে। গবেষকরা আরো বলেছেন যে, চার, পাঁচ এবং ছয় নম্বর প্রকারের কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূরীকরণের জন্য উপরোক্ত সহায়তা গ্রহণ আবশ্যক।
সূত্র : বোল্ডস্কাই