সাবধান! স্যানিটাইজারে অন্ধও হয়ে যেতে পারেন

অন্য এক দিগন্ত ডেস্ক | Jul 20, 2020 07:04 pm
সাবধান! স্যানিটাইজারে অন্ধও হয়ে যেতে পারেন

সাবধান! স্যানিটাইজারে অন্ধও হয়ে যেতে পারেন - ছবি : সংগৃহীত

 

ফসলে যাতে পোকা না ধরে তার জন্য কীটনাশক ব্যবহার করা হয়। কিন্তু সেই ফসল মানুষের শরীরের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে। ঠিক তেমনই, স্যানিটাইজার ক্ষতিকারক ভাইরাসকে দমন করতে পারে। কিন্তু সেই দমন মূলক বিষ কী আদৌ শরীরের জন্য যথাযথ! স্যানিটাইজারের মধ্যে থাকে অ্যালকোহল। ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ড স্যানিটাইজার থেকে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে। স্যানিটাইজারের মধ্যে থাকা টক্সিক অ্যালকোহল শরীর স্বাস্থ্যের সমস্যার পাশাপাশি দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারে।

হ্যান্ড স্যানিটাইজারের ক্রমবর্ধমান ব্যবসা চলছে গোটা বিশ্বজুড়ে। এফডিএ সতর্ক করে দিয়েছে যে ইথানল (ইথাইল অ্যালকোহল) রয়েছে চিহ্নিত করা বেশ কিছু হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে। মিথেনলের সঙ্গে পরীক্ষায় যার ফলাফল পজেটিভ। যা ‘উড অ্যালকোহল’ নামেও পরিচিত। প্রকৃতপক্ষে, এফডিএ একটি পুনর্বিবেচনা তালিকা প্রস্তুত করেছে, যার প্রায় ৬৯টি হ্যান্ড স্যানিটাইজার পণ্য রয়েছে যা তারা গ্রাহকদের ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। ১৫ জুলাই, তালিকায় আরও দুটি পণ্য যুক্ত করা হয়েছে।

২ জুলাই, এফডিএ কমিশনার স্টিফেন এম হান, এমডি এক বিবৃতিতে বলেছিলেন : “গ্রাহক এবং স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের মিথানলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত নয়। এফডিএ অ্যালকোহল ভিত্তিক নিরাপদ হ্যান্ড স্যানিটাইজারগুলির সরবরাহ বাড়াতে নির্মাতা, ফার্মাসির স্টেট বোর্ড এবং জনসাধারণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ”

বহু আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিবেদন অনুসারে, আপনি যদি হাত স্যানিটাইজারগুলির বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে আসেন তবে আপনার বমি বমি ভাব মাথা ব্যথা, অন্ধত্ব, খিঁচুনি অনুভব হতে পারে। এমনকি কোমাতেও চলে যেতে পারেন আপনি।

মিথানল সস্তা, সম্ভবত সেই কারণেই কিছু অনভিজ্ঞ রসায়নবিদ এই বিপজ্জনক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করতে ব্যবহার করছেন। এটি ব্যবহারের ফলে যে প্রতিক্রিয়া হচ্ছে শরীরে সেদিকে খেয়াল করার সময় এসেছে।

মনে রাখবেন, এফডিএ স্যানিটাইজারে অনুমোদন দেয় না।


খেতে বসার আগে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন না

• করোনা ভাইরাস অতিমারীর মধ্যে নিজেকে সুস্থ রাখতে যেমন মাস্ক ব্যবহার করা অভ্যাস করে ফেলেছেন সাধারণ মানুষ, তেমনই তারা অভ্যাস করেছেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাও অভ্যাস করতে হয়েছে। অনেকের অবশ্য আগে থেকেই খাওয়ার আগে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা অভ্যাস।

• কিন্তু সেই অভ্যাসেই হতে পারে সর্বনাশ। গবেষকরা বলছেন, খেতে বসার সদ্য আগে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা একেবারেই উচিত নয়। কারণ, হ্যান্ড স্যানিটাইজারে থাকে অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল ও রাসায়নিক।

• সেগুলোর সাহায্য ব্যাকটেরিয়া বা ভাইসারের মৃত্যু হয় ঠিকই, কিন্তু খাবার সদ্য আগে সেটি ব্যবহার করলে হাতের মাধ্যমে সেটি চলে যেতে পারে পেটে। আর পেটে গেলেই হবে সমস্যা। হতে পারে পেটের রোগ।

• কিন্তু করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে তো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেই হবে। তাহলে উপায়?‌ চিকিৎসকরা বলছেন, সবচেয়ে ভালো উপায় সাবান দিয়ে হাত ধুয়ে নেয়া।

• কারণ, সাবান দিয়ে হাত ধুলে একদিকে যেমন ভাইরাসের মরণ হবে, তেমনই হাতে থাকবে না কোনো অ্যালকোহল বা রাষায়নিক দ্রব্য। ফলে খেতে বসার আগে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করে সাবান দিয়ে হাত ধোয়াই শ্রেয়।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও নিউজ ১৮


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us