যেসব রোগের চিকিৎসা লবণ
লবণ - ছবি : সংগৃহীত
ক্লোরাইড সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। শরীরে পানির সমতা বজায় রাখতে, অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকস্থলীর রস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদনে কোরাইড খুবই গুরুত্বপূর্ণ
হ ডায়রিয়া হলে শরীরে থেকে প্রচুর লবণপানি বের হয়ে যায়। তখন রোগীকে সোডিয়াম ক্লোরাইড বা লবণ দেয়া হয়
হ কলেরা রোগীকে সোডিয়াম ক্লোরাইড দেয়া হয়
হ ডায়াবেটিসের রোগীকে শিরাপথে স্যালাইন দেয়ার প্রয়োজন হলে নরমাল স্যালাইন বা সোডিয়াম ক্লোরাইড দেয়া হয়
হ রোগীর রক্তচাপ কমে গেলে সোডিয়াম ক্লোরাইড প্রদানের মাধ্যমে তার রক্তচাপ স্বাভাবিক করা হয়
হ প্রচণ্ড গরমে শরীরে মাংসপেশির সমস্যা দেখা দেয়। প্রচণ্ড ঘামের সাথে শুরু হয় মাংসপেশির ব্যথা ও খিঁচুনি। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য রোগীকে লবণপানি পান করানো হয় এবং খাবারে লবণের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়
হ গরমকালে স্বাভাবিকভাবে অতিরিক্ত ঘাম হওয়ার ফলে শরীর থেকে প্রচুর লবণ বেরিয়ে যায়। এর ফলে রক্তচাপ কমে যায়। প্রস্রাব কম হয় এবং মাংসপেশির খিঁচুনি হয়। এসব থেকে রেহাই পেতে সাধারণভাবে গরমকালে লবণপানি খেতে বলা হয়
হ গর্ভবতী মহিলার শরীর ব্যথা করলে, কিংবা পা, গোড়ালি ফুলে গেলে অথবা পিঠ ব্যথা করলে কিংবা কান্তি অনুভব করলে গোসলের পানিতে সামান্য লবণ মিশিয়ে নিলে ক্রমেই সমস্যা কেটে যায়
হ গলা ব্যথার জন্য আট আউন্স হালকা গরম পানিতে আধ চা চামচ লবণ মিশিয়ে গরগরা করলে গলাব্যথা কমে যায়
হ দাঁত পরিষ্কার করার জন্য দু’ভাগ বেকিং সোডার সাথে এক ভাগ লবণ গুঁড়ো করে মিশিয়ে দাঁত মাজলে দাঁত পরিষ্কার হয়, সেই সাথে প্লাক দূর হয় ও মাঢ়ি সুস্থ থাকে
হ নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করার জন্য বেকিং সোডার সাথে সমপরিমাণ লবণ মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করলে নিঃশ্বাস মধুর হয়
হ চোখের কান্তি দূর করার জন্য এক পাইন্ট পানিতে আধা চা চামচ লব্যণ মিশিয়ে ওই দ্রবণ দিয়ে কান্ত চোখ ধুয়ে ফেললে চোখের কান্তি দূর হয়
হ চোখের নিচে ফুলে গেলে এক পাইন্ট গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে দ্রবণ তৈরি করে তাতে প্যাড বা তুলা ভিজিয়ে ফোলা এলাকায় লাগালে ফোলা দূর হয়
হ পায়ে কান্তি অনুভব করলে কিংবা পায়ে ব্যথা করলে গরম পানিতে লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখলে পায়ের ব্যথা চলে যায়। পরে পা ঠাণ্ডা পানিতে ধুতে হবে
হ মৌমাছি হুল ফোটালে তাৎক্ষণিক জায়গাটিতে লবণ লাগালে ব্যথা কমে যায়
হ বিষাক্ত লতার চুলকানি ও জ্বালা থেকে রেহাই পেতে আক্রান্ত স্থানে লবণ লাগালে উপকার পাওয়া যায়
হ মুখের ত্বকের সজীবতা বাড়াতে অলিভ অয়েলের সাথে সমপরিমাণ লবণ মিশিয়ে মুখের ত্বক এবং গলায় হালকা ম্যাসাজ করলে ত্বক উজ্জীবিত হয়। পাঁচ মিনিট পর ত্বক ধুয়ে ফেলতে হবে
হ ‘সল্ট ওয়েস্টিং’ রোগগুলোতে উচ্চমাত্রার সোডিয়াম ও পানি গ্রহণের প্রয়োজন হয়। এসব ক্ষেত্রে রোগীকে সোডিয়াম কোরাইড দেয়া হয়।