'বন্ধু' বাইডেনের জন্য ওবামার রেকর্ড!

অন্য এক দিগন্ত ডেস্ক | Jun 24, 2020 09:02 pm
'বন্ধু' বাইডেনের জন্য ওবামার রেকর্ড!

'বন্ধু' বাইডেনের জন্য ওবামার রেকর্ড! - ছবি : সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমক্র্যাটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের জন্য এক লাখ পঁচাত্তর হাজারেরও বেশি ব্যক্তিগত দাতাদের কাছ থেকে রেকর্ড পরিমাণ চাঁদা ৭৬ লাখ ডলার সংগ্রহ করেছেন। ওবামা ভার্চুয়াল তহবিল সংগ্রহের সময় বলেন, আমি এ কথাই বলতে চাই যে আমরা যদি কাজ করি, তা হ’লে সাহায্য কোনো ব্যাপার নয়। তিনি বলেন, এ দেশের ক্ষত উপশমের জন্য এবং দেশটিকে সঠিক পথে আবার নিয়ে আসার জন্য আমি আমার বন্ধু জো বাইডেন ছাড়া আর কারো উপর সে রকম আস্থা রাখতে পারছি না।

মঙ্গলবারের এই চাঁদা সংগ্রহের ঘটনায় আবার বোঝা যাচ্ছে ওবামা তার জনপ্রিয়তাকে তার সাবেক ভাইস প্রেসিডেন্টের জন্য কিভাবে ব্যবহার করছেন। ওবামার টিম বলছে যে এটি সূচনা কেবল এবং তারা শরৎকাল ধরে এই প্রক্রিয়া চালিয়ে যাবেন । ওবামা কেবল যে বাইডেনকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে সাহায্য করতে চান তাই নয়, তিনি প্রতিনিধি পরিষদ এবং সিনেটে ডেমক্র্যাট পদপ্রার্থিদেরও সাহায্য করতে চান। ডেমক্রাটরা বিশ্বাস করেন, ওবামার আবেদন বিশেষ করে কৃষাঙ্গ ও তরুণ ভোটারদের মধ্যে বাইডেনের জন্য শক্তি জোগাবে।

এপ্রিল মাসেই এক ভিডিওবার্তায় ওবামা বাইডেনের প্রতি তার সমর্থন জানান। কিন্তু প্রাইমারি নির্বাচন জুড়ে তিনি নীরবই থাকেন এবং জাতীয় রাজনীতি থেকে নিজেকে দূরে রাখেন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি আবার সামনে চলে এসছেন মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েডের হত্যার পর তিনি পুলিশ এবং নাগরিক অসন্তোষ সম্পর্কে খোলামেলা ব্ক্তব্য রেখেছেন। কোন কোন ডেমক্র‌্যাট বলছেন, ফ্লয়েড হত্যার পরিপ্রেক্ষিতে বাইডেনের পক্ষে ওবামার সমর্থনের প্রয়োজন রয়েছে।

তবে ওবামার এই পুনঃআবির্ভাবে বাইডনের জন্য ঝুঁকিপূর্ণও হতে পারে। এর ফলে ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানকারীরা এই বলে রাজনৈতিক আক্রমণ করতে পারেন যে ওবামা প্রশাসনের নীতিতে আমেরিকার মধ্যবিত্তদের গুরুত্ব দেয়া হয়নি । গুরুত্ব দেয়া হয়নি বিদেশে আমেরিকার স্বার্থের দিকেও।

ফিনিক্সের রাজনৈতিক সমাবেশে ট্রাম্পের ভাষণ

অ্যারিজোনা অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনিক্সের একটি মেগা চার্চ মিলনায়তনে তিন হাজার তরুণ সমর্থকদের উদ্দেশ্যে মঙ্গলবার বিকেলে তার নির্বাচনী প্রচার অভিযানের ভাষণ দিয়েছেন। ঐ অনুষ্ঠানে উপস্থিত মাত্র কয়েকজনকে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে যদি ফিনিক্সি শহর কর্তৃপক্ষ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।

ড্রিম সিটি চার্চে আয়োাজিত ঐ অনুষ্ঠান সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা বা অনুমতি শহর কর্তৃপক্ষ দেয়নি কারণ শহর কোনো রকম রাজনৈতিক অনুষ্ঠানের অনুমতি দিয়ে থাকে না। এই অনুষ্ঠানের আগেই ফিনিক্সের মেয়র কেট গ্যালেগো আরো বলেন, যদিও আমি মনে করি এই মাপের অনুষ্ঠান আয়োজন করাটা নিরাপদ নয় , বিশেষেত যখন অ্যারিজোনায় কভিড সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী, তবু প্রেসিডেন্ট তার সমাবেশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মেয়র বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে, বিশেষত প্রেসিডেন্টসহ সকল নির্বাচিত কর্মকর্তাকে মাস্ক পরা উচিৎ।

ট্রাম্প ঐ অনুষ্ঠানে মঞ্চে ৯০ মিনিট থাকার সময়ে এই মহামারি সম্পর্কে সামান্যই কথা বলেছেন। একপর্যায়ে তিনি চীনের উহানে প্রথম চিহ্নিত এই মহামারিকে কুং ফ্লু বলে উল্লেখ করেন। এই আপত্তিকর শব্দটি তিনি প্রথম উচ্চারণ করেন শনিবার ওকলাহোমার টুলসায় এক জনসমাবেশে।

সূত্র : ভিওএ


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us