যুক্তরাষ্ট্রের হাত থেকে শ্রীলঙ্কাকে যেভাবে ছিনিয়ে নিচ্ছে চীন

প্যাট্রিক মেন্ডিস ও ডোমিনিক রিচেনব্যাচ | Jun 24, 2020 08:33 am
যুক্তরাষ্ট্রের হাত থেকে শ্রীলঙ্কাকে যেভাবে ছিনিয়ে নিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রের হাত থেকে শ্রীলঙ্কাকে যেভাবে ছিনিয়ে নিচ্ছে চীন - প্রতীকী ছবি

 

শ্রীলঙ্কা মধ্য জুনে করোনাভাইরাস প্রতিরোধে আরেক দফা চীনা তৈরী ফেস মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম পেয়েছে। এতে আবারো প্রমাণিত হলো যে বেইজিংয়ের পররাষ্ট্রনীতি ও ‘দানের কূটনীতিতে’ শ্রীলঙ্কা হলো গুরুত্বপূর্ণ টার্গেট।

চীনের অব্যাহত ইন্দো-প্যাসিফিক সম্প্রসারণ ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) বিকাশ আরো ত্বরান্বিত হয়েছে ‘হেলথ সিল্ক রোড’ চালুর মাধ্যমে। আবার এর ফলে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনাও বেড়ে গেছে। ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল রুটের কৌশলগত অবস্থানে থাকা শ্রীলঙ্কাকে মার্কিন রাষ্ট্রদূত অ্যালিস ওয়েলস উল্লেখ করেছিলেন গুরুত্বপূর্ণ রিয়েল এস্টেট হিসেবে। আর দ্বীপ দেশটি এখন চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার অন্যতম কেন্দ্র।

উত্তেজনা বৃদ্ধি ও রাজনৈতিক আনুকূল্য প্রদান
শ্রীলঙ্কার প্রশাসন ২০১৯ সালের আগে ছিল ওয়াশিংটনপন্থী এবং যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিক চুক্তি করতে আগ্রহী থাকত। উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৭ সালে আমেরিকানপন্থী সিরিসেনা-বিক্রমাসিঙ্গে প্রশাসন খুশিমনে যুক্তরাষ্ট্রের সাথে আরো ১০ বছরের জন্য অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং এগ্রিমেন্ট (এসিএসএ) করেছিল। এই চুক্তির ফলে লজিস্টিকস সরবরাহ, সাপোর্ট, রিফুয়েলিঙের ব্যবস্থা ছিল। এতে ইন্দো-প্যাসিফিকে কর্মরত মার্কিন সামরিক অভিযানের জন্য সুবিধা হয়।
এর মাত্র দুই বছর পর বেইজিংপন্থী গোতাবায়া রাজাপাকসা প্রশাসন মার্কিন সহযোগিতার উদ্যোগ প্রত্যাখ্যান করে। তারা যুক্তরাষ্ট্রের বদলে চীনের সাথে থাকতে বেশি আগ্রহ প্রকাশ করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে সোফা চুক্তিতে আবদ্ধ হতে অস্বীকৃতি জানায় শ্রীলঙ্কা।

টাকা দুনিয়াকে বদলে দেয়
শ্রীলঙ্কার চীনের দিকে ছুটে যাওয়া কোনো অবাক করা বিষয় নয়। করোনাভাইরাস প্রমাণ করেছে, চীনকে অস্বীকার করা যায় না। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে কলম্বো প্রশাসন বর্তমান আর্থিক ঋণ ও ভাইরাস প্রতিরোধে চীনা সরকারের কাছ থেকে সহায়তা কামনা করে।
এর মাত্র কয়েক দিনের মধ্যেই চীনা সরকার সাড়া দিয়ে ১০ বছরের জন্য শ্রীলঙ্কার ৫০০ মিলিয়ন ডলারের ঋণে ছাড় দেয়।
এছাড়া শ্রীলঙ্কাকে বিপুল পরিমাণে চিকিৎসা সামগ্রী প্রদান করে চীন। শ্রীলঙ্কার করোনা নিয়ন্ত্রণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করে চীন।
শ্রীলঙ্কায় চীনা সহায়তার তুলনায় যুক্তরাষ্ট্রের সাহায্য ছিল খুবই অপ্রতুল। চীনা সহায়তা যেখানে ছিল ৫০০ মিলিয়ন ডলার, সেখানে যুক্তরাষ্ট্রের ছিল মাত্র ৫.৮ মিলিয়ন ডলার। ফলে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চীনের দিকে ঝুঁকে পড়া ছাড়া আর কোনো উপায় ছিল না শ্রীলঙ্কার সামনে।

নতুন অংশীদারিত্ব
হাম্বানতোতা বন্দরকে কেন্দ্র করে চীনা ঋণ ফাঁদের উদাহরণ নিয়ে বেশ আলোচনায় ছিল শ্রীলঙ্কা। চীনা ঋণ শোধ করতে না পেরে ২০১৭ সালে কৌশলগত বাণিজ্যিক রুটে অবস্থিত হাম্বানতোতা বন্দরটি চীনের কাছে ইজারা দেয় শ্রীলঙ্কা।
কিন্তু সমালোচনার মধ্যেও চীনের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক অব্যাহতভাবে ঘনিষ্ঠ হতে থাকে। কয়েক দিন আগে চীন ও শ্রীলঙ্কা প্রতিষ্ঠা করে চীন-শ্রীলঙ্কা বেল্ট অ্যান্ড রোড পলিটিক্যাল পার্টিস জয়েন্ট কনসাল্টেশন মেকানিজম। তারা গত ১১ জুন এ নিয়ে প্রথম বৈঠকও করে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে।

করোনাভাইরাসের প্রেক্ষাপটে পরিষ্কার হয়ে গেছে যে চীন আন্তর্জাতিক নেতৃত্বের এজেন্ডা বাস্তবায়নে তার লক্ষ্যপানে এগিযে চলেছে। আর তা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সুনাম ও যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক- উভয়টির জন্যই ক্ষতিকারক। এ প্রসঙ্গে সান তজুর একটি উদ্ধৃতির কথা স্মরণ করা যেতে পারে : যদি শত্রুর মিত্র থাকে, তবে সমস্যাটি মারাত্মক ও শত্রুর অবস্থান শক্তিশালী হয়। আর শত্রুর কোনো বন্ধু না থাকে, তবে সমস্যাটি ছোট এবং শত্রুর অবস্থান দুর্বল। মনে হচ্ছে এশিয়া-প্যাসিফিকজুড়ে কৌশলগত মার্কিন মিত্রতা দুর্বল করে দিচ্ছে চীন, আর তাতে উল্লেখযোগ্য দেশ হলো শ্রীলঙ্কা।

ন্যাশনাল ইন্টারেস্ট

 

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us