অনাকাঙ্ক্ষিত ঘটনায় শেষ হয়ে গিয়েছিল তার ক্যারিয়ার

অন্য এক দিগন্ত ডেস্ক | Jun 22, 2020 05:26 pm
আকিব জাভেদ

আকিব জাভেদ - ছবি : সংগৃহীত

 

ক্রিকেট ক্যারিয়ারে ম্যাচ পাতানোর জন্য দামি গাড়ি ও কোটি-কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। কিন্তু ফিরিয়ে দিয়েও বিপাকে পড়েন তিনি। তার ক্যারিয়ারকে বড় হতে দেননি জুয়াড়িরা। তিনি জানান, ‘ম্যাচ পাতানোর জন্য ক্যারিয়ারে অনেক বড় ধরনের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি সেই পথে যাইনি। কিন্তু না গিয়ে বিপাকে পড়েছি। আমার ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছে জুয়াড়িরা।’

সম্প্রতি ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টান্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক কর্মকর্তা জানিয়েছে, জুয়াড়িদের ঘাঁটি ভারতে। আর ক্রিকেট ইতিহাসে ম্যাচ পাতানোর প্রস্তাবের সাথে সবচেয়ে বেশি জড়িয়েছে পাকিস্তানের ক্রিকেটাররাই।

আইসিসি এমন বক্তব্যের ম্যাচ পাতানো নিয়ে মুখ খুললেন পাকিস্তানের পেসার আকিব। ১৯৮৮ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর ১৯৯৮ সালে অবসর নেয়ার আগে পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট ও ১৬৩টি ওয়ানডে খেলেছেন আকিব।

এই ১০ বছরের ক্রিকেট ক্যারিয়ার ম্যাচ পাতানোর প্রস্তাবও পেয়েছেন আকিব। ক্রিকেট ছাড়ার ২২ বছর পর এসে সেই কথা বললেন তিনি। স্থানীয় একটি নিউজ চ্যানেলে সাক্ষাৎকারে আকিব বলেন, ‘ ক্রিকেট সেলিম পারভেজ নামের সাবেক একজন ক্রিকেটারের মাধ্যমে ম্যাচ পাতানোর জন্য প্রস্তাব পেয়েছিলাম। ম্যাচ পাতানোর জন্য আমার সামনে একজন ক্রিকেটারকে দামি গাড়ি এবং কোটি-কোটি রুপিও দেয়া হয়। আমাকেও বলা হয়েছিল ম্যাচ পাতানোর জন্য। কিন্তু আমি তাতে রাজি হইনি।’

রাজি হলে হয়তো ভবিষ্যতে বিপাকে পড়তেন আকিব। কিন্তু রাজি না হয়েও যে, বিপাকে পড়েছেন তিনি। কিভাবে বিপাকে পড়লেন, সেটিও জানালেন আকিব, ‘আমি যখন ম্যাচ পাতানোর প্রস্তাবে রাজি হয়নি, তখন আমাকে বলা হয়, আমার ক্যারিয়ার শেষ করে দিবে। পাকিস্তানের পেস অ্যাটাকের প্রধান সারির পেসার হবার পরও ১০ বছরের বেশি ক্রিকেট ক্যারিয়ার গড়তে পারিনি। ম্যাচ পাতানোর সাথে না জড়ানোর কারণে জুয়াড়িরা আমার ক্যারিয়ারটাই শেষ করে দিয়েছে।’

সেলিম পারভেজ নামের সেই ক্রিকেটার ১৯৮০ সালে পাকিস্তানের হয়ে ১টি ওয়ানডেও খেলেন। অবশ্য ২০১৩ সালে ৬৫ বছর বয়সে মারা যান তিনি।
১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আকিব। ম্যাচ পাতানোর বিরোধিতাও করেছিলেন দাবি করে আকিব জানান, ‘ক্রিকেট ক্যারিয়ারে ম্যাচ পাতানোর প্রস্তাবের পর এর বিরুদ্ধে কথা বলি আমি। সকলে সম্মিলিতভাবে সোচ্চার করার চেষ্টাও করেছি। ম্যাচ পাতানোর বিরোধিতা করার জন্য অনেক সফর থেকে আমাকে বাদও দেয়া হয়। আমার সঙ্গে যারা চলাফেরা করতো তাদেরও তিরস্কার করা হতো। এজন্যই আমার ক্যারিয়ার দীর্ঘ হয়নি।’

পাকিস্তানের হয়ে ২২ টেস্টে ৫৪টি ও ১৬৩ ওয়ানডেতে ১৮২টি উইকেট শিকার করেছিলেন ৪৭ বছর বয়সী আকিব।

সূত্র : এএফপি


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us