পাকিস্তানের জন্য সাবমেরিন-বিধ্বংসী অত্যাধুনিক রণতরী বানাচ্ছে তুরস্ক
পাকিস্তানের জন্য সাবমেরিন-বিধ্বংসী অত্যাধুনিক রণতরী বানাচ্ছে তুরস্ক - সংগৃহীত
পাকিস্তান নৌবাহিনীর জন্য চারটি মিলজেম এডা ক্লাস কোরভেটের প্রথমটি নির্মাণ অনুষ্ঠান তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে বলে পাকিস্তান নৌবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে।
পাকিস্তান নৌবাহিনীর মিডিয়া শাখার বিবৃতিতে বলা হয়, ইস্তাম্বুল নেভাল শিপিয়ার্ডের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের চিফ নেভাল ওভারসিস (তুরস্ক), কমোডর সৈয়দ রিজওয়ান খালিদসহ দুই দেশের সিনিয়র ও সামরিক কর্মকর্তারা।
পাকিস্তান গত ২০১৮ সালের জুলাই মাসের তুরস্কের রাষ্টায়ত্ত প্রতিষ্ঠান আসফাতের সাথে চারটি মিলজেম ক্লাস জাহাজ নির্মাণের চুক্তি করে। ৯৯ মিটার লম্বা ও ২৪ হাজার টন ডিসপ্লেসমেন্ট সক্ষমতার জাহাজগুলোর গতি হবে ২৯ নটিক্যাল মাইল।
মিলজেম সাবমেরিনবিধ্বংসী যুদ্ধ ফ্রিগেট রাডারে ধরা পড়ে না। ফলে এগুলো পাকিস্তান নৌবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতকা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
চারটির মধ্যে দুটি কোরভেট নির্মাণ করা হবে তুরস্কে, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাকি দুটি হবে পাকিস্তানে।
বিবৃতিতে বলা হয, পাকিস্তানে কোরভেট নির্মাণের ফলে স্থানীয় জাহাজ নির্মাণ শিল্প গতিশীল হবে, করাচি শিপিয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের সক্ষমতা বাড়বে।
বিবৃতিতে বলা হয়, এসব জাহাজ প্রযুক্তিগত দিক থেকে হবে খুবই আধুনিক। এগুলো ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশ্বের ১০টি দেশের একটি হিসেবে তুরস্ক তার নিজস্ব জাতীয় সক্ষমতায় রণতরী নির্মাণ, নক্সা প্রণন ও রক্ষাণাবেক্ষণ কাজ করতে পারে।
আনাদুলু এজেন্সি
তুরস্ক ও যুক্তরাষ্ট্র সরবরাহ না করলে চীন থেকে অ্যাটাক্ট হেলিকপ্টার কিনবে পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও তুরস্ক যদি অর্ডার দেয়া যথাক্রমে টি-১২৯ ও এএইচ-১জেড সরবরাহ না করতে পারে তবে চীনের কাছ থেকে জেড-১০ অ্যাটাক হেলিকপ্টার কিনবে পাকিস্তান। এক সিনিয়র কর্মকর্তা ২৬ ফেব্রুয়ারি জানিয়েছেন।
চীনা নির্মিত জেড-১০ অ্যাটাক হেলিকপ্টার হবে টি-১২৯ ও এএইচ-১জেড-এর বিকল্প।
লন্ডনে আইকিউপিসি ইন্টারন্যাশনাল মিলিটারি হেলিকপ্টার সম্মেলনে পাকিস্তান এভিয়েশনের কমান্ডার মেজর জেনারেল সৈয়দ নাজিব আহমদ বলেন, এটি তাদের কাছে একটি বিকল্প হিসেবে রয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর পুরনো বেল এএইচ-১ কোবরা হেলিকপ্টারগুলো পরিবর্তন করা মরিয়া হয়ে প্রয়োজন। এগুলোর বয়স ৩০-এর বেশি হয়ে গেছে। এসব হেলিকপ্টার সেনাবাহিনীকে কাছাকাছি অবস্থানে থেকে সহায়তা করতে পারলেও আট হাজার ফুটের উপরে এগুলো কাজ করতে পারে না।
তবে হেলিকপ্টারের সমস্যা কাটাতে পাকিস্তান ২০১৭ সালে রাশিয়ার কাছ থেকে চারটি এমআইএল এমআই-৩৫ ক্রয় করে। বাকি ঘাটতি তারা এএইচ-১জেড, টি-১২৯ ও জেড-১০ দিয়ে পূরণ করতে চায়।
২০১৬ সালের জানুয়ারিতে ঘোষনঅ করা হয়েছিল যে ১২টি এএইচ-১জেডের জন্য চুক্তি করা হয়। আর ২০১৭ সালের এপ্রিলে জেনের খবরে বলা হয় যে ১২টি হেলিকপ্টারের প্রথম তিনটি ২০১৭ সালের মাঝামাঝি সরবরাহ করা হবে। এরপর দ্বিতীয় অর্ডার অনুসরণ করা হবে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান টানাপোড়েনের কারণেই মার্কিন হেলিকপ্টারগুলো পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে।
জেন্স ডিফেন্স