তাইওয়ান নিয়ে চীনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক | May 21, 2020 05:51 am
তাইওয়ান নিয়ে চীনের হুঁশিয়ারি

তাইওয়ান নিয়ে চীনের হুঁশিয়ারি - সংগৃহীত

 

চীন থেকে তাইওয়ানের বিচ্ছিন্নতা বেইজিং কখনো মেনে নেবে না। দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এর দায়িত্ব নেয়ার পর মূল ভূখণ্ডের তাইওয়ানবিষয়ক শীর্ষ কমিটির এক মুখপাত্র গতকাল বুধবার এ কথা বলেন।

চীন গণতান্ত্রিক স্বায়ত্তশাসিত দ্বীপটিকে তার ভূখণ্ডের অংশ মনে করে এবং তারা মূল ভূখণ্ডের সাথে এর পুনরেকত্রীকরণের কথা বারংবার বলেছে। প্রয়োজনে তারা সামরিক শক্তি ব্যবহার করার কথাও বলছে। তাইওয়ান সংক্রান্ত অফিসের মুখপাত্র ম্যা জিয়াওগুয়াংয়ের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, দেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় চীনের যথেষ্ট সক্ষমতা রয়েছে। ম্যা বলেন, শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের জন্য ব্যাপক ছাড় দেয়ার ব্যাপারে চীনের আগ্রহ থাকলেও তাইওয়ানের স্বাধীনতার জন্য বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আধা-স্বায়ত্তশাসিত হংকং নগরী শাসনে ব্যবহৃত রাজনৈতিক কাঠামোর কথা উল্লেøখ করে তিনি আরো বলেন, ‘‘চীন ‘শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ’ এবং ‘এক দেশ, দুই শাসন পদ্ধতি’ নীতি মেনে চলবে।’’

সূত্র : এএফপি

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি নিয়ে ফ্রান্সকে চীনের হুঁশিয়ারি
রয়টার্স 

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করার ব্যাপারে ফ্রান্সকে সতর্ক করেছে চীন। দেশটি বলেছে, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করলে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। বিশ্বের প্রায় সব দেশ ‘এক চীন নীতি’কে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বকে স্বীকার করে।

তাইওয়ান বেশির ভাগই আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনে তবে ১৯৯১ সালে ফ্রান্সের কাছ থেকে ৬টি ফ্রিগেট কিনেছিল। এ ছাড়া ১৯৯২ সালে ফ্রান্সের কাছ থেকে ৬০টি মিরেজ জঙ্গিবিমান কিনেছিল। এসব ঘটনায় চীন ফ্রান্সের ওপর ক্ষুব্ধ হয়। গতমাসে তাইওয়ান ঘোষণা করেছে, তারা ফ্রান্সের কাছ থেকে জাহাজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার যন্ত্রপাতি কিনবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, তাইওয়ানের কাছে যেকোনো ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির বিরোধিতা করে তার দেশ। তিনি বলেন, ‘আমরা আশা করি এক চীন নীতি মেনে চলবে ফ্রান্স ও তাইওয়ানের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না।’ এ দিকে তাইওয়ান বলেছে তার প্রতিরক্ষা চাহিদা পূরণ করার জন্য ফ্রান্স থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেছে তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলেনি।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us