করোনা জেনারেল ডা. পলিন

শরীফ চৌধুরী, চাঁদপুর | May 17, 2020 09:49 am
ডা. পলিন

ডা. পলিন - নয়া দিগন্ত

 

বিশ্বব্যাপী মহামারী করোনা (কোভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাবকালে নিরলস পরিশ্রম ও সাধারণ মানুষের পাশে থেকে আন্তরিকতার সাথে সেবা দেয়ায় “করোনা জেনারেল” উপাধিতে ভূষিত হলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডাঃ সাজেদা বেগম পলিনকে 'করোনা জেনারেল' উপাধিতে ভূষিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহ্রিয়ার কবীর চট্রগ্রাম বিভাগের ১৪ জন স্বাস্থ্য কর্মকর্তাকে 'করোনা জেনারেল' উপাধিতে ভূষিত করেন। তাদের মধ্যে চাঁদপুরের ডাঃ সাজেদা বেগম পলিন একজন। জাতির এই ক্রান্তিকালে মানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করায় ওইসব স্বাস্থ্য কর্মকর্তাকে 'করোনা জেনারেল' হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের ছবিসহ গত ৬ মে বিভাগীয় পরিচালক সোস্যাল মিডিয়ায় প্রকাশ করেন। ডাঃ হাসান শাহরিয়ার কবীর তাদের 'করোনা জেনারেল' স্বীকৃতি দিয়ে বলেন, 'এরা আমাদের চট্রগ্রাম বিভাগের এক ঝাঁক করোনা জেনারেল। স্যালুট তোমাদের, এ ক্রান্তিলগ্নে আর্তমানবতার পাশে নির্ভিক জেনারেল হিসেবে দাঁড়ানোর জন্যে।

ডাঃ সাজেদা বেগম পলিন এই স্বীকৃতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তার বিভাগীয় পরিচালক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি কাজ করি নিজের তাগিদে। আমরা চিকিৎসকরা মানবসেবার যে ব্রত নিয়ে এ পেশায় যোগদান করেছি, সেটি যদি কর্মক্ষেত্রে এসে বাস্তবে রূপ দিতে পারি, তখন নিজের কাছে ভালো লাগে। দেশের জনগণের প্রতি আমার যে দায়বদ্ধতা, তা পূরণ করতে পারলে নিজেকে ধন্য মনে করি। কোভিড-১৯ নামে যে মহামারী আমাদের উপর চেপে বসেছে, এমন দীর্ঘ সময়ের মহামারী অতীতে কখনো মোকাবেলা করিনি এদেশের জনগণ। একটু অসাবধানতা এবং অসতর্কতার কারণে যে কোনো সময় যে কেউ এ ভাইরাসে আক্রান্ত হতে পারে। এমন ঝুঁকি নিয়েও আমরা কাজ করছি, জনগণের পাশে থাকছি। যখন যে মুহূর্তে ডাক আসে, তখনই ছুটে যাই কর্তব্য পালনে।

ডা. পলিন তার সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার স্বামী চাঁদপুরের আড়াইশ' শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ও করোনাভাইরাস বিষয়ে ফোকালপার্সন ডাঃ এএইচএম সুজাউদ্দৌলা রুবেল। তিনিও একইভাবে বর্তমান করোনা পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ক্রান্তিলগ্নে ঝুঁকির মাঝেও ডাঃ রুবেল দিনরাত করোনা নিয়ে কাজ করছেন। তিনি মনে করেন, এই স্বীকৃতি তার মনোবলকে আরো বাড়িয়ে দেবে। এই স্বীকৃতি’র জন্য ডাঃ সাজেদা বেগম পলিন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার আগ থেকেই এটি নিয়ে কাজ করছেন ডাঃ সাজেদা বেগম পলিন। প্রথমে বিদেশ থেকে দেশে চলে আসা লোকদের চিহ্নিত করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করতে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে তথা তাঁর তত্ত্বাবধানে থাকা মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের নিয়ে তিনি কাজ শুরু করেন। এরপর শুরু হয় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে করোনার উপসর্গ থাকা মানুষদের থেকে নমুনা সংগ্রহ করার কাজ। শুধু তাই নয়, করোনা উপসর্গ নিয়ে অথবা করোনায় আক্রান্ত হয়ে সদর উপজেলার কেউ মারা গেলে বিশেষ ব্যবস্থায় তাদের দাফন কাফনের কাজটি সম্পন্নও তাঁর তত্ত্বাবধানে হয়ে থাকে।

একই সাথে করোনায় আক্রান্ত হওয়া ব্যক্তির বাসা-বাড়ি লকডাউন করা এবং তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার কাজটিও তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ ও সমন্বয় করে সম্পন্ন করার দায়িত্ব পালন করে আসছেন। এ ক্ষেত্রে ডাঃ সাজেদা বেগম পলিন নিষ্ঠার সাথে তাঁর সকল দায়িত্ব পালন করছেন। তবে সবচেয়ে ব্যতিক্রম যে কাজটি তিনি করেছেন, সেটি হচ্ছে- তিনি 'কোভিড-১৯ হেল্পলাইন ইউএইচএফপিও, চাঁদপুর সদর' নামে একটি ফেসবুক পেজ চালু করে প্রতিদিন এর মাধ্যমে জনগণের সামনে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য বার্তা তুলে ধরছেন। প্রতিদিন অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই পেইজে লাইভে এসে আবার অনেকে ভিডিও বার্তা পাঠিয়ে জনগণের উদ্দেশে করোনাভাইরাসের নানা বিষয়ে কথা বলে থাকেন। ডাঃ পলিন নিজেও লাইভে আসেন এবং তার অধীনস্থ সহকারী সার্জনরা পর্যায়ক্রমে আসেন লাইভে। ডা. পলিনের এই উদ্যোগটি বেশ সাড়া পেয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। করোনার সময়ে তার এসব যুগান্তকারী পদক্ষেপের কারণেই তাকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে 'করোনা জেনারেল' হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার আগ থেকেই এটি নিয়ে কাজ করছেন। রোগীদের সেবায় দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তার এই যুগান্তকারী পদক্ষেপের কারণেই তাঁকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে 'করোনা জেনারেল' হিসেবে স্বীকৃতি দেয়া হয়। চট্টগ্রাম বিভাগের ১৪জন স্বাস্থ্য কর্মকর্তাকে করোনাযুদ্ধের জেনারেল উপাধি দেন। এদের মধ্যে ডা. সাজেদা বেগম পলিন অন্যতম।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us