ব্রাজিলের জঙ্গলে নতুন ভাইরাস! মৃত্যু হতে পারে অসংখ্য মানুষের
ব্রাজিলের জঙ্গল - সংগৃহীত
করোনাভাইরাস প্রতিনিয়ত তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এই অতিমারীর সঙ্গে লড়াইয়ে এখনো অনেক পথ চলা বাকি। কিন্তু তার মাঝেই খবর এলো নতুন মারণ ভাইরাসের।
• এবার জঙ্গল থেকে নতুন রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। আশঙ্কা করেছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। তারা বলেছেন, ‘আমাজনের রেইন ফরেস্ট থেকে নতুন করে ছড়িয়ে পড়তে পারে নতুন মারণ রোগ।’
• হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, অত্যাধিক মাত্রায় জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ার কারণেই এই রোগ ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে। এক সময় জঙ্গল ছিল, এমন এলাকায় শহুরে সভ্যতা ঢুকে পড়লেই নতুন করে ছড়াতে পারে ভাইরাস।
• এই তালিকায় তারা করোনা ভাইরাসকেও ধরেছেন। তারা মনে করেন, চীনের হুবেই প্রদেশে যেভাবে জঙ্গল ধ্বংস করে নগর সভ্যতা তৈরি করে ফেলা হয়েছে, তাতেই এই ভাইরাস বেশি ছড়িয়ে পড়েছে।
• বিজ্ঞানী ডেভিড লাপোলা জানিয়েছেন, আমাজন বিভিন্ন মারণ ভাইরাসের আঁতুড়ঘর। তাই সেই জঙ্গল ধ্বংস করে মানুষ অন্যায় করছে। তারা বুঝতে পারছে না, সেখান থেকেই নতুন করে অতিমারী ছড়াতে পারে বিশ্বে।
• গত বছরই ভয়ঙ্কর দাবানলে ক্ষতিগ্রস্ত হয় আমাজনের রেইন ফরেস্ট। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো ক্ষমতা দখলের প্রথম বছরেই ব্রাজিলে জঙ্গল ধ্বংসের পরিমাণ বাড়ে ৮৫ শতাংশ। সব মিলিয়ে মানুষের বদঅভ্যাসের কারণেই প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা।
করোনা হয়তো কোনো দিনই পৃথিবী থেকে যাবে না
করোনা ভাইরাসের নানা ওষুধ নিয়ে ট্রায়াল চলছে৷ ভ্যাকসিন নিয়েও প্রচুর গবেষণা চলছে৷ এরই মধ্যে মোটামুটি অপ্রিয় সত্যিটা জানিয়েই দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)৷ করোনা ভাইরাসের নানা ওষুধ নিয়ে ট্রায়াল চলছে৷ ভ্যাকসিন নিয়েও প্রচুর গবেষণা চলছে৷ এরই মধ্যে মোটামুটি অপ্রিয় সত্যিটা জানিয়েই দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)৷
করোনা ভাইরাসের নানা ওষুধ নিয়ে ট্রায়াল চলছে৷ ভ্যাকসিন নিয়েও প্রচুর গবেষণা চলছে৷ এরই মধ্যে মোটামুটি অপ্রিয় সত্যিটা জানিয়েই দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, যে ভাবে HIV ভাইরাস পৃথিবীতে চিরস্থায়ী হয়ে গিয়েছে, সেভাবেই করোনা ভাইরাসও চিরস্থায়ী হয়ে যেতে পারে৷ কোনও দিনও পৃথিবী থেকে ভাইরাসটি দূর হবে না৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, যে ভাবে HIV ভাইরাস পৃথিবীতে চিরস্থায়ী হয়ে গিয়েছে, সেভাবেই করোনা ভাইরাসও চিরস্থায়ী হয়ে যেতে পারে৷ কোনও দিনও পৃথিবী থেকে ভাইরাসটি দূর হবে না৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, যে ভাবে HIV ভাইরাস পৃথিবীতে চিরস্থায়ী হয়ে গিয়েছে, সেভাবেই করোনা ভাইরাসও চিরস্থায়ী হয়ে যেতে পারে৷ কোনো দিনও পৃথিবী থেকে ভাইরাসটি দূর হবে না৷
তা হলে কি লকডাউনের প্রয়োজন নেই? মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, আরো বেশি দিন লকডাউন চললে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছারখার হয়ে যাবে৷
হু-এর বক্তব্য, একটি ভ্যাকসিন বা ওষুধ হয়তো স্বস্তি দেবে৷ প্রচুর ডলার আয় হবে৷ কিন্তু তার পরেও পৃথিবী থেকে করোনা বিদায় নেবে না৷ হু-এর বক্তব্য, একটি ভ্যাকসিন বা ওষুধ হয়তো স্বস্তি দেবে৷ প্রচুর ডলার আয় হবে৷ কিন্তু তার পরেও পৃথিবী থেকে করোনা বিদায় নেবে না৷]
সূত্র : নিউজ ১৮