ফোঁস করে উঠলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক | May 13, 2020 05:54 am
ফোঁস করে উঠলেন ট্রাম্প

ফোঁস করে উঠলেন ট্রাম্প - সংগৃহীত

 

করোনাভাইরাস সঙ্কট সামাল দিতে নাকানি-চুবানি খাচ্ছে আমেরিকা। মঙ্গলবার পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন প্রায় ৮২ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ছুঁতে চলেছে। সোমবার এই বিপর্যস্ত পরিস্থিতি নিয়ে প্রশ্ন শুনেই ফোঁস করে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর জবাব, ‘আমাকে কেন জিজ্ঞাসা করছেন? এই প্রশ্ন আপনি চীনকে জিজ্ঞাসা করুন। আমাকে জিজ্ঞাসা করবেন না।’ সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। তখনই চীনের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেজাজ হারান তিনি।

এদিকে, দেশের অর্থনীতিকে ফের সচল করতে সাধারণ মানুষকে কাজে ফেরার আর্জি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু, সংক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই ধরনের পদক্ষেপে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। সেকথাই সত্যি হওয়ার ইঙ্গিত মিলছে। নতুন আক্রান্তদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মাংস ও পোলট্রি প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ করোনার শিকার হয়েছেন। সেই সঙ্গে, অস্টিন, টেক্সাসের বহু নির্মাণকর্মীও নতুন আক্রান্তদের তালিকায় রয়েছেন। এর মধ্যে হোয়াইট হাউসের তিন সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর আতঙ্ক আরো বেড়েছে। এদিন ট্রাম্পের বৈঠকেও সকলেই মাস্ক পরে, সামাজিক দুরত্ব বজায় রেখে বসলেও ট্রাম্প নিজে মাস্ক পরেননি। তবে, করোনা নিয়ন্ত্রণে নিউ ইয়র্ক শহরে জুন মাস পর্যন্ত লকডাউন জারি থাকবে।

এদিকে, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪২ লক্ষ ৭৩ হাজারে পৌঁছে গিয়েছে। পাশাপাশি, মৃত্যু হয়েছে ২ লক্ষ ৮৭ হাজার ৬১৬ জনের। দেশের নিরিখে আমেরিকার পরেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ব্রিটেনে। এদিন পর্যন্ত সেখানে ৩২ হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গোটা বিশ্বে যখন মারণ ভাইরাসের ভ্যাকসিনের জন্য হাহাকার শুরু হয়েছে, তখন যথেষ্ট উদ্বেগের কথা শোনালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তার কথায়, করোনার জন্য ভ্যাকসিন পেতে কমপক্ষে এক বছর লাগবে। আবার এর কোনও ভ্যাকসিন আবিষ্কার নাও হতে পারে। তাই প্রতিষেধক ও ওষুধের জন্য অপেক্ষা না করে সকলকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে, রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালে আগুন লেগে পাঁচজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। পাশাপাশি, রাশিয়ায় মারণ ভাইরাসের প্রকোপ ক্রমশ বাড়ছে। মঙ্গলবারও সেখানে নতুন করে ১০ হাজার ৮৯৯ জন আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে মৃত্যু হয়েছে ১০৭ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩২ হাজার ২৪৩ এবং প্রাণ হারিয়েছেন ২ হাজার ১১৬ জন। অন্যদিকে, সিঙ্গাপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। পরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। ইতিমধ্যেই সেদেশে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৬৭১ জন এবং প্রাণ হারিয়েছেন ২১ জন।

পাশাপাশি, দক্ষিণ কোরিয়ায় ফের সংক্রমণ শুরু হয়েছে। এদিন আরো ২৭ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ১১ হাজারে পৌঁছে গেল। সেই সঙ্গে বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীকে দু’সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চীনেও নতুন করে ১৬ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, মেক্সিকোতে করোনায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ১১১ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৬৬ জন ডাক্তার ও ১৬ জন নার্স রয়েছেন। বাকিরা স্বাস্থ্যকর্মী। নেপালেও করোনা আক্রান্তের সংখ্যা ১৯১-তে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, জিম ও সেলুনকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত করেছে ব্রাজিল সরকার। তবে, কন্ট্যাক্ট ট্রেসিংয়ের যথাযথ ব্যবস্থা না করে যেভাবে একের পর এক দেশ লকডাউন শিথিল করছে, তাতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মতামত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

সূত্র : বর্তমান

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us