করোনা পরীক্ষার হারে গোটা বিশ্বে পিছনের সারিতে ভারত

নিজস্ব প্রতিবেদক | May 10, 2020 06:06 am
করোনা

করোনা - সংগৃহীত

 

পশ্চিমবঙ্গে করোনার পরীক্ষা কম হচ্ছে, এ কথা বলে ভারতের কেন্দ্রীয় সরকার বারবার কাঠগড়ায় তুলছে রাজ্যকে। কিন্তু খোদ কেন্দ্রীয় সরকার বা নির্দিষ্টভাবে বললে আইসিএমআর কি সেই দোষ থেকে মুক্ত? একটি পরিসংখ্যানের দিকে তাকালেই পরিষ্কার হয়ে যাবে, আসলে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই অযথা বারবার পশ্চিমবঙ্গকে অপদস্থ করছে কেন্দ্র।

লকডাউনের সময় করোনা সংক্রান্ত তথ্য পেতে নির্ভরযোগ্য ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। সেই সূত্রে জানা যাচ্ছে, প্রতি ১০ লক্ষ জনসংখ্যার অনুপাতে পরীক্ষার হারে ঠিক কতটা পিছিয়ে কেন্দ্র তথা কোভিড পরীক্ষার সামগ্রিক দায়িত্ব পাওয়া শীর্ষ চিকিৎসা গবেষণাসংস্থা আইসিএমআর!

সকাল-সন্ধ্যা দেশের বিভিন্ন রাজ্যের কোভিড ‘তথ্যসমৃদ্ধ’ একটি পৃষ্ঠা সোশ্যাল মিডিয়ায় দিয়ে তাতে পশ্চিমবঙ্গের অংশে লাল দাগ দিয়ে দেখানো হচ্ছে, করোনা পরীক্ষার হার এখানে সর্বনিম্ন। আইসিএমআর-এর মোট করোনা পরীক্ষার হিসেব বিশ্বের বহু দেশের করোনা পরীক্ষার সংখ্যা ও জনসংখ্যার অনুপাতে পরীক্ষার হারের তালিকায় নিচের দিক থেকে প্রথম সারিতে! খুব কম দেশই আছে, যাদের জনসংখ্যার অনুপাতে (প্রতি দশ লক্ষ) করোনা পরীক্ষার হার ভারতের তুলনায় কম!

শনিবার রাজ্যের করোনা মোকাবিলায় গঠিত গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ডের আহ্বায়ক ও বিশেষজ্ঞ কমিটির সদস্য ডাঃ সুকুমার মুখোপাধ্যায় বলেন, একপেশে দোষ দিলে হবে? আইসিএমআর কবে, কতটা কিট সরবরাহ করেছে, সেই হিসেব আগে দেখুক। তারপর তো র‌্যাপিড নিয়ে একপ্রস্থ চলল। এপ্রিল মাসে যেখানে আমাদের পরীক্ষার সংখ্যা ঩ছিল দিনে ২০০-২৫০, মে মাসে তা বেড়ে হয়েছে দিনে প্রায় চার হাজার। তাছাড়া কেন অন্য দেশের তুলনায় এ দেশে জনসংখ্যা অনুপাতে করোনা পরীক্ষা কেন এত কম, তা দেখবে না? আইসিএমআর-এর মিডিয়া সংক্রান্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডঃ লোকেশ শর্মা বলেন, এ বিষয়ে যা বলবার ডিজি ডাঃ বলরাম ভার্গভ বা অন্যতম শীর্ষকর্তা ডাঃ গঙ্গা খেদকর বলবেন। ডাঃ খেদকর ও ডাঃ ভার্গব কেউই ফোন ধরেননি।

ওয়ার্ল্ডোমিটার সূত্রে জানা যাচ্ছে, জ্ঞান-বিজ্ঞান, অর্থ, প্রতিপত্তির বিচারে পৃথিবীর সেরা দেশ আমেরিকা, রাশিয়া, ইতালি, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়ারা করোনা যুদ্ধে ধরাশায়ী হলেও জনসংখ্যার অনুপাতে কোভিড পরীক্ষার হারে ভারতের তুলনায় অনেক এগিয়ে।

ওয়ার্ল্ডোমিটারের শনিবার বিকেল সাড়ে চারটের হিসেব বলছে, আমেরিকায় ১০ লক্ষ জনসংখ্যা পিছু কোভিড পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৯৯ জনের। ইতালিতে ৪০ হাজার ৪৪০ জনের, ব্রিটেনে ২৪ হাজার ৩৪ জনের, ফ্রান্সে ২১ হাজার ২১৩ জনের, অস্ট্রেলিয়ায় ৩১ হাজার ১৯৪ জনের, সংযুক্ত আরব আমিররাতে ১ লক্ষ ২১ হাজার ৩৩০ জনের। সেখানে ভারতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যাপিছু কোভিড পরীক্ষা হয়েছে মাত্র ১১০৪ জনের!

মোট কোভিড টেস্টের দিক থেকেও বহু দেশ ভারতের তুলনায় যোজন এগিয়ে। আমেরিকায় ৮৬ লক্ষ ৩৮ হাজার ৮৪৬ জনের, স্পেনে ১৯ লক্ষ ৩২ হাজার ৪৫৫ জনের, ইতালিতে ২৪ লক্ষ ৪৫ হাজার ৬৩ জনের, রাশিয়ায় ৫২ লক্ষ ২১ হাজার ৯৬৪, জার্মানিতে ২৭ লক্ষ ৫৫ হাজার ৭৭০ জনের করোনা পরীক্ষা হয়েছে এতদিনে। সেখানে ভারতে হয়েছে ১৫ লক্ষ ২৩ হাজার ২১৩ জনের (শনিবার বিকেল চারটে পর্যন্ত)।

সূত্র : বর্তমান

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us