ভারতে করোনায় কোন রাজ্যে কত জন মারা গেছে

নিজস্ব প্রতিবেদক | May 07, 2020 06:15 pm
ভারতে করোনায় কোন রাজ্যে কত জন মারা গেছে

ভারতে করোনায় কোন রাজ্যে কত জন মারা গেছে - সংগৃহীত

 

ভারতে বৃহস্পতিবার কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ হাজার ৭৮৩জনে এবং আক্রান্তের সংখ্যা মোট ৫২ হাজার ৯৫২জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃতের সংখ্যা ৮৯ জন এবং আক্রান্তের সংখ্য হাজার ৫৬১জন বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। খবর পিটিআই’র।

মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৫ হাজার ২৬৬জন সুস্থ হয়ে উঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৫ হাজার ৯০২জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘এ পর্যন্ত প্রায় ২৮.৮৩ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে।’ মন্ত্রণালয় জানায়, আক্রান্তদের ১১১ জন বিদেশীনাগরিক।
বুধবার সকাল থেকে মোট ৮৯ মৃতের মধ্যে মহারাষ্ট্রে ৩৪ জন,গুজরাটে ২৮জন, মধ্যপ্রদেশে ৯জন, উত্তরপ্রদেশ ও পশ্চিম বঙ্গে ৪জন করে, রাজস্থানে ৩জন, পাঞ্জাব ও তামিলনাড়ূতে ২ জন করে এবং দিল্লী, হরিয়ানা ও উড়িষ্যায় ১ জন করে মারা গেছে।

মোট মৃত ১ হাজার ৭৮৩ জনের মধ্যে সবচেয়ে বেশী প্রাণ হারিয়েছে মহারাষ্ট্রে। সেখানে ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে থাকা গুজরাটে ৩৯৬ জন, এরপর মধ্য প্রদেশে ১৮৫ জন, পশ্চিম বঙ্গে ১৪৪ জন, রাজস্থানে ৯২ জন, দিলীতে ৬৫জন, উত্তর প্রদেশে ৬০ জন এবং অন্ধ ্রপ্রদেশে ৩৬ জন মারা গেছে।
তামিলনাড়–তে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। তেলেঙ্গানায় ও কর্ণাটকে ২৯ জন করে মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত পাঞ্জাবে কোভিড-১৯ ভাইরাসে ২৭জন, জম্বু ও কাশ্মীরে ৮ জন, হরিয়ানায় ৭ জন এবং কেরালা ও বিহারে ৪ জন করে মারা গেছে।

এছাড়া ঝাড়খন্ডে কোভিড-১৯ ভাইরাসে ৩ জন প্রাণ হারিয়েছে। উড়িষ্যা ও হিমাচল প্রদেশে ২ জন করে মারা গেছে। মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, মেঘালয়, চন্ডিগড়, আসাম এবং উত্তরাখন্ডে ১ জন করে মারা গেছে।

ভারতে রাসায়নিক কারখানায় গ্যাস নির্গত ॥ ৫ জন নিহত, শত শত লোক হাসপাতালে
ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় গ্যাস নির্গত হওয়ার ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছে। কয়েকশত লোককে নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

বিশাখাপত্তম এর পুলিশ কর্মকর্তা স্বরুপ রনি বলেছেন,“আমরা এ পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি, পরে আরো জানা যাবে, তাছাড়া অন্তত ৭০ জনকে অচেতন অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। ২০০ থেকে ৫০০ স্থানীয় লোককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।”

সূত্র : এএফপি

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us