করোনা বিতর্কে বিধ্বস্ত ম্যাডোনা

নিজস্ব প্রতিবেদক | May 05, 2020 07:46 am
ম্যাডোনা

ম্যাডোনা - সংগৃহীত

 

 রক্তে করোনার অ্যান্টিবডি রয়েছে। তাই যাবতীয় সতর্কতার তোয়াক্কা না করেই জন্মদিনের পার্টিতে অংশ নিলেন পপ তারকা ম্যাডোনা। যা নিয়ে স্বাভাবিকভাবেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে ম্যাডোনা জানিয়েছিলেন, চিকিৎসকরা পরীক্ষা করে তার রক্তে করোনার অ্যান্টিবডি পেয়েছেন। এরপরই এদিন বিখ্যাত ফোটোগ্রাফার স্টিভেন ক্লেনের জন্মদিনের পার্টিতে যোগ দেন তিনি। সেই পার্টির ছবিতে দেখা যাচ্ছে, কেউই সামাজিক দূরত্বের বিধি মানছেন না। কখনো দীর্ঘদিনের বন্ধু তথা প্রতিবেশী ক্লেনকে জড়িয়ে, কখনো একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ম্যাডোনাকে। দু’জনেই নিউ ইয়র্কের ব্রিজহ্যাম্পটনে থাকেন। জন্মদিনের পার্টি ক্লেন না ম্যাডেনো, কার বাড়িতে হয়েছে, ছবিতে তা স্পষ্ট নয়। অধিকাংশ আমন্ত্রিতই ‘জুম’ অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন। তবে, সশরীরে উপস্থিতির তালিকায় ছিলেন ম্যাডোনা।

স্বভাবতই, সামাজিক দূরত্ব বিধিকে অগ্রাহ্য করে পার্টিতে যোগ দেয়ায় ম্যাডোনাকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ম্যাডোনার এই পদক্ষেপের সমালোচনা করে বলা হয়েছে, পার্টিতে উপস্থিত কারো মুখেই মাস্ক ছিল না। আর কেউই সেখানে সামাজিক দূরত্ব বিধি মানার প্রয়োজন বোধ করেননি। আমেরিকায় যেখানে করোনার কারণে মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে, আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেখানে ম্যাডোনার মতো একজন জনপ্রিয় ব্যক্তিত্ব কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করলেন, তা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন।

ম্যাডোনার সহকর্মী সেলেব্রিটি ম্যানেজার মাইকেল এল রুই একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘উনি নিজের বাড়িতেই ছিলেন। জন্মদিনের পার্টিতে যোগ দিতে তার বাড়িতে (অথবা ক্লেনের বাড়িতে) মাত্র জনা পাঁচেক ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে এক মাসের উপর ঘরবন্দি ছিলেন। তাই, দয়া করে পাগলামি বন্ধ করুন। ম্যাডোনা কখনোই নিজেকে এবং বাকিদের বিপদের মুখে ঠেলে দেবেন না।’

গত সপ্তাহেই ম্যাডোনা একটি ভিডিও পোস্ট করে জানান, ‘নমুনা পরীক্ষা করিয়েছি। আমার শরীরে করোনার অ্যান্টিবডি রয়েছে।’ তিনি আরো লেখেন, ‘তার লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কোভিড-১৯ সংক্রামিত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে চান।’

উল্লেখ্য, করোনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ম্যাডোনাকে অবশ্য আগেও কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এক কোয়ারেন্টাইন ভিডিওতে তিনি করোনা সংক্রমণের বিষয়ে বলেছিলেন, ‘আপনি কত বড় ধনী, কত জনপ্রিয়, কেমন স্মার্ট, কেমন মজার মানুষ, আপনি কোথায় থাকেন, আপনার বয়স কত, আপনি কত সুন্দর গল্প বলতে পারেন— এই রোগ এসবের তোয়াক্কা করে না। মানুষ বিদ্রূপ করে বলছে, এই ভাইরাস কোনো ভেদভেদ মানে না। বিলাসবহুল প্রাসাদে আপনাকে নিঃসঙ্গ জীবনযাপন করতে হবে।’

সেই তিনিই কেন এমন আচরণ করলেন, তা অনেকেরই বোধগম্য হচ্ছে না।

সূত্র : বর্তমান


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us