ব্রিটেনে করোনাভাইরাস : দুই পরিবারে এমন বিপর্যয়?

ব্রিটেন থেকে সংবাদদাতা | Apr 29, 2020 04:01 pm
ব্রিটেনে করোনাভাইরাস : দুই পরিবারে এমন বিপর্যয়?

ব্রিটেনে করোনাভাইরাস : দুই পরিবারে এমন বিপর্যয়? - সংগৃহীত

 

ব্রিটেনে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জমজ দু’বোন মৃত্যুর পর এবার এক ঘন্টার ব্যবধানে আপন দুই ভাই এবং একই দিনে স্বামী - স্ত্রী মারা গেছে। আপন দুই ভাই মারা গেছে ওয়েলস রাজ্যের নিউপোর্ট শহরে আর স্বামী-স্ত্রী মারা গেছে রাজধানী লন্ডনের প্ল্যাইস্তো এলাকায়।

ব্রিটেনের ওয়েলস রাজ্যের নিউপোর্ট শহরের আপন দুই ভাই একই দিনে মাত্র এক ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেছেন। নিহত দুই ভাইয়ের একজনের নাম গোলাম আব্বাস (৫৯), অপর ভাইয়ের নাম রাজা আব্বাস (৫৩)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তারা উভয়ই রয়েল জয়েন্ট হাসপাতালের আইসিইউতে ছিলেন। গত ২১ এপ্রিল তাদের মৃত্যু হয়। দুই ছেলের মৃত্যুর তিন সপ্তাহ পূর্বে তাদের বাবা গোলাম মোহাম্মদ বয়স্কজনিত সমস্যায় মৃত্যুবরণ করেন।
দুই ভাই বিগত ২০ বছর যাবত নিউপোর্টের অ্যাভনমাউত এর পিল এলাকায় নিউজএজেন্ট সপ পরিচালনা করে আসছিলেন। একারনে কমিউনিটির প্রায় সবার কাছে তারা সুপরিচিত ছিলেন। তাদের উভয়কেই সেন্ট উলোস কবরস্থানে পিতার কবরের পাশে দাফন করা হয়েছে। দাফন ও জানাজা নামাজে পরিবারের অল্প সংখ্যক সদস্য উপস্থিত থাকতে পেরেছিলেন।

গোলাম আব্বাসের স্ত্রী ও দুই মেয়ে এবং রাজা আব্বাসের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

গোলাম আব্বাসের মেয়ে রোখসার আব্বাস হোসাইন বিবিসিকে বলেন, আমি জানতাম না আমাদের পরিবার কমিউনিটিতে এত সুপরিচিত ছিল। কমিউনিটিতে পরিবারের অবদান যে কতটুকু ছিল তা এখন বুঝতে পারছি। কমিউনিটির সবাই সহমর্মিতা জানাচ্ছেন। এমন কি স্থানীয় এমপি ও কাউন্সিলররা আমার বাবা ও চাচার জন্য আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করছে । আমরা আমাদের বাবা-চাচা ও দাদার জন্য গর্ববোধ করছি।
রাজা আব্বাসের স্ত্রী নিকোলা মিনচের বিবিসিকে বলেন, রাজা একজন ভদ্র ও উদার মনের মানুষ ছিলো। মানুষের কোনো প্রয়োজনে এবং বিপদে রাজা তার সর্বশক্তি দিয়ে সাহায্য করতো সত্যিই সে অতুলনীয় ভদ্র মানুষ ছিল। সে আমাদের কাছে হিরো।

উল্লেখ্য, মৃতু দুই ভাইয়ের বাবা গোলাম মোহাম্মদ ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ইসলামিক সোসাইটি অফ ওয়েলস মস্কের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

এদিকে রাজধানী লন্ডনের প্ল্যাইস্তো এলাকার বাসিন্দা এক দম্পতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার মারা গেছে। ৬৯ বছর বয়স্ক স্বামী ক্যান হিল ইস্ট হ্যামের রয়েল ব্রিটিশ লেজিউনের সেক্রেটারি ছিলেন আর ৭২ বছরের স্ত্রী বেটি হিল নিউহ্যাম কাউন্সিলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তাদের দাম্পত্য জীবন ছিলো ৪২ বছরের।
ওই দম্পত্তি ২২ মার্চ একসাথে দু'জনই অসুস্থ বোধ করলে এম্বুলেন্স ডাকে। ডাক্তাররা তাদের নিউহ্যাম ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে গেলে উভয়ের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। বেটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কয়েক দিন পর ইন্টেন্সিভ কেয়ারে নেয়া হয়। অপরদিকে ক্যানের অবস্থা খারাপ না থাকায় তাকে বাসায় পাঠিয়ে দেয়া হয়। পৃথকভাবে তাদের চিকিৎসা চলাবস্থায় উভয়ের শারীরিক অবস্থা খারাপ হয়ে ২ এপ্রিল তারা মারা যান।
তাদের একমাত্র মেয়ে শ্যারন স্টিফেন্স (৫০) বাবা -মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তারা ছিলেন একে অপরের আত্মার আত্মীয়য়। যেকোনো কষ্টসাধ্য কাজ তারা একত্রে সহজে করে ফেলতেন। তারা প্রতিবছর অনেক মানুষ নিয়ে বিভিন্ন দেশে জাহাজে করে ট্রিপ দিতে ভালবাসতেন এবং ওই ট্রিপের আয়োজনে তারা সবাইকে বিভিন্ন কাজে সহায়তা করে তৃপ্তিবোধ করতেন।

ওই দম্পত্তির ৭ জন নাতি-নাতনি আছে আর দুজন পুতি আছে (নাতি-নাতনির ঘরের ছেলে মেয়ে)। তাদের মৃত্যুতে স্থানীয় এমপি রোখসানা ফয়েজ শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, ক্যানের সাথে কাজ করার সুবাদে আমরা তাদের সাথে অনেক সুপরিচিত ছিলাম। তারা খুবই ভাল মানুষ ছিলেন। এছাড়া ওয়েস্টহ্যাম ফুটবল ক্লাবও তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছে, তারা তাদের ফুটবল ক্লাবের খুবই প্রিয় ভক্ত ছিল।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us