করোনার মধ্যেই নতুন বিপদে যুক্তরাষ্ট্র!

নিজস্ব প্রতিবেদক | Apr 29, 2020 10:34 am
ট্রাম্প

ট্রাম্প - সংগৃহীত

 

করোনাভাইরাস সংক্রমণে নতুন বিপদ আমেরিকার সামনে। চিকিৎসকরা জানাচ্ছেন, সে দেশে ৩০ থেকে ৪০ বছরের যঁারা স্ট্রোকে মারা যাচ্ছেন, তাদেরও মৃত্যুর কারণ করোনা ভাইরাস। এর মানে, কোভিড থেকে স্ট্রোকও হতে পারে। এ খবর জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে হঠাৎ করে শিরা ছিঁড়ে মৃত্যুই হল স্ট্রোক। 

চিকিৎসকেরা জানাচ্ছেন, ৩০ এবং ৪০ বছর বয়স এমন অনেকেই হঠাৎ অত্যন্ত দুর্বল হয়ে পড়ছেন, নয়তো মারা যাচ্ছেন। দেখা গেছে, যে সব জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে, সেইসব এলাকার অন্য হাসপাতালগুলিতে অল্পবয়সি ও মাঝবয়সি স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। এতেই স্পষ্ট, ভাইরাসটিকে বুঝতেই পারছেন না চিকিৎসকেরা।

ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়েছে, এখন দেখা যাচ্ছে শত্রু অনেক বেশি শক্তিশালী। দেহের সব অঙ্গই অকেজো করে ফেলছে। এর আগে কোভিড–১৯ ও স্ট্রোকের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। তবে উহানের কয়েকটি হাসপাতালে দেখা গিয়েছিল, খুব অসুস্থ ও প্রবীণদের স্ট্রোক হচ্ছে। এখন অবশ্য এই বিষয়টি নিয়ে তথ্য প্রকাশ করতে চলেছে আমেরিকার তিনটি বড় মেডিক্যাল সেন্টার। তখন করোনাভাইরাস শরীরে ঢুকে কী কী ক্ষতি করছে, সে বিষয়ে নতুন তথ্য পাওয়া যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা রোগীদের ভয়ঙ্কর ধরনের স্ট্রোক হচ্ছে। এতে এক ধাক্কায় রক্ত সরবরাহ বন্ধ হয়ে মস্তিষ্কের একটা বড় অংশ অকেজো হয়ে রোগীর নড়াচড়া বন্ধ হয়ে যেতে পারে, কথা বন্ধ হয়ে যেতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও রোগী হারিয়ে ফেলতে পারেন। অনেকের মতে, কোভিড রোগীদের দেহের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধার কারণেই বাড়ছে স্ট্রোক। শিরায় জমাট বাঁধা রক্ত ছড়িয়ে পড়ছে দেহে। এর পর ফুসফুসে গিয়ে রোগীর শ্বাসপ্রশ্বাস বন্ধ করে দিচ্ছে। হার্টের কাছকাছি জমাট বাঁধা রক্ত থাকলে হার্ট অ্যাটাক হতে পারে। জমাট বাঁধা রক্ত হৃৎপিণ্ডের ওপরে উঠলে, তা পৌঁছে যায় মস্তিষ্কে। নিউ ইয়র্কের দমকল কর্মীরা এখন চারগুণ দেহ বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন। হয়তো এদের কারো কারো মৃত্যু হয়েছে স্ট্রোকেই। তবে ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর কারণ কোনো দিনই জানা যাবে না।‌

ট্রাম্পের ধারণা

তিনি ডাক্তার নন। বিজ্ঞানী, গবেষক, সংখ্যাতত্ত্ববিদ‌— কিছুই নন। তবু করোনাভাইরাসে আমেরিকায় মোট কতজন মারা যেতে পারেন, তার ভবিষ্যদ্বাণী করলেন। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যকেন্দ্রের দেয়া হিসেব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত আমেরিকায় ৫৬,২৪৫ জন করোনা–আক্রান্ত মারা গেছেন। তার ঠিক আগের দিন সন্ধেয় হোয়াইট হাউসের নিয়মমাফিক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন, তার মনে হচ্ছে, ৬০ থেকে ৭০ হাজার মানুষ মারা যাবেন আমেরিকায়।

তার পর বললেন, বিশেষজ্ঞদের যেখানে অনুমান ছিল ২২ লক্ষ লোক মারা যাবেন, তুলনায় ৬০–৭০ হাজার কিছুই নয়!‌ যদিও পরক্ষণেই নিজের স্বস্তি আড়াল করতে দুঃখপ্রকাশ করে ট্রাম্প বলেন, ‘‌৬০–৭০ হাজারও যথেষ্ট বেশি। একটি লোক মারা যাওয়াও দুঃসহ গুরুভার।’ অবশ্য আট দিন আগে ট্রাম্পই বলেছিলেন, তার মনে হচ্ছে ৫০–৬০ হাজার লোক মারা যাবেন। সংখ্যাটা এদিন ৫৬ হাজার পেরিয়েছে।

তবে মৃত্যু বাড়লেও আমেরিকায় করোনা সংক্রমণের প্রকোপ ক্রমশ কমছে। গত ২০ দিনে নতুন সংক্রমণের হার আর আগের মতো ঊর্ধমুখী নয়, বরং কিছুটা সমতল রেখায় চলেছে।

সূত্র : আজকাল


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us