করোনা-যুদ্ধে বিপুল সহায়তা করেছেন যেসব প্রখ্যাত মুসলিম ব্যক্তিত্ব
করোনা-যুদ্ধে বিপুল সহায়তা করেছেন যেসব প্রখ্যাত মুসলিম ব্যক্তিত্ব - সংগৃহীত
ভারতে মারণ ভাইরাস কোভিড নাইনটিনের বিরুদ্ধে লড়াইয়ে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই লড়াইয়ে এগিয়ে এসেছেন প্রখ্যাত মুসলিম ব্যক্তিত্বরাও। সরকারের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন শিল্পপতি আজিম প্রেমজি, অনাবাসী ভারতীয় শিল্পপতি ইউসুফ আলি এমএ, বলিউড সুপারস্টার শাহরুখ খান, আমির খান, সলমন খান, প্রসিদ্ধ গীতিকার তথা রাজ্যসভার সাবেক এমপি জাভেদ আখতার কিংবা ক্রিকেট তারকা ইরফান পাঠানের মতো প্রসিদ্ধ ব্যক্তিত্বরা।
উইপ্রো গ্রুপের চেয়ারম্যান তথা অন্যতম ধনী ভারতীয় আজিম প্রেমজির নামাঙ্কিত ফাউন্ডেশনের তরফে করোনা মোকাবিলায় বিপুল পরিমাণ আর্থিক সহায়তা করা হচ্ছে। টাকার অঙ্কে এর পরিমাণ ১ হাজার ১২৫ কোটি রুপি। জানা গিয়েছে, এর মধ্যে এক হাজার কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে আজিম প্রেমজি ফাউন্ডেশনের তরফে। এছাড়া উইপ্রো এন্টারপ্রাইজ ১০০ রুপি এবং উইপ্রোর তরফে ২৫ কোটি রুপি সহায়তা করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের অনাবাসী ভারতীয় শিল্পপতি ইউসুফ আলি এমএ ২৫ কোটি টাকা দান করছেন প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ডে। এছাড়া কেরল সরকারের ত্রাণ তহবিলে ১০ কোটি রুপি এবং উত্তরপ্রদেশ সরকারের ত্রাণ তহবিলে ৫ কোটি রুপি সহায়তা প্রদানের কথা ঘোষণা করা হয়েছে ইউসুফ আলি এমএ-এর নেতৃত্বাধীন সংস্থা লুলু গ্র&পের তরফে।
করোনা-যুদ্ধে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলিউডও। বলিউডের সুপারস্টার শাহরুখ খানের নেতৃত্বধীন সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট, কলকাতা নাইট রাইডার্স, মীর ফাউন্ডেশন ও রেড চিলিস ভিএফএক্সের তরফে পশ্চিমবঙ্গ সরকার ও মহারাষ্ট সরকারকে করোনা মোকাবিলায় ৫০ হাজার পিপিই কিটস দেয়া হচ্ছে। এছাড়া মীর ফাউন্ডেশনের তরফে কমিউনিটি কিচেন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে সাড়ে পাঁচ হাজার দরিদ্র পরিবারকে রান্না করা খাবার খাওয়ানো হবে। মীর ফাউন্ডেশন দিল্লিতে দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেবে অত্যাবশ্যকীয় সামগ্রী। এছাড়া প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ডে নগদ টাকা দেয়ার কথাও ইতিমধ্যে ঘোষণা করেছেন শাহরুখ।
বলিউডের মুসলিম তারকাদের মধ্যে আমির খান, সালমান খানও সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। ইতিমধ্যে পিএম কেয়ারস ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন ওরা। প্রবাসী শ্রমিকদের সহায়তা করতেও এগিয়ে এসেছেন আমির খান। নিজের হাতে গড়া স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দিন আনা, দিন খাওয়া মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড তারকা সলমন খানও।
বলিউডের প্রসিদ্ধ গীতিকার তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ জাভেদ আখতার করোনা জেরে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত তিন হাজারের বেশি বিপদগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
মানবিকতায় পিছিয়ে নেই ক্রীড়াজগৎও। ক্রিকেট তারকা ইরফান পাঠান স্বাস্থ্য দফতরকে চার হাজার মাস্ক প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যক্তিগতভাবে এগিয়ে আসা মুসলিম সম্প্রদায়ের প্রখ্যাত মানুষজন ছাড়াও করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল জামাত-ই-ইসলামি হিন্দ, জমিয়ত উলেমায়ে হিন্দের মতো একাধিক মুসলিম সংগঠন।
সূত্র : পূবের কলম