অনুসারীদের যে নির্দেশনা দিলেন মাওলানা সাদ কান্ধলভী

নিজস্ব প্রতিবেদক | Apr 28, 2020 04:02 am
মাওলানা সাদ কান্ধলভী

মাওলানা সাদ কান্ধলভী - সংগৃহীত

 

রোববার তাবলিগ জামায়াতের প্রধান মাওলানা সাদ কান্ধলভীর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হয়েছে।একটি বেসরকারি পরীক্ষাগারে করা পরীক্ষায় এই ফল পাওয়া গেছে।

তাবলিগ জামায়াতের প্রধান নিজামুদ্দিন মারকাজ করোনভাইরাস সংকটের মধ্যে বিশ্ব-জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং এনফোর্সমেন্ট অধিদপ্তরসহ বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তদন্ত চলছে।

তবে তার আইনজীবী ফুজাইল আহমেদ আইয়ুবি বলেছেন ,তারা পুলিশকে সহযোগিতা করছেন এবং তদন্তকারী সংস্থাগুলি মাওলানাকে তদন্তে যোগ দিতে বলেননি।

এদিন মৌলানার আইজীবী জানিয়েছেন, মাওলানা সাদের করোনা টেস্টিং হয়েছে। ফলাফলে জানা গিয়েছে, তিনি কোভিড ১৯ মুক্ত। টেস্টে মৌলানাকে কোভিড নেগেটিভ বলে জানানো হয়েছে।

মৌলানা সাদের আইনজীবী আরও জানিয়েছেন যে, তাঁর মক্কেল 'নিখোঁজ' নন। তাঁর মক্কেল মাওলানা সাদকে যে নিখোঁজ বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভ্রান্ত বলে দাবি করেছেন তিনি। আইনজীবী জানিয়েছেন, দিল্লি পুলিশ কেবলমাত্র তাঁকে নোটিস পাঠিয়েছে , কোনও সমন পাঠায়নি।

সংবাদ সংস্থা আইএএনএসকে দেয়া সাক্ষাত্কারে মাওলানা সাদ বলেছেন : “এটাকে ষড়যন্ত্র বলা যায় কিনা তা আমি নিশ্চিত নই। অতীতে এমন একাধিক ঘটনা ঘটেছে যেখানে গণমাধ্যমের দ্বারা একজন ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং দোষী বলে ঘোষণা করা হয়েছে।পরে কেবল সঠিক এবং প্রাসঙ্গিক সত্যেরই জয় হয়েছে। আদালতের রায়ে সত্যেরই জয় হয়।”মারকাজ প্রধান বলেছেন যে, তারা দেশের বিচার ব্যবস্থাতে বিশ্বাসী এবং সত্যই টিকে থাকবে।

মাওলানা সাদ তার অনুসারীদের, যাদের করোনভাইরাস পজিটিভ হয়েছে এবং সুস্থ হয়ে উঠেছেন, তাদের (কোভিড -১৯) অন্যান্য রোগীদের চিকিৎসার জন্য তাদের প্লাজমা দান করতে বলেছেন।তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্দলভি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে যে প্রচার করা হয়েছিল তা ভ্রান্ত বলে এখন প্রমাণিত হল ,বলেছেন তার আইনজীবী।মারকাজ ইউটিউব চ্যানেলে সাদের দুটি অডিও ক্লিপস প্রকাশ করা হয়েছে।

এর একটিতে মাওলানা সাদ তাবলিগের সাথীদের করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলতে এবং জনসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানান ।সাদ বলেন, ‘সন্দেহাতীতভাবে বিশ্বে যা ঘটছে তা মানবতার অপরাধের ফল। আমাদের বাড়িতে থাকা উচিত, আল্লাহর ক্রোধকে শান্ত করার এটিই একমাত্র উপায়। চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং সরকারের প্রশাসনের সহযোগিতা করা উচিত। আমাদের সাথীরা যেখানেই থাকুক না কেন তাদের প্রশাসনের নির্দেশনা মেনে চলা উচিত। যেখানেই থাকুন না কেন কোয়ারেন্টাইনে চলে যান, এটা ইসলাম ও শরিয়তের বিপক্ষে নয়।’

সাদ এই অডিও ক্লিপসে আরো জানান, তিনি দিল্লিতেই রয়েছেন। এক চিকিৎসকের পরামর্শ মেনে কোয়ারিন্টনে ছিলেন।

উল্লেখ্য,মার্চের মাঝামাঝি দিল্লির নিজামউদ্দিন মারকাজের বাঙ্গালাওয়ালি মসজিদে এক ইজতেমার আয়োজন করেছিলেন সাদ ও তার অনুসারীরা। সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগে সাদ ও তার সাত অনুসারীর বিরুদ্ধে নোটিশ দিয়েছে দিল্লি পুলিশ।

সূত্র : পূবের কলম


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us