বিজেপির বিরুদ্ধে ক্ষিপ্ত আরব প্রিন্সেস, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক | Apr 24, 2020 09:30 am
প্রিন্সেস হেন্দ আল কাসিমি

প্রিন্সেস হেন্দ আল কাসিমি - সংগৃহীত

 

ভারতে মুসলিমবিরোধী প্রচারণার বিরুদ্ধে এবার ক্ষেপেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রিন্সেস হেন্দ আল কাসিমি। তিন আরব বিশ্বের নেটিজেনদের নেতৃত্ব দিচ্ছেন সামাজিক মাধ্যমে।

প্রিন্সেস হেন্দ আল কাসিমির বক্তব্যটি প্রকাশ পায় ১৬ এপ্রিল টুইটারে। এর সাথে ভারতীয় এক প্রবাসীর টুইটারে দেয়া হুমকির স্ক্রিনশটও জুড়ে দেয়া হয়। ওই প্রবাসী ‘ইসলামি তাবলিগি সন্ত্রাসীদের হত্যার’ হুমকি দিয়েছিলেন। উল্লেখ্য, ভারতে কোভিড-১৯ বৃদ্ধির জন্য তাবলিগি জামাতকে দায়ী করা হচ্ছে।
এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির এমপি তেজস্বী সূর্যের ২০১৫ সালের একটি টুইট অনলাইনে প্রচারিত হতে থাকে। তার মন্তব্যটি মর্যাদাহানিকর হিসেবে বিবেচিত হতে থাকে। তেজস্বী বলেছিলেন, ৯৫ ভাগ আরব নারী ‘গত কয়েক শ’ বছরে কখনো অর্গাজম উপভোগ করেনি।‘

দুবাইভিত্তিক নারী ব্যবসায়ী নূরা আলঘুরাইর উল্লেখ করেন, তেজস্বীর ওই মন্তব্য মর্যাদাহানিকর। তিনি তাকে ‘আরব ভূমি সফরের বিরুদ্ধে’ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এরপর তেজস্বী মন্তব্যটি টুইটার থেকে সরিয়ে ফেলেন।
হায়দরাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের প্রধান আফরোজ আলম বলেন, উপসাগরীদের দেশগুলো ভারতের সাথে ভালো সম্পর্ক রক্ষা করে চলে এবং মুসলিম প্রধান্যপূর্ণ কাশ্মির অঞ্চলে নয়া দিল্লির দমন অভিযানের নিন্দা কখনো করেনি বা এমনকি ২০১৪ সাল থেকে বিজেপি শাসনে মুসলিমদের ওপর হামলার বিরুদ্ধেও কথা বলেনি।

কিন্তু এখন ভারতে মুসলিমবিরোধী প্রচারণার বিরুদ্ধে আরবদের প্রকাশ্যে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। এটি নজিরবিহীন ও বেশি তাৎপর্যপূর্ণ বিষয়। চলতি সপ্তাহে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকজন প্রখ্যাত সাংবাদিক, আইনজীবী ও অ্যাক্টিভিস্ট ভারতীয় মুসলিমদের প্রতি খারাপ আচরণের বিষয়টি তুলে ধরেছেন সামাজিক মাধ্যমে।
তাদের অনেকে অকারণে মুসলিমদের হত্যার কথা বলেছেন, অনেকে বলেছেন, মুসলিমদের প্রতি আরএসএসের আক্রমণ অগ্রহণযোগ্য। তারা আরএসএসকে সন্ত্রাসী গ্রুপ আখ্যায়িত করে উপসাগরে তাদের নিষিদ্ধ করার আহ্বান জানান।

মঙ্গলবার ভারতে টুইটারে “#Islamophobia_in_India” ট্রেন্ড হতে থাকে। এটি আরো ক্ষোভের সৃষ্টি করে। কারণ এতে বলা হয় যে ভারতে কোভিড-১৯ ছড়িয়েছে মুসলিমরা। মোদি সম্প্রতি যদিও বলেছেন যে কোভিড-১৯-এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, কিন্তু তার কথায় তেমন কাজ হয়নি।
এই প্রেক্ষাপটে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি ইসলাফোবিয়া বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তবে ভারতের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি মঙ্গলবার বলেছেন, ‘সংখ্যালঘু ও মুসলিমদের জন্য ভারত হলো স্বর্গ।‘

উপসাগরীয় দেশগুলোতে এত দিন ধারণা ছিল যে ভারত হলো বৈচিত্র্যপূর্ণ, উদার দেশ। কিন্তু ওই ধারণা এখন বদলে যাচ্ছে। এমনকি ভারতের বন্ধু হিসেবে পরিচিত সৌদি আরবভিত্তিক প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক খালিদ আল মাইনা বলেন, ভারতের ওই খ্যাতি এখন নর্দমায় ডুবে গেছে।

তিনি বলেন, ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক হ্রাস পেয়ে মুসলিমদের বিরুদ্ধে বিজেপি ও আরএসএসের বিদ্বেষমূলক প্রচারণা গুরুত্ব পেতে শুরু করেছে। তিনি বলেন, এখানকার লোকজন সত্যিই ক্রুদ্ধ হয়ে আছে।

তবে সামাজিক মাধ্যমের এই ক্রোধ কি মধ্যপ্রাচ্যের সাথে ভারতের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে? উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোতে (সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সৌদি আরব) প্রায় ৮৯ লাখ ভারতীয় কাজ করে।

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us