পাকিস্তান সীমান্তে ভারতের অ্যাপাচির জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক | Apr 18, 2020 09:10 am
অ্যাপাচি

অ্যাপাচি - সংগৃহীত

 

ভারতীয় বিমান বাহিনীর একেবারে নতুন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তের কাছে পাঞ্জারেব পাঠানকোটের ঘাঁটি থেকে উড্ডয়নের এক ঘণ্টার মধ্যেই জরুরি অবতরণ করেছে।
এই হেলিকপ্টারের এ ধরনের দুর্ঘটনা এই প্রথম। প্রায় দুই বিলিয়ন ডলার দামে যুক্তরাষ্ট্রের কাছ থেকে হেলিকপ্টারগুলো কিনেছে ভারত।

ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু সুস্থ আছেন, কোনো সম্পত্তির ক্ষতি হয়নি।

এতে বলা হয়, হেলিকপ্টারটি প্রায় এক ঘণ্টা উড্ডয়নের পর বড় ধরনের ত্রুটির মুখে পড়ে পাঞ্জাবের ইন্দোরাতে নিরাপদে অবতরণ করে। হেলিকপ্টারটির পাইলট বেশ দক্ষতার সাথে যানটিকে নামিয়ে আনেন। প্রয়োজনীয় মেরামতির পর হেলিকপ্টারটি আবার ঠিক হয়ে গেছে।
ভারতীয় বিমান বাহিনী বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে পারে।
অ্যাপাচির জরুরি অবতরণের ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর সবচেযে পুরনো একটি হেলিকপ্টারও জরুরি অবতারণ করে।

অ্যাপাচি এএইচ ৬৪ই পুরোপুরি অ্যাটাক্ট হেলিকপ্টার। গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় বিমানবাহিনীতে এটি যুক্ত হয়। ২০১৫ সালে নরেন্দ্র মোদির করা চুক্তির অধীনে এগুলো আনা হয়।
ভারত ১৪,৯১০ কোটি রুপিতে ২২টি অ্যাপাচির অর্ডার দিয়েছিল। চলতি বছর সরবরাহ সম্পূর্ণ হবে। এর আগে ভারতীয় সেনাবাহিনী আরো ছয়টি অ্যাপাচির অর্ডার দেয়।

এএন/এপিজি-৭৮ লঙ্গবো ফায়ার কন্ট্রোল সিস্টেম থাকা এই হেলিকপ্টার নিঃশব্দে টার্গেটের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। তাদের আক্রমণ হয় নিখুঁত।
ভারত আগে রাশিয়ার এমআই-৩৫ পরিচালনা করত। এগুলো এখন অবসরের বয়সে চলে গেছে। তবে এগুলোকে পুরোপুরি অ্যাটাক্ট হেলিকপ্টার না বলে ‘অ্যাসাল্ট’ চপার বলা হতো।
কারণ এমআই-৩৫ অত্যন্ত সুরক্ষিত এলাকায় সৈন্য পরিবহন কাজে ব্যবহৃত হতো। তবে অ্যাপাচি দিয়ে আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে উভয় ভাবেই আক্রমণ করা যায়।

অ্যাপাচের সামনের দিকে থাকা ৩০০ মিমি কামান দুই মিনিটের কম সময়ে ১,২০০ রাউন্ড গুলিবর্ষণ করতে পারে। এতে ৭০ এমএম গাইডেড বা আনগাইডেড রকেটও থাকে। এক যাত্রাতেই এ ধরনের ৮০টি রকেট এটি বহন করতে পারে। তাছাড়া থাকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র।
ভারতীয় অ্যাপাচিতে এয়ার-টু-এয়ার স্টিনগার ক্ষেপণাস্ত্রও থাকে। ভারতীয় বিমান বাহিনীর চাহিদার আলোকে এই ব্যবস্থা রাখা হয়েছে। এতে থাকা অ্যাভিওনিক্স দিয়ে এসব ক্ষেপণাস্ত্র দিন বা রাতে শত্রুর টার্গেট চিহ্নিত করতে পারে ও আঘাত হানতে পারে।
দি প্রিন্ট

ভারতের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিক্রি উদ্বেগজনক, অঞ্চলকে অস্থিতিশীল করবে : পাকিস্তান
পাকিস্তান শুক্রবার বলেছে, ভারতের কাছে যুক্তরাষ্ট্রের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রি উদ্বেগজনক কাজ এবং তা এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

মার্কিন পররাষ্ট্র দফতর চলতি সপ্তাহে কংগ্রেসকে আঞ্চলিক হুমকি মোকাবিলার সামর্থ্য বাড়ানো ও প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য ভারতের কাছে ১৫৫ মিলিয়ন ডলারে হারপুন এয়ার-লঞ্চড জাহাজবিধ্বংস ক্ষেপণাস্ত্র ও মার্ক ৫৪ লাইটওয়েট টর্পেডো বিক্রি করবে।

পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র আয়েশা ফারুকি ইসলামাবাদে মিডিয়া ব্রিফিংয়ে বলেন যে ভারতের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র বিক্রি উদ্বেগজনক বিষয়।
তিনি বলেন, কারিগরি সহায়তা ও লজিস্টিক সহায়তাসহ এ ধরনের ক্ষেপণাস্ত্র বিক্রি করা হচ্ছে এমন এক সময়ে যখন মহামারি দমনে বিশ্বজুড়ে চেষ্টা চলছে। এটি বিশেষভাবে উদ্বেগজনক। এটি ইতোমধ্যেই উত্তপ্ত হয়ে পড়া দক্ষিণ এশিয়াকে আরো অস্থিতিশীল করে তুলবে।
ফারুকি আবারো বলেন, ভারতের ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ পরিচালনা করার খুবই সম্ভাবনা রয়েছে। অথচ পুরো বিশ্ব এখন করোনাভাইরাস দমনে নিয়োজিত।

তিনি বলেন, ভারতের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রির ফলে এই অঞ্চলকে আরো অস্থিতিলী করতে পারে বলেই আশঙ্কা করছে পাকিস্তান।

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us