মৃত নার্সের ‘সন্তান খুব ভালো আছে’

ব্রিটেন থেকে সংবাদদাতা | Apr 17, 2020 02:48 pm
করোনাভাইরাস

করোনাভাইরাস - সংগৃহীত

 

ব্র্রিটেনে মহামারী কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার দুপুর পর্যন্ত) আরও ৮৬১ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার। এতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৩ হাজার ৭২৯ জন। তবে স্কাই নিউজ নিউজে দেখা যায় গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭৪০ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮০, ওয়েলসে ৩২ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ১৮ জন। মোট হিসেব করলে দেখা যায় ৮৭০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬১৮। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ৩ হাজার ৯৩ জন। ওই সংখ্যা শুধুমাত্র হাসপাতালের আক্রান্ত ও মৃতের সংখ্যা পরিসংখ্যান করা হয়েছে। কেয়ার হোম ও বাসায় মৃত ও আক্রান্তের সংখ্যা গণনা করলে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারনা করছে ব্রিটেনের সাংবাদিক ও বিশ্লেষকরা।

ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্য মতে, বুধবার মৃতের সংখ্যা ছিলো ৭৬১ জন, মঙ্গলবার ছিলো ৭৭৮জন, সোমবার ৭১৭ জন, রোববার ৭৩৭ জন, শনিবার ছিলো ৯১৭ জন এবং বৃহস্পতিবার ছিলো সর্বোচ্চ ৯৮০জন।

এদিকে নভেল করোনাভাইরাস আক্রান্ত গর্ভবতী একজন নার্স সন্তান জন্ম দেয়ার পর মারা গেছেন। রোববার ইংল্যান্ডের লুটন শহরের ডানস্টেবল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ম্যারি আগিএইওয়া আগিয়াপং নামের এই নারী মারা যান। আইসোলেশনে থাকা তার স্বামীরও কোভিড-১৯ ধরা পড়েছে। নার্স হিসেবে এই হাসপাতালেই পাঁচ বছর কাজ করেছেন ২৮ বছর বয়সী আগিয়াপং। খবর বিবিসির।

হাসপাতাল ট্রাস্টের একজন মুখপাত্র আগিয়াপংয়ের ‘সন্তান খুব ভালো আছে’ বলে জানিয়েছেন, কিন্তু বিস্তারিত আর কিছু জানাননি।

লকডাউনের মেয়াদ বাড়লো ব্রিটেনে
ব্রিটেনে লকডাউনের সময় আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই সময় সীমাবৃদ্ধির ঘোষণা দেন ফরেন সেক্রেটারী ডমিনিক র‌্যাব। করোনাভাইরাসের প্রদুর্ভাব কমাতে গত ২৩ মার্চ তিন সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ঘোষিত সময়সীমা শেষ হয়েছে ১৩ এপ্রিল সোমবার। আগামী ৭ মে পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।

এদিকে সরকারের হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক জানিয়েছেন করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনো বাড়ছে । লকডাউন তুলে নেয়া বা সামাজিক দূরত্বের বিধিনিষেধ শিথিল করার সময় এখনও আসেনি। তিনি বলেন নতুন করে সংক্রমণ বা মৃত্যুর হার যদিও কিছুটা সমান মাত্রায় পৌঁছেছে কিন্তু তা এখনও কমতে শুরু করেনি। বিধিনিষেধ শিথিল করা হলে ভাইরাস আবার ব্যাপক মাত্রায় সংক্রমণ ঘটাবে বলে মনে করছে দেশের বিজ্ঞানীরা।

এদিকে ব্রিটেনের বিরোধী লেবার পার্টি বলেছে , তারা লকডাউনের মেয়াদ বৃদ্ধি সমর্থন করে। তবে কবে এবং কিভাবে এই লকডাউনের মেয়াদ শেষ হবে তার বিস্তারিত জাতির কাছে উত্থাপন করার আহবান জানান লেবার লিডার কেয়ার স্টারমার। সরকার এপ্রিলের শেষে একদিনে ১০ লক্ষ মানুষকে করোনা পরীক্ষা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ বিষয়ে কেয়ার স্টারমার বলেছেন, আমি আশা করি সরকার তার লক্ষ্য পূরনে সফল হবে।

বার্মিংহামে করোনা রোগীদের জন্য হাসপাতাল উদ্বোধন করলেন প্রিন্স উইলিয়াম
ব্রিটেনে রাজধানী লন্ডনের পরে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি বার্মিংহামে। তাই বার্মিংহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অদূরে ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের অভ্যন্তরে প্রাথমিকভাবে পাঁচশো শয্যাবিশিষ্ট নাইটিংগেল হসপিটালের উদ্বোধন করেছেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম। ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে বেশ আবেগ আপ্লুত হয়ে সারাদেশের এনএইচএস কর্মীদের নিঃস্বার্থ কাজের প্রশংসা করেন তিনি সেসময়।

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে তাদের অক্লান্ত পরিশ্রম গোটা জাতির হৃদয় স্পর্শ করেছে বলে মন্তব্য করেন। এসময় প্রিন্স উইলিয়াম হাসপাতালটি স্থাপন ও স্থাপনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, প্রিন্স উইলিয়াম বার্মিংহামের ফুটবল ক্লাব আস্টন ভিলার একজন স্বঘোষিত অনুরাগী।

বার্মিংহাম মেইলে প্রকাশিত এক সংবাদে জানা যায়, প্রয়োজনে এই হাসপাতালে ১৫০০-এর অধিক নতুন শয্যা সংযোজন করা হবে। গোটা মিডল্যান্ড জুড়ে ২৩টি হাসাপাতালে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের সেবাদানে চাপ সামলাতে না পারলে এখানে স্থানান্তর করা হবে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us